জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান করোনা পজিটিভ ।






জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান করোনা পজিটিভ ।


আলিপুরদুয়ার: জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান করোনা পজিটিভ ।গতকাল তিনি কোভিড পরীক্ষা করেছিলেন এবং  তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান জেডিএ এক্সিকিউটিভ অফিসার ভূষণ শেরপা।  এদিন ভূষণ শেরপা জানান জেডিএ চেয়ারম্যান বর্তমানে হোম আইসোলশনে আছেন এবং তিনি সুস্থ আছেন। এদিন জেডিএ অফিস স‌্যানিটাইজ করা হয়।

ওপরদিকে বুধবার জয়ঁগা মেইন ট‍্যাক্সি আ্যসোসিয়েশনের পক্ষ থেকে জয়ঁগা ভুটানগেট এলাকা সহ জয়ঁগা বিভিন্ন এলাকা স‍্যানিটাইজ করা হয় সেদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ