এক গৃহবধূকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীর

এক গৃহবধূকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনালেন আলিপুরদুয়ার জেলা আদালতের এসসিজেডএম সেকেন্ড কোর্ট। এছাড়াও ওই গৃহবধূর শ্বশুর বাড়ির বাকি তিন সদস্যকে দোষি সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হল। 
২০১২ সালের ২৮ ফেব্রুয়ারিতে দায়ের হওয়া ওই মামলায় ১৬ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে বুধবার চুড়ান্ত সাজা ঘোষণা করেন বিচারক। ওই চুড়ান্ত রায়ে নুরিমা বেগম নামের গৃহবধূর স্বামী সইদুল খানকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই গৃহবধূর শ্বশুর মহাব্বত খান, শাশুড়ী কবিতা বেগম ও দেওর সামসুল খানকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও মাথা পিছু ১০ হাজার টাকা করে জরিমানা ধ্যার্য করেছে আদালত। 
অভিযোগ ২০০৯ সালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার দক্ষিণ শিশুবাড়ি এলাকার সইদুল খানের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়েছিল নুরিমা বেগমের। তারপর থেকেই ওই গৃহবধূর উপর অকথ্য নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা আজিজুল হক। শেষ পর্যন্ত ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি ওই গৃহবধূকে সারা গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যা করার চেষ্টা হয়। ওই গৃহবধুর আর্ত্নাদ শুনে পাড়া প্রতিবেশিরা তরিঘরি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, পরের দিন ২৮ ফেব্রুয়ারিতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হলে পুলিশ ওই অভিযুক্ত পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করে। তার আগে জীবন্ত অবস্থায় ওই গৃহবধূর মৃত্যুকালিন জবানবন্দি রেকর্ড করে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ