আর মাত্র ১১ দিনের অপেক্ষা তার পর শুরু হতে চলেছে ১৬ তম বিশ্ব ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এ
পুজোর আনন্দ কাটতে না কাটতেই আলিপুরদুয়ারের শুরু হতে চলছে আরেকটি উৎসবের প্রস্তুতি। যার নাম ডুয়ার্স উৎসব, এই উৎসব শুধু উত্তরবঙ্গের লোকেদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে তা নয়। সারা ভারতবর্ষ ও প্রতিবেশী দেশগুলির লোকেদের কাছেও,এটি প্রিয় উৎসব হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের সংস্কৃতি এবং কলাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরাই এর প্রধান লক্ষ্য। তাইতো এই উৎসব বিশ্ব ডুয়ার্স উৎসব নামে পরিচিত।
প্রতিবছরের মতো এবছরও 16thবিশ্ব ডুয়ার্স উৎসব অনুষ্ঠিত হতে চলছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে 29th ডিসেম্বর থেকে 7th January 2020 পর্যন্ত। প্রায় 10 দিন ধরে এই উৎসব চলবে আপনার আমার প্রিয় শহর আলিপুরদুয়ারে। উৎসবের দিনগুলিতে উপস্থিত থাকছেন দেশের প্রতিনিধিরা ছাড়াও বিদেশের প্রতিনিধিরাও।
উৎসবে ক্ষুদ্র-মাঝারি শিল্পীদের নিয়ে প্রায় 700 বেশি স্টল, তাছাড়াও থাকছে প্রতিবেশী দেশগুলো থেকে আসা বিভিন্ন স্টল।সাধারণ মানুষকে আনন্দ দিতে উৎসব প্রাঙ্গণ থাকছে তিন তিনটি মঞ্চ। ডুয়ার্সের সংস্কৃতিকে তুলে ধরতে লোকসংস্কৃতির মঞ্চ। শিশু সাংস্কৃতিক মঞ্চ এবং স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সাধারণ মঞ্চ। বহিরাগত থেকে আসা শিল্পীদের মধ্যে কে কে আসছেন জেনে নিন....
- 29/12/2019 আসছে অস্মিথ কর (জি বাংলা)
- 30/12/2019 রাজু দাস (বাউল)
- 31/12/2019 রিডিলশ (রোক বেন্ড)
- 01/01/2020 অঙ্কুশ চক্রবর্তী অঙ্কিত দে
- 02/01/2020 Mudra Bele Tramo and Munmun Mukherjee (Abirti)
- 03/01/2020 Kinjal Chatarjee
- 04/01/2020 Aditi Munshi
- 05/01/2020 Vinit Singh (Mumbai)
- 06/01/2020 Chandrabindu
- 07/01/2020 Palak Mucchal and palash Mucchal.
তাছাড়াও প্রতিদিন থাকছে অনেক লোকাল শিল্পীর অনুষ্ঠান,এই উৎসব চলবে 29th ডিসেম্বর থেকে 7thজানুয়ারি 2020 পর্যন্ত।
0 মন্তব্যসমূহ