মাথাভাঙ্গা,মাথাভাঙ্গায় জাঁকজমক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন মোদী ভক্ত প্রফুল্ল বর্মন ।এদিন নরেন্দ্র মোদীর মূর্তি মাথায় করে নিয়ে আসেন একটি বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে। জাতীয় পতাকা নিয়ে পায়ে হেঁটে মোদীর মূর্তি বারিতে স্থাপন করেন।পাশাপশি নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে ৭৫ কেজি একটি কেক কেটে জন্মদিন উৎযাপন করেন।এদিন মোদীর জন্মদিনে নিমন্ত্রিত ছিলো বহু মানুষ।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন, শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন বর্মন সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। অপারেশন সিঁদুরের সাফল্য তিনি সেনা কর্মীদের শ্রদ্ধায় তাদের বিভিন্ন ছবি বাড়িতে এবং এলাকায় লাগান ।এদিন শপথ নিয়ে প্রফুল্ল বর্মন বলেন নরেন্দ্র মোদির পায়ের ধুলো যতদিন পর্যন্ত তিনি পাবেন না ততদিন তিনি ভাত ও রুটি খাবেন না। মোদীর মূর্তি স্থাপন করেছেন। যা মোদীকে ভোগ দেবেন সেই খেয়েই তিনি কাটাবেন।
0 মন্তব্যসমূহ