Cloths Distribution By Social Club of Alipurduar



15ই ডিসেম্বর 2019, আলিপুরদুয়ার সোশ্যাল ক্লাবের  এর পক্ষ থেকে পালিত হলো "বস্ত্র" বিতরণ কর্মসূচি। এই বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত করা হয় "কালচিনি ব্লকের রায়মাটাঙ্গ ডিপোতে" 



। বস্ত্র বিতরণ করা হয় বাচ্চা,বয়স্ক,পুরুষও মহিলাদের মধ্যে। শীত ও সাধারণ বস্ত্র মিলিয়ে প্রায় 700 টির মত বস্ত্র বিতরণ করা হয় সেদিন। সংস্থা থেকে উপস্থিত  ছিলেন সভাপতি সোমনাথ সরকার, সম্পাদক বিপ্লব দেবনাথ, সেনাজিৎ অধিকারী, সন্দীপ লোহারা, সুব্রত পাল সহ অন্যান্য সদস্যগন। 





সংস্থার সম্পাদক বিপ্লব দেবনাথ ,জানান সমাজকল্যাণের সাথেে এবং সাধাারণ মানুষের পাশে থাকারএকটি ছোট্ট প্রয়াস তাদের, তারা সবসময় চেষ্টা রাখে কাজের ফাঁকে, যতটুকু সময় পাওয়া যায়, তা সামাজিক কাজে লাগানো।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ