সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কলেজের ভর্তির ফি মুকুবের দাবিতে প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সম্মুখে বিক্ষোভ অবস্থান

মঙ্গলবার আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের সব ধরনের ফি মুকুবের দাবিতে, রাস্তায় নামলেন কলেজ পড়ুয়ারা। এদিন কলেজ হল্ট থেকে রেলি করে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সম্মুখে বিক্ষোভ অবস্থান করেন তারা। তাদের দাবি করুনার এই মহামারিতে আর্থিক সংকট একটা বড় সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন লকডাউন থাকায় পরিবারের কাজ বন্ধ হয়ে পড়ে ও অর্থ উপার্জন করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তাদের পক্ষে কলেজের ফি দেওয়া সম্ভব নয়। তাদের সরকারের কাছে অনুরোধ তাদের সব ধরনের কলেজ  ফি মুকুব করে দিলে অনেক পরিবার ভীষণ ভাবে উপকৃত হবেন। এই আশা নিয়ে তাদের এই অবস্থান বলে জানা যায়।

৫০ কার্টুন আসাম বিয়ার উদ্ধার করল বীরপাড়া পুলিশ।

আলিপুরদুয়ার বীরপাড়া:- গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ৪৮ এশিয়ান হাইওয়ে র এক বেসরকারি ধাবার সামনে থেকে HR38 AA 8141 নম্বরের ছয় চাকার একটি ট্রাক তল্লাসি চালিয়ে ৮৪ হাজার টাকা মূল্যের অসমের ৫০ কার্টুন বিয়ার উদ্ধার করে বীরপাড়া পুলিশ। আলিপুরদুয়ার বিরপাড়া ওসি জানান প্রতিটি কার্টুনে ২৪ টি করে ৫০০ মিলিলিটারের বিয়ারের ক্যান প্যাকেট করা ছিল। ট্রাকটি অসম থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বলে পুলিশের অনুমান।  বীরপাড়া থানার ওসি প্রেম কুমার থামি Prem Kumar Thami জানালেন গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে  হরিয়ানা নম্বরের একটি ৬ চাকার ট্রাকে করে অসমের বিয়ারের চোরা চালান হচ্ছে।  খবর পেয়ে বীরপাড়া থানার পুলিশ এশিয়ান হাই ওয়েতে ওৎ পেতে থেকে অপেক্ষা করে। এক থাবার সামনে থেকে ট্রাক তল্লাসি করে চোরাই বিয়ার উদ্ধার করা হয়। তবে পুলিশি তল্লাসির সময় ট্রাকের চালক বা সহকারি কেউ উপস্থিত না থাকায় কেউ গ্রেপ্তার হয় নি। পুলিশ ট্রাক সহ চোরাই বিয়ার বাজেয়াপ্ত করে বেঙ্গল একসাইজ এর আইন অনুযায়ী কেস করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে ওসি জানান। এদিকে গত দু সপ্তাহের মধ্যে বেশ কয়েক বার কাশির ওষুধ উদ্ধার হবার পর রবিবার রাতে চো