সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সিভিক ভলেন্টিয়ার সেজে কাঠ পাচার।

সিভিক ভলেনটিয়ার সেজে কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়ল পাচারকারী  আলিপুরদুয়ারঃ সিভিক ভলেনটিয়ারের পোশাক ব্যবহার করে কাঠ পাচার করতে গিয়ে বনকর্মীদের হাতে ধরা পড়ল এক পাচারকারী।ওই পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা মূল‍্যের কাঠ। ভুঁয়ো সিভিক ভলেনটিয়ারকে আলিপুরদুয়ার কোর্টে  তোলা হল শণিবার।  জানা যায়,শুক্রবার রাতে আলিপুরদুয়ার জেলার চিলাপাতা এলাকায় এক  বলেরো গাড়ি করে কাঠ পাচার করছিল পাচারকারীরা । গাড়িটিকে অভিযান চালিয়ে ধরে ফেলে বনদপ্তর । এবং গাড়িতে যে পাচারকারী ছিল সে সিভিক ভলেনটিয়ার এর পোশাক পরিহিত সে কোচবিহার জেলার চকচকা এলাকার বাসিন্দা সুখদেব বর্মণ। পরবর্তীতে ঘটনা তদন্ত করে বনদপ্তর জানতে পারে ঐ যুবক সিভিক ভলেনটিয়ার নন সে সিভিক ভলেনটিয়ার পোশাক পড়ে ভুঁয়ো সিভিক ভলেনটিয়ার সেজে কাঠ পাচার করছিল । পাচারকারীকে বনদপ্তরের পক্ষ শণিবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হয় ।

দুইটি দেশী পিস্তল সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করল বারবিশা ফাঁড়ির পুলিশ ।

আলিপরদুয়ার জেলার বারবিশায় দুইটি দেশী পিস্তল সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করল কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ ।  গোপন সুত্রের খবরের ভিত্তিতে বারবিশা লস্করপাড়া এলাকায় একটি লটারির গোডাউন থেকে এক যুবককে দুইটি দেশী পিস্তল সহ দুই রাউন্ড গুলি নিয়ে হাতে হাতে পাকড়াও করা হয় ।  পুলিশ সুত্রে জানাগিয়েছে ধৃত যুবকের নাম জয় দাস (২৩)।  এই বিষয়ে কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার বলেন  , বারবিশার বাসিন্দা গোপাল দাস দীর্ঘদিন সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিল সেই অভিযোগ আমাদের আসে রাতে আমরা তাঁর বাড়ি ঘেরাও করি তারপর বাড়ি থেকে সে পালিয়ে যায় গ্রেফতার করা হয় একজনকে উদ্ধার হয় দুইটি দেশী পিস্তল সহ দুই রাউন্ড গুলি  । শুক্রবার আলিপুরদুয়ার জেলা আদালতে ধৃত ব্যক্তিকে পেশ করা হয় ।

রেলগেট লক হয়ে বিপত্তি।

রেলগেট লক হয়ে বিপত্তি : আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ঘোড়ামারা রেলগেট আচমকাই লক হয়ে বিপত্তি ।একটানা প্রায় আধ ঘন্টা লাইনের ওপর আটকে বহু যাত্রীবাহী গাড়ি । পরবর্তীতে রেলকর্মীদের প্রচেষ্টায় গেট খোলা হয় । তবে এদিন ভোগান্তীর শিকার হন বহু মানুষ। আটকে এম্বুলেন্স সহ একাধিক জরুরি পরিষেবার সাথে যুক্ত ব্যক্তীরা । উল্লেখ্য,একাধিকার রেল দফতরের কাছে এই রেলগেটে ফ্লাই ওভারের দাবী জানিয়েছেন স্থানীয়রা ,তবুও আজও তৈরি হয়নি ফ্লাইওভার ,এই নিয়েও ক্ষোভ জমছে জনমানসে।

মোমবাতির আগুনে পুড়ে ছাই ঘর,ঘটনায় মৃত এক  যুবক।

মোমবাতির আগুনে পুড়ে ছাই ঘর,ঘটনায় মৃত এক  যুবক। আলিপুরদুয়ার: বৃহস্পতিবার রাতে লোডশেডিং থাকার কারণে পাড়ার দোকান থেকে মোমবাতি কিনে সেটি জ্বালিয়ে ঘরের ভেতর একা ঘুমিয়ে ছিল আলিপুরদুয়ার জেলার দুই নম্বর ব্লকের পানবাড়ির যুবক  বছর সাতেরোর এতোয়া  হেমব্রম।  সেই ঘুমই কাল হল তার। রাতে সেই মোমবাতির থেকে ঘরে আগুন লাগলেও প্রথমে টের পায় নি সে। কিন্তু পরে যখন টের পায় ততক্ষনে ঘরের চারদিক দাউ দাউ করে জ্বলছে ।প্রাণ বাঁচানোর তাগিদে চিৎকার করতে থাকে সে । তার চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো  হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। একজন ঘরের বেড়ার টিন ভেঙে ঝুঁকি নিয়ে তাকে বের করে আনে কিন্তু ততক্ষণে দেহের অনেকটাই পুড়ে গেছে। যিনি উদ্ধার করেন  ,সেও আহত হয় আগুনে । তৎক্ষণাৎ ওই যুবক কে গাড়ি ভাড়া করে স্থানীয়রা জেলা হাসপাতালে নিয়ে যায় । শুক্রবার সকালে ওই যুবকের মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক তার মার সঙ্গে ওই বাড়িতে থাকত। কিন্তু বৃহস্পতিবার তার মা বাড়িতে ছিল না। শুক্রবার ওই যুবকের মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রাজ্য সড়কে দাঁড়িয়ে দাঁতাল হাতি ,বন্ধ যান চলাচল ।

আলিপুরদুয়ার: হাসিমারা থেকে কোচবিহার গামী চিলাপাতা রাজ‍্য সড়কে বুধবার দিনের আলোতে  ঘোরাঘুরি করছে দাঁতাল হাতি । আর দাঁতাল হাতি সড়কে থাকায় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কের দুধারে দাড়িয়ে রয়েছে গাড়ি। বুনো দাঁতাল হাতি দেখে অনেকে হাতির ছবি তুলতে ব‍্যাস্ত হয়ে পড়ে। প্রায় একঘণ্টা  ধরে প্রধান সড়কে দাড়িয়ে  থেকে  বুনো দাঁতাল হাতিটি চিলাপাতা জঙ্গলে প্রবেশ করে।

মালঙ্গী চা বাগানে রেশন বণ্টণ নিয়ে দূর্ণীতির অভিযো বাগানের শ্রমিকদের ।

মালঙ্গী চা বাগানে রেশন বণ্টণ নিয়ে দূর্ণীতির অভিযো বাগানের শ্রমিকদের । কালচিনি ব্লকের মালঙ্গী চা বাগানে শ্রমিকদের রেশন প্রদান নিয়ে অনিয়মের অভিযোগ উঠল । মঙ্গলবার শ্রমিকরা অভিযোগ করেন রেশন বণ্টণে দায়িত্বে থাকা স্বনির্ভর দলের সদস্যরা শ্রমিকদের থেকে ফিঙ্গার প্রিণ্ট আঙ্গুলের ছাপ নিয়ে নিচ্ছে কিন্ত রেশন দিচ্ছেনা । রেশন দিচ্ছে আঙ্গুলের ছাপ নেওয়ার তিন সপ্তাহ পড়ে এছাড়া রেশনে যে চাল দিচ্ছে সেটা পোকামাকড় ভর্তি খাওয়ার অযোগ্য। এদিন বিজেপি নেতৃবৃন্দ এলাকায় আসেন তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং বিজেপি নেতৃবৃন্দ ও অভিযোগ করেন জনগণ রেশন নিয়ে হয়রানি হচ্ছে আঙ্গুলের ছাপ নেওয়ার পর ও কেন রেশন মিলছেনা এই নিয়ে প্রশ্ন তুলছে । যদি এই বিষয়ে রেশন বণ্টণে দায়িত্বে থাকা স্বনির্ভর দলের কোষাধ্যক্ষ রিঙ্কু ওরাঁও জানান যেদিন আসছে রেশন সেদিন আমারা প্রদান করছি।  এই বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান।বিষয়টা শোনামাত্র আমি ফুড ইন্সপেক্টরকে বলেছি বিষয়টা দেখতে এবং ঐ এলাকার গ্ৰায পঞ্চায়েত প্রধান ও আধিকারিকদের  বলা হয়েছে বিষয়টা দেখতে সম্পূর্ণ রিপোর্ট হাতে পেয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্ৰহণ করবো।

মোটর বাইকের গ্যারেজে আগুন।

মোটর বাইকের গ্যারেজে আগুন  আলিপুরদুয়ার: হঠাৎ একটি মোটর বাইকের দোকানে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের শালকুমারহাটে ।স্থানীয়রা কালো ধোঁয়া দেখতে পেয়ে তড়িঘড়ি  এসে  আগুন নেভানোর  চেষ্টা চালায় ।খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন , দমকল কর্মীদের  তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসবার আগেই ওই গ্যারেজে মেরামতির জন্য থাকা দুটি মোটর বাইক পুড়ে নষ্ট হয়ে যায় । পাশাপাশি দোকানের ও এক নতুন যন্ত্রাংশও আগুনে নষ্ট হইয়ে গেছে ।

শিক্ষক শিক্ষিকা দেরিতে আসায় স্কুলে তালা স্থানীয়দের।

সময়মত স্কুলে আসেন না শিক্ষকরা ,স্কুলে তালা স্থানীয়দের। আলিপুরদুয়ার: শিক্ষক শিক্ষিকা দেরিতে আসায় ছাত্র ছাত্রীর অভিভাবক ও গ্রামবাসীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন ।সোমবার এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার 1 নং ব্লকের অন্তর্গত ঘরঘড়িয়া জুনিয়ার হাই স্কুলে। পরবর্তীতে আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কের ঘরঘরিয়ায় পথ অবরোধ করেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা  ।প্রায় এক ঘন্টার কাছাকাছি অবরোধ চলার পর সোনাপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেন। সে সময় হাজির হন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অভিভাবকদের অভিযোগ কয়েকদিন থেকে সঠিকভাবে বিদ্যালয় আসসেন শিক্ষক-শিক্ষিকারা । এরফলে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে ।অভিবাবকদের দাবি ,প্রতিনিয়ত সময়মত খোলা হোক বিদ্যালয়।

মায়ের কোলে ফিরল দুই চিতা শাবক।

বন দফতরের তৎপরতায় মানুষের ছোঁয়া বাঁচিয়ে মায়ের কোলে ফিরল দুই চিতা শাবক। আলিপুরদুয়ারঃমানুষের ছোঁয়া লাগলে মা ফিরিয়ে নেবে না সদ্যোজাত দুই শাবক কে। এত ছোট দুই শাবক কে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গেলেও তাদের প্রাণ বাঁচানোও ছিল প্রায় অসম্ভব।তাই চা বাগানে রেখে যাওয়া দুই চিতা বাঘের শাবক কে মানুষের ছোঁয়া বাঁচিয়ে ,তাদের মায়ের আসবার অপেক্ষায় দিন গুনছিল বনদপ্তর ও চা বাগান কর্তৃপক্ষ।তাদেরই যৌথ প্রচেষ্টায়  প্রাণেও বাঁচলো এবং মায়ের কোলও ফিরে পেল  দুই সদ্যজাত লেপার্ড শাবক।শনিবার বন বিভাগের হামিল্টনগঞ্জ রেঞ্জ কে কালচিনির ব্লকের  চুয়াপাড়া চা বাগানের তরফে জানানো হয় যে, ওই  চা বাগানের চার নম্বর সেকশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দু'টি চিতাবাঘের বাচ্চা।খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা।সেখানে গিয়ে বন কর্মীরা উপলব্ধি করেন, একবার ওই শাবক দু'টির গায়ে মানুষের ছোঁয়া লাগলে, আর তাদের ফেরাবে না মা চিতাবাঘ।কিন্তু শনিনার ওই এলাকা তন্নতন্ন করে খুঁজেও ওই  মা চিতা বাঘের হদিশ পায় নি বন দফতর ।অগত্যা  ওই এলাকাটিকে ঘিরে ফেলে সেখানে বসানো হয় ট্র্যাপ  ক্যামেরা

বৈদ্যুতিক শক খেয়ে মৃত গৃহবধূ।

বৈদ্যুতিক শক খেয়ে মৃত গৃহবধূ। আলিপুরদুয়ারঃ স্বামী স্ত্রী দুজনেই রমজান মাস উপলক্ষে রোজা রেখেছিল। স্বামী দুপুরে স্নান করে ঘরে প্রবেশ করে দেখেন স্ত্রী বিদ্যুতের ছোবল খেয়ে ঘরের ভেতর পরে রয়েছে। তৎক্ষণাৎ স্ত্রীকে নিয়ে সোজা চলে আসেন ব্লক স্বাস্থ কেন্দ্রে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে স্ত্রীর।স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন । ইলেকট্রিক শক লেগে ওই গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে মাঝের ডাবরী মুসলিম চর এলাকায়।হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ । সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গৃহবধুর মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ।

রহস্যজনক মৃত্যু এক যুবকের।

রহস্যজনক মৃত্যু এক যুবকের। আলিপুরদুয়ার: নেপাল কর্মস্থল থেকে কাজ করে আসামের বরপেটায় বাড়ি ফেরার পথে রহস্যজনক মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সংলগ্ন জাতীয় সড়কের ধারে।ওই  যুবকের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি এলাকায়। শনিবার রাতে নেপাল থেকে এক যুবক অসমের বরপেটা যাচ্ছিল সেই সময় কামাখ্যাগুড়ি  তেতুলতলা এলাকায় অসুস্থ বোধ করে ওই যুবক ,সঙ্গে থাকা তার আত্মীয় স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে তাকে খাওয়ায় ।পরবর্তীতে বেশ কিছুক্ষণ পরে শারীরিক অবনতি হওয়ায় কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়  ওই যুবকে।সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রবিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কামাখ্যাগুড়ি  ফাঁড়ির পুলিশ।

নিখোঁজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা।

নিখোঁজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা, খুজে পেতে ফালাকাটা জুড়ে পড়ল " সন্ধান চাই" পোস্টার।  আলিপুরদুয়ার:সপ্তাহ খানেক আগে প্রবল কালবৈশাখী ঝড় ও প্রচন্ড শিলা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ারের বিস্তীর্ন এলাকা।তার মধ্যে ফালাকাটা ব্লকও পড়েছে।কিন্তু এই দুর্যোগের সময়ও মানুষের পাশে নেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মন , এমনটাই অভিযোগ যুব তৃণমূলের।এই অভিযোগ কে সামনে রেখে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা এবং ফালাকাটার বিধায়ক দিপক বর্মনের নামে ছবি দিয়ে   ফালাকাটা জুড়ে "সন্ধান চাই" পোস্টার  লাগলো তৃণমূল । ফালাকাটা শহরের বেশ কয়েকটি জায়গায় রবিবার সকালে এই পোস্টার লাগাতে  দেখা যায় যুব তৃনমূল কর্মীদের।। বিজেপি জনপ্রতিনিধির খোঁজে শহরের মোড়ে মোড়ে 'সন্ধান চাই' পোস্টার সাঁটিয়েছে ব্লক যুব তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় , শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে দুই জনপ্রতিনিধির খোঁজে রবিবার ফালাকাটা থানায় নিখোঁজ ডাইরি করেছে যুব তৃণমূল কংগ্রেস। ওই রাজনৈতিক তরজায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে শহর জুড়ে। তবে ফালাকাটার বিধায়ক দীপ

সরকারি বাস পরিষেবা চালু হল ভুটান সীমান্তে।

সরকারি বাস পরিষেবা চালু ভুটান সীমান্তে আলিপুরদুয়ার:শনিবার   ভুটান সীমান্তবর্তী শহর  জয়ঁগা থেকে দুটি এন বি এস টি সি'র  বাস পরিষেবা চালু করলেন এন বি এস টি সি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় । জয়ঁগা থেকে কালিম্পং ,জয়ঁগা থেকে দার্জিলিং ও জয়ঁগা থেকে মালদা এই তিনটি বাস পরিষেবা   আগেই চালু ছিল। আজ থেকে আরো  দুটি বাস  যোগ হল । এন বি এস টি সি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, জয়ঁগা থেকে আলিপুরদুয়ার হয়ে কোচবিহার বাস পরিষেবা এবং আলিপুরদুয়ার থেকে জয়ঁগা হয়ে শিলিগুড়ি আবার শিলিগুড়ি থেকে জয়ঁগা হয়ে আলিপুরদুয়ার বাস পরিষেবা আজ থেকে চালু হল । তিনি আরো  জানান জয়ঁগাতে খুব শীঘ্রই এন বি এস টি সি টিকিট কাউণ্টার চালু হবে এবং দুজন সিকিউরিটি ও রাখা হবে জয়ঁগা বাস টার্মিনাসে, এন বি এস টি সি'র তরফ  থেকে ।

ফের আতঙ্ক ছড়াল চিতাবাঘের।

আলিপুরদুয়ার:- গত সোমবারের পর ফের চিতাবাঘের আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাইটারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গ্রামবাসীরা একটি চিতাবাঘ দেখতে পান বলে দাবি করেছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ, বন দপ্তরের দলগাঁও রেঞ্জ অফিসের বনকর্মীরা পৌঁছোয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনও চিতাবাঘটি সংশ্লিষ্ট এলাকার একটি ভুট্টা খেতে ঢুকে রয়েছে বলে জানা গিয়েছে। গ্রামে চিতাবাঘ বেরিয়েছে এই খবর চাউর হতেই জমতে শুরু করে মানুষের ভিড়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এবিষয়ে দলগাঁওয়ের রেঞ্জার অশেষ পাল জানান, ওই এলাকায় একটি খাঁচা পাতা হয়েছে বলে জানান তিনি।প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার ওই একই জায়গায় একটি চিতাবাঘ বেরিয়েছিল। এবং সেটির আক্রমণে একজন সিভিক ভলান্টিয়ার ও একজন বন কর্মী জখম হয়েছিলেন। তাই ফের চিতা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল সেনাবাহিনীর একটি ছোট গাড়ি।

আলিপুরদুয়ার:- নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল সেনাবাহিনীর একটি ছোট গাড়ি।স্থানীয় সূত্রে খবর, গাড়িতে তিনজন যাত্রী ছিল,তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ ফালাকাটা ব্লকের কালীবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধারের চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ফালাকাটা বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়কে কালীবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

হাতির হানায় ফসলের ক্ষতি।

হাতির হানায় ফসলের ক্ষতি আলিপুরদুয়ার: ফের হাতির হানায় ফসল নষ্ট হল পশ্চিম মাদারিহাট এলাকায়।বৃহস্পতিবার গভীর রাতে ৩২  টি হাতির একটি দল জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে ওই এলাকায় কৃষি ক্ষেতে এক প্রকার তান্ডব চালায় ।হাতির হানায় নষ্ট হয় প্রায় ৯বিঘা ভুট্টা ক্ষেত। রাত তিনটে নাগাদ ওই হাতির দল আক্রমণ চালায়। এমনিতেই ঝড়ে ওই এলাকায় আগেই বেশ কিছু জায়গায় ফসলের ক্ষতি হয়েছে ,এবার তার ওপর হাতির আক্রমণে বাকিটুকুও নষ্ট হতে বসার জোগাড়। খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের কর্মী রা এসে হাতিগুলোকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়।

চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বিজেপির গেট মিটিং।

চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বিজেপির গেট মিটিং। আলিপুরদুয়ার:- ন্যূনতম মুজুরি সহ চা বাগান শ্রমিকদের নানান সমস্যা নিয়ে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে অনুষ্ঠিত হল গেট মিটিং । শুক্রবার সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয় প্রায় সমস্ত বাগানে । দিনের কাজ শুরু করার আগে চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে এই গেট মিটিং করা হয়। প্রায় ঘণ্টাখানেক মিটিংয়ের পর শ্রমিকরা কাজে যোগদান করেন। তাশা টি বাগানের এদিনের ওই গেট মিটিং এ উপস্থিত ছিলেন, ফালাকাটার বিধায়ক দীপক বৰ্মন। তিনি জানান, "এই চা বাগানের শ্রমিকরা নানান সমস্যায় আছেন। এদিন বিধায়ক দীপক বর্মন জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয় টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে , বাগানের হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভালো নেই, দীর্ঘদিন বসবাসকারী শ্রমিকদের পাট্টা প্রদান, ছেলে মেয়েদের সঠিক শিক্ষাদান সহ বিভিন্ন দাবিতে এদিনের গেট মিটিং।" এছাড়াও এদিন ডুয়ার্সের দলগাঁও, সিংহানিয়া, দলমর চা বাগান সাহা বিভিন্ন বাগানের ফ্যাক্টরির গেটের সামনে গেট মিটিং করা হয়।

এনএফ রেলওয় এম্প্লয়িস ইউনিয়ন এর নবম তম বার্ষিক অনুষ্ঠান আয়োজন হল রেলওয়ে ইনস্টিটিউট হলে।

মঙ্গলবার আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে উপস্থিত হলেন এনএফ রেলওয় এমপ্লয়িজ ইউনিয়ন এর জেনারেল সেক্রেটারি তথা ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়া রেলওয়েমেন জয়েন্ট জেনারেল সেক্রেটারি মনিন্দ্র সিকিয়া এদিন এনএফ রেলওয় এম্প্লয়িস ইউনিয়নের আলিপুরদুয়ার জংশন মেন ব্রাঞ্চ এবং আলিপুরদুয়ার জংশন লেডিস ব্রাঞ্চ এর পক্ষ থেকে নবম তম দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত হতে এদিন আলিপুরদুয়ারে আসেন তিনি। জানা যায় এদিন রেল শ্রমিক দের বিভিন্ন রকম সমস্যা এবং নিউ পেনশন স্কিম সহ বিভিন্ন রকম ইস্যু এছাড়াও আগামী দিনে কি পদক্ষেপ হবে রেল শ্রমিক এর ব্যাপারে সেই সব বিষয়ে আলোচনা করা হয়।এদিন এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে বাইক রেলী করা হয়। বাইক রেলিটি আলিপুরদুয়ার জংশন ইনস্টিটিউট হল থেকে শুরু করে আলিপুরদুয়ার জংশন রেল এরিয়ার বিভিন্ন জায়গায় পরিক্রমা করে  পরবর্তীতে ইনস্টিউট হলে এসে সমাপ্ত হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এনএফ রেলওয় এম্প্লয়িস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মনিন্দ্র শিকিয়া,জানাযায় এদিন এন এফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন আলিপুরদুয়ার

চিকিৎসককে বেধড়ক মারধর করল রোগীর আত্মীয়রা।

চিকিৎসককে মারধরের ঘটনা ঘটল বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালে । সোমবার সন্ধ্যায় বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালের শিশু চিকিৎসক সঞ্জেয় দাস শিশু বিভাগে রোগী দেখছিলেন ঐ সময় এক রোগীর আত্মীয় পরিজন তাকে নিগ্ৰহ করে এবং মারধর করে বলে অভিযোগ ।  বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালের সুপার কৌশিক ঘড়াই জানান যে গতকাল সন্ধ‍্যায় শিশু চিকিৎসক শিশু বিভাগে অন ডিউটি অবস্থায় ছিল ঐ সময় ভিজিটিং সময় ছিলনা কিন্ত তা সত্তেও এক রোগীর পরিজন হাসপাতালে ছিল শিশুবিভাগে ঐ সময় ডাক্তার বাবু তাদের বেরিয়ে যেতে বললে রোগীর আত্মীয় পরিজন চিকিৎসকের উপর চড়াও হয় তাকে নিগ্ৰহ করে এবং মারধর করে । এই ঘটনার হাসপাতাল পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।  সুপার জানান আমরা নিরপত্তার অভাব বোধ করছি আমরা হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রেখেছি কিন্ত দোষীদের আইন অনুযায়ী শাস্তি না হয় এবং গ্ৰেপ্তার না করা তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব প্রয়োজনে পরিষেবা বন্ধ রাখতে বাধ‍্য হব।  বীরপাড়া থানার পুলিশ এই ঘটনায় যুক্ত একজনকে গ্ৰেপ্তার করে মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার কোর্টে পাঠিয়েছে।

বজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির।

আলিপুরদুয়ার:বৃহস্পতিবার রাতে প্রবল কালবৈশাখী ঝড় হয় সারা আলিপুরদুয়ার জুড়ে। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের ব্যাপকতা ছিল অনেক বেশি ।বজ্রপাতে আসাম বাংলা সীমানার ভলকার কাছে এক ব্যাক্তির মৃত্যু হয় । ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ভবঘুরের মত ঘুরে বেড়াত। মৃত ব্যক্তির কাছ থেকে আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে । ওই বক্তির নাম সুনীল বিশে। বয়স ২৭।তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। পুলিশ গভীর রাতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা যায়।

আলিপুরদুয়ার জংশনে সকাল সকাল দেখা গেল একটি দাঁতাল হাতি।

আলিপুরদুয়ার :শুক্রবার বছরের প্রথম দিন সকাল সকাল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসলো একটি বড় দাঁতাল হাতি জানা যায় হাতিটি জঙ্গল থেকে আলিপুরদুয়ার জংশন শিববাড়ি, রেলবাজার, DRM চোপতি রেলগেট হয়ে শীতলা কলোনি হয়ে জঙ্গলে চলে যায় যদিও কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। এদিন সকাল সকাল হাতি দেখতে পেয়ে আলিপুরদুয়ার জংশন এলাকার স্থানীয়রা খুব আনন্দিত বলে জানায়। 

অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি ফাস্টফুডের দোকান ।

আলিপুরদুয়ার: ট্রান্সপোর্ট এলাকায় রবিবার গভীর রাতে  অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি ফাস্টফুডের দোকান । সোমবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে এল আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রশেনজিৎ কর। রবিবার রাত একটা নাগাদ একটি ফাস্টফুডের দোকানে আগুন দেখতে পায় এলাকার বাসিন্দারা। চোখের নিমিষেই অগ্নিকাণ্ডে পুরো দোকানটা ভস্মীভূত হয়ে যায়। দোকানে থাকা একটি সিলেণ্ডার বিকট শব্দে ফেটে যায় । খুব শীঘ্র ঘটনাস্থলে আলিপুরদুয়ার দমকল কেন্দ্র থেকে একটি দমকলের ইঞ্জিন পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে ঝাঁপ দিল এক যুবক।

আলিপুরদুয়ার :- আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি রেলস্টেশন এলাকায় একটি চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে ঝাঁপ দিল এক যুবক। ঘটনার জেরে গুরুতরভাবে জখম ওই যুবক।এরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। জানা গিয়েছে আচমকাই সকাল 9 টা নাগাদ হাবিগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে ঝাঁপ দেয় ওই যুবক।  গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। জানা যায় ছেলেটির বাড়ি অসমের তুলশি বিল এলাকায়।

মুখ বেঁধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে।

 দক্ষিণ দিনাজপুর : মুখ বেঁধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া ওই নাবালিকাকে বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। নির্যাতিতা ওই নাবালিকার মায়ের অভিযোগ,  ভোরবেলায় বাথরুমে যাওয়ার সময়। এলাকারই এক যুবক তাদের মেয়েকে মুখ চেপে জোর পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর মেয়ের চেঁচামেচিতে পরিবারের লোকেরা হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত যুবককে। পরে অভিযুক্ত যুবকের পরিবার জানতে পারে তাদের ছেলেকে আটকে রাখা হয়েছে এরপরই তারা ওই যুবককে কার্যত গায়ের জোর দেখিয়ে নিয়ে চলে যায়।এমনকি নাবালিকার পরিবারকে প্রাণে মারার হুমকি দেন অভিযুক্ত যুবক। পুরো ঘটনা নিয়ে গত রাতে অভিযুক্তের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকার মা। অভিযোগ হাতে পেয়ে পুরোও ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্যাতিতা ওই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়েছে।

তোর্ষা নদীতে চালু হতে চলেছে রিভার রাফটিং।

ভুটান সীমান্ত জয়ঁগা তোর্ষা নদীতে চালু হতে চলেছে রিভার রাফটিং । আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী জয়ঁগা এলাকায় তোর্ষা নদীতে জয়ঁগা ডেভলোপমেণ্ট অথরিটি পক্ষ থেকে আজ পরীক্ষামূলক ভাবে রিভার রাফটিং শুরু হল ।জয়ঁগা এলাকাকে পর্যটন মানচিত্রে তুলে ধরতে জেডিএ পক্ষ থেকে তোর্ষা নদীতে রাফটিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে।  এই তোর্ষা নদীতে আ্যডভেঞ্চার স্পোর্টস নিয়ে যথেষ্ট আশাবাদী জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি । আলিপুরদুয়ার জেলার মধ‍্যে এই প্রথম আ্যডভেঞ্চার স্পোর্টস রিভার রাফটিং চালু হতে চলেছে জয়ঁগাতে । আর এই নিয়ে খুশি গোটা আলিপুরদুয়ার জেলার পর্যটন ব‍্যবসায়ীরা।  জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান আজ পরীক্ষামূলক ভাবে এই রিভার রাফটিং করা হল । এবং এই এলাকায় রিভার রাফটিং চালু হলে জয়ঁগা পর্যটন মানচিত্রে নতুন অধ‍্যায় যোগ হবে বলে আমরা আশাবাদী।

চল্লিশ লাখ টাকার অবৈধ কোরিয়ান সিগারেট উদ্ধার।

চল্লিশ লাখ টাকার অবৈধ কোরিয়ান সিগারেট উদ্ধার। আলিপুরদুয়ার: জেলা পুলিশের নজর এড়িয়ে একটি সূচও গলার উপায় নেই আসাম বাংলা সীমানায় ।জেলা পুলিশের সতর্ক নজরদারির ফলে একের পর এক অবৈধ চোরাই সামগ্রী উদ্ধার করে ফের খবরের শিরোনামে কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা পুলিশ ফাঁড়ি।শুক্রবার দুপুরে আসামের গুয়াহাটি থেকে দিল্লী পাচারের পথে আসাম বাংলা সীমানার পাকড়িগুড়িতে অবৈধ কোরিয়ান সিগারেট ভর্তি কন্টেনার আটক করল বারবিশা ফাঁড়ির পুলিশ।মোট ১৬৯৩০ প্যাকেট সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার আনুমানিক মূল্য চল্লিশ লাখ টাকা।শুক্রবার দুপুরে আসাম থেকে বাংলায় প্রবেশ করার পর কন্টেনারটি আটক করে পুলিশ। ড্রাইভারের কথায় অসংলগ্নতা থাকায় গাড়িটি খুলে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ওই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার হয়।গ্রেফতার করা হয় বিহারের বাসিন্দা গাড়ির চালক ভোগেন্দ্রা যাদব কে। তাকে আগামীকাল আলিপুরদুয়ার আদলতে পাঠানো হবে।

অবৈধভাবে কাঠ পাচার।

আসাম বাংলা সীমানায় নাকা চেকিংয়ে দশ লাখ টাকার চোরাই পাইন কাঠ উদ্ধার।  আলিপুরদুয়ার: চোরা  চালান রুখতে আবারো বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ির পুলিশ।আগরতলা থেকে ভিলাই পাচারের পথে বিরাট অঙ্কের চোরাই পাইন কাঠ উদ্ধার করে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে রুটিন নাকা চেকিংয়ের সময় আসামের দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাক তল্লাশির জন্য  পাকড়িগুড়িতে দাড় করায় বারবিশা ফাঁড়ির নাকা তল্লাশির পুলিশ দল। তল্লাশিতে ওই ট্রাক থেকে দুশো কিউবিক ফুট দুর্মূল্য পাইন কাঠের দরজা ,জানালার সুদৃশ্য  ডিজাইন করা লেমিনেটেড কাঠামো উদ্ধার করে পুলিশ।যার অনুমানিক বাজার মূল্য দশ লাখ টাকার ওপরে।অন্যান্য কাঠ চোরাই বাজারে টাকার বিনিময়ে পাওয়া গেলেও, এই পাইন কাঠ পাওয়া খুব সহজ নয়। বিশেষ করে এই কাঠ পাহাড়েই পাওয়া যায়।ওই ঘটনায় গাড়ির চালক কে গ্রেফতার করেছে কুমারগ্রাম থানার পুলিশ।