সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার মোর পথ অবরোধ পরীক্ষার্থীরা

আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার মোর পথ অবরোধ পরীক্ষার্থীরা  আলিপুরদুয়ার: ডুয়ার্সের হ‍্যামিলণ্টণগঞ্জ এলাকায় বনধের বিরুদ্ধে সোমবার পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ । সোমবার বিজেপির পক্ষ থেকে বনধ ডাকা হয়। আর সোমবার সকাল থেকে কালচিনি ব্লকের হ‍্যামিলণ্টণগঞ্জ , কালচিনি এলাকায় বনধের বিরুদ্ধে পথে নামে তৃণমূল ছাত্রপরিষদ । এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হ‍্যামিলণ্টণগঞ্জ ও কালচিনি এলাকায় বনধের বিপক্ষে মিছিলও করা হয় ।

দুটি পৌরসভার ডি সি আর সি করা হয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে।

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার পৌরসভা ও ফালাকাটা পৌরসভা আলিপুরদুয়ার জেলার এই দুটি পৌরসভার ডি সি আর সি করা হয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। শনিবার সকাল থেকে ভোটকর্মীরা আসতে শুরু করে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ডি সি আর সি তে । ই ভি এম মেশিন নিয়ে ভোট কর্মীরা বুথ কেন্দ্রের উদ্দেশ্যে র ওনা দিতে শুরু করেছে । আলিপুরদুয়ার পৌরসভার মোট ভোটার 56,374 জন মোট ওয়ার্ড 20 টি মোট বুথ 68 টি । ওপরদিকে আলিপুরদুয়ার জেলার নতুন ফালাকাটা পৌরসভার মোট ভোটার 44,949 জন 18 টি ওয়ার্ড মোট বুথ 57 টি ।

সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুন তৈরি করার ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটের মুখে।

সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুন তৈরি করেও লাভের মুখ দেখতে পাননা তামলি সম্প্রদায়ের সদস্যরা জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১নং ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ ১০০ বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তামলি সম্প্রদায়ের ৫ পরিবারের সদস্যরা । এই সদস্যদের চুন তৈরি করে রুজিরোজগার হয় । এই বিষয়ে সঞ্জয় তামলি নামে এক চুন প্রস্তুতকারী জানান, সরকারি নিয়ম অনুযায়ী চুনের উপর ঋণ থাকা সত্ত্বেও আজ অব্দি আমরা কোন রকম সরকারি সহযোগিতা পাইনি । এলাকার নেতা-মন্ত্রীরা বা সরকারি কোন মানুষ তাদেরকে গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন তিনি । এই তামলি সম্প্রদায়ের ৫ পরিবারের সদস্যরা ১৫-২০ হাজার টাকা আয় করলেও গ্রাম থেকে ঝিনুক সংগ্রহ করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতেই তাদের প্রায় সব চলে যায় । কোন রকমে টেনেটুনে সংসার চালাতে হয় তাদের । গ্রাম থেকে ২০০ টাকা করে ঝিনুক কিনে বাড়িতে নিয়ে এসে চুন প্রস্তুত করে ৩ টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয় । এই বিষয়ে চুন প্রস্তুতকারী বিজয় তামলি ও বিমল তামলি জানান, প্রাকৃতিক ভাবে এই চুন প্রস্ত

অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে ড্রাগন ফলের চাষ বেশি করে করছেন দক্ষিণ দিনাজপুর জেলার চাষিরা।

ড্রাগন ফলের চাষ করে স্বনির্ভর হচ্ছেন জেলার চাষিরা  জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: চিরাচরিত ধান গম,পাট, আলু চাষের পরিবর্তে অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে ড্রাগন ফলের চাষ। মূলত একটা সময় পাশ্চাত্য দেশ মেক্সিকো, থাইল্যান্ড সহ অন্যান্য জায়গায় ড্রাগন ফলের চাষ হলেও এখন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ড্রাগণ ফলের যথেষ্ট চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র বাজারে।পাশাপাশি জেলায় উত্‍পন্ন ড্রাগন ফল পৌঁছে যাচ্ছে ভিন রাজ্যগুলিতেও। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকায় সাফল্যের সাথে ড্রাগন ফলের চাষ করে চলেছেন কৃষকেরা। গঙ্গারাপুরের এক ড্রাগন ফল চাষী বাবলু মাহাতো জানান"২০১৬ সাল থেকে ড্রাগন ফলের চাষ শুরু করেছি আমি,প্রথমে অল্প জায়গা নিয়ে চাষ শুরু করলেও পরবর্তীতে ১একর জমিতে ড্রাগন ফলের চাষ করি। বর্তমানে ১একর জমি থেকে বছরে ৮ লক্ষ টাকার ড্রাগন ফল বিক্রি করি।" ঐ এলাকার ওপর এক ড্রাগন ফল চাষী চিতাম্বর চন্দ্র মাহাতো বলেন"লাভবান হয়েছি বলেই সফলতার সাথে বিগত ৫ বছর ধরে ড্রাগন ফল চাষ করছি আমরা, পাশাপাশি এই এলাকায় বহু চাষ

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীর পথসভা আলিপুরদুয়ারে ।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের আলিপুরদুয়ার জেলা শাখার পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে PPP মডেল, শিক্ষাঙ্গনে ইউনিফর্ম এর পরিবর্তে ধর্মীয় পোষাক পরিধান এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ রুপায়ন এবং বাস্তবায়নে রাজ্য সরকারের গড়িমসি ইত্যাদি বিষয় নিয়ে বীরপাড়া চৌপতিতে পথসভার আয়োজন করা হয়॥ শুক্রবার কার্য্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য দেবাদিত্য মণ্ডল, জেলা সভাপতি প্রকাশ ভৌমিক, জেলা সম্পাদক হারাধন ঘোষ ও আজকের পথসভার প্রধান বক্তা তথা জেলা কোষাধ্যক্ষ পিরাজ কিরণসহ এবং জেলা ও খণ্ড স্তরের অনান্য কার্যকর্তাগণ॥

ফালাকাটার সাপটানা নদী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে।

ফালাকাটার লাইফ লাইন সাপটানা নদী ডাম্পিং গ্ৰাউণ্ডে পরিণত হয়েছে।  আলিপুরদুয়ার: একটা সময় যে নদী খাতে কুল কুল করে বয়ে যেত স্বচ্ছ জল,যে নদীতে পাওয়া যেত সুস্বাদু ছোট মাছ ও কাঁকড়া , ফালাকাটার লাইফ লাইন সেই সাপটানা নদী আজ কার্যত পরিণত হয়েছে ফালাকাটার ডাম্পিং গ্রাউন্ডে।বেশ কয়েক বছর ধরে নদী বক্ষে শহরের আবর্জনা ফেলতে ফেলতে বন্ধ হয়ে গেছে নদীর প্রবাহ।আর এই সুযোগে নতুন পুর শহরের বুক থেকে চুরি হয়ে যাচ্ছে এই সাপটানা নদী। নদীর দুই ধার দখল করে একের পর এক গড়ে উঠছে স্থায়ী অস্থায়ী নির্মাণ। প্রশাসনের চোখের সামনে একটি আস্ত নদী চুরি হয়ে যাচ্ছে ,তবু নির্বিকার প্রশাসন।এবারের এই নতুন পুরসভার ভোটের মূল ইস্যু এই সাপটানা নদীর পুনরুজ্জীবন ।কিন্তু এই নদী চুরির ঘটনায় প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগের আঙ্গুল তুলেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন অভিযোগ করেন যে শাসক দলের মদতেই এই দখলদারির কাজ চলছে। যদিও বিজেপির এই অভিযোগ নস্যাৎ করেছেন ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ রায়। পুরভোটের এই রাজনৈতিক উত্তাপের মধ্যে ফালাকাটার বাসিন্দারা চাইছেন

আলিপুরদুয়ার জংশন লোকালয়ে চলে এলো একটি হরিণ।

আলিপুরদুয়ার জংশন নর্থ পয়েন্ট এলাকায় লোকালয়ে চলে এলো একটি হরিণ বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ একটি হরিণ কে ছোটাছুটি করতে দেখে আলিপুরদুয়ার জংশন নর্থ পয়েন্ট এলাকার কিছু স্থানীয় বাসিন্দা পরবর্তীতে এলাকার বাসিন্দারা বনদপ্তরকে খবর দেয়,বনদপ্তর এর কর্মীরা আসতে দেরি করলে স্থানীয় বাসিন্দারা ১১টা নাগাদ হরিণটিকে ধরে দমনপুর বনদপ্তর এর হাতে তুলে দিয়ে আসে।

চায়ের দোকান চালিয়ে মেডিকেলে সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা রিন্টু মন্ডল ।

চায়ের দোকান চালিয়ে মেডিকেলে সুযোগ । কথায় বলে মনের ইচ্ছা থাকলে কোন প্রতিবন্ধকতায় স্বপ্ন পূরণে বাধা হতে পারে না। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের রিন্টু মালি যেন তারই উৎকৃষ্ট উদাহরণ। জীবন সগ্রামের যাত্রাটা শুরু,ঠিক জাতীয় সড়কের পাশে ছোট্ট চায়ের দোকান থেকে।এই কর্ম সংস্থান থেকে দিনাতিপাতে, হিমশিম খাচ্ছে পরিবারের। সেই পরিস্থিতিতে ও স্বপ্ন দেখা থেমে থাকেনি রিন্টু মন্ডলের। ছেলেটা স্বপ্ন দেখতে ভালোবাসে।চরম অন্ধকারে তার দু চোখে স্বপ্নের আলো। চরম প্রতিকূলতা,পিছু হাটে না।প্রতিকূলতা চলছে পর্যায়ে পর্যায়ে।তবুও অধ্যবসায় এবং মনের জেদ নিয়ে এগিয়ে চলা। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর নিট পরীক্ষায় বসে রিন্টু।সময় এবং মেধার সংযোগে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয় ছেলেটি। 14ই ফেব্রুয়ারি 2022 মালদা মেডিকেল কলেজ হাসপাতালে MBBS পড়ার সুযোগ আসে। এযেন চরম দরিদ্রতার মাঝেও স্বপ্ন পূরণের এক গল্প। ছেলের সাফল্যে আপ্লুত রিন্টু মন্ডলের মা মীরা মন্ডল মালি জানান, জানা গেছে শহরে জাতীয় সড়কের পাশেই সরকারি জায়গায় বহু বছর ধরে বাসবাস করতো রিন্টু ও তার পরিবার।2020 সালে রাজনৈতিক সভার কারণে তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে

বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আলিপুরদুয়ার রেলওয়ে স্কুলে হাইজিন প্রোগ্রাম।

আলিপুরদুয়ার জংশন রেল ওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত কর্মশালা। বুধবার আলিপুরদুয়ার জংশন রেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জিকা ( জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আচ্ছি আদত ( সু অভ্যাস) কর্মশালার আয়োজন করে।সেখানে পড়ুয়াদের মধ্যে সু অভ্যাস গড়ে তোলার পাঠ দেওয়া হয়। আচ্ছি আদত অর্থাৎ সু অভ্যাসের পাঠ দিলেন পড়ুয়ারা। সকাল বেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত কোন কাজ গুলি করলে সুস্বাস্থ্য বজায় থাকবে তার পাঠ দিলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী তানিস্কা পাল। প্রোজেক্টর ও বক্তব্যের মধ্যে দিয়ে তা সহপাঠীদের সামনে তুলে ধরে শর্মিষ্ঠা চক্রবর্তী ও তানিস্কার পাল এর মতো পড়ুয়াদের একাংশ।

একুশের শহীদদের স্মরণ করে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানালো শহর আলিপুরদুয়ার

বাংলা মায়ের ভাষাকে রক্ষা করতে, জীবন দিয়েছিল যারা,তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। অমর একুশের শহীদদের স্মরণ করে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানালো শহর আলিপুরদুয়ার।আজ একুশে ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এই ভাষা দিবসের সাথে বাংলাভাষী মানুষের আবেগ চিরকালের।তাই মাতৃভাষা দিবসের দিন বাংলা ভাষাকে বাঁচাতে মাতৃভাষাকে শ্রদ্ধা জানালেন  জিৎপুর বয়েজ হাই স্কুলের শিক্ষকেরা ও বিবেকানন্দ ২নং অঞ্চল অন্তর্গত ১২/১৩৮,১৩৯,১৪০ বুথের বাসিন্দারা।এছাড়া শ্রদ্ধা জানান আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে,বিবেকানন্দ ২নং অঞ্চলের অঞ্চল সভাপতি সুকান্ত দে, অঞ্চলের প্রধান বিদেশি কুল্লু ও এলাকার সমস্ত ভাষা প্রেমী মানুষেরা।

গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো ক্যারাটে প্রশিক্ষণের বার্ষিক পরীক্ষা

দক্ষিণ দিনাজপুর: দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাট্য সংসদ ক্লাবে শুক্রবার সকালে সাড়ম্বরে অনুষ্ঠিত হল ক্যারাটে  প্রশিক্ষনের বার্ষিক পরীক্ষা। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত প্রধান প্রশিক্ষকরা। পাশাপাশি এদিন নাট্য সংসদ চত্বরে ছাত্রছাত্রীরা তাদের ক্যারাটের কৌশল ও কসরত করতে ব্যস্ত ছিল। সকালে প্রশিক্ষণ ও বিকেলের দিকে বার্ষিক পরীক্ষার আয়োজন করা হয় ।  পাশাপাশি অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি দর্শকদের ভিড় ছিল দেখার মতো। এরপর বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ সকল পদাধিকার ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। গঙ্গারামপুরের ক্যারাটের প্রশিক্ষক সমীর দত্ত বরাবরই গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের  ক্যারাটের প্রশিক্ষণ দিয়েছেন । আর ঠিক সেই কারনেই সমীর দত্তের পরিচিতি রয়েছে গঙ্গারামপুর শহর জুড়ে। ক্যারাটের বার্ষিক পরীক্ষায় উপস্থিত ছিলেনশিহান স্বপন কুমার কামিলা ("AISSKA" প্রধান প্রযুক্তিগত পরিচালক), সেনসি জ্যোতি শ ("AISSKA" সভাপতি), সেন্সি শুভজিৎ মুখোপাধ্যায় ("AI

চারচাকা গাড়িতে যাত্রীবাহীট্রেনের ধাক্কা

।ঘটলো ভয়াবহ দুর্ঘটনা একটি চারচাকা গাড়িতে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা।  শুক্রবার সন্ধ্যায় অসমের গোলকগঞ্জের বানিয়া মাড়িতে দুর্ঘটনাটি ঘটে।  অসমগামী ডেমো যাত্রীবাহী ট্রেনের নিচে চাপা পড়ে একটি চারচাকা গাড়ি। অভিযোগ,সেই স্থানে কোন রেলগেট না থাকার জন্য গাড়ির চালক ট্রেনটিকে লক্ষ্য করতে পারেনি। রেললাইন পার হওয়ার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। গাড়িটিতে দুজন আরোহী রয়েছে বলে,মনে করা হচ্ছে। এক জন যাত্রীর বাড়ী নালিয়া, নাম দিলদার হোসেন বলে জানা গেছে।  চলছে উদ্ধার কাজ দ্রুত বেগে। ঘটনাস্থলে ইতিমধ্যে রেলওয়ে আধিকারিক থেকে শুরু করে , চিকিৎসকরা সেখানে উপস্থিত হয়েছেন। কতজনের মত্যু হয়েছে,এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

তিনজন নির্দল প্রার্থী এবং তাদের সমর্থকদের মোট ছয়জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

আলিপুরদুয়ারঃ-  আলিপুরদুয়ার পৌরসভার বিক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মী যারা নির্দল হয়ে ভোটে লড়াই করছেন এমন তিনজন নির্দল প্রার্থী এবং তাদের সমর্থকদের মোট ছয়জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।শুক্রবার তৃণমূল জেলা কারয‍্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের জেলা নেতৃত্ব জানান আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে আমাদের দলীয় কর্মী যারা নির্দল হয়ে দাড়িয়েছে তাদের এবং তাদের সমর্থকদের আমরা বহিষ্কার করলাম ।  এদিন পুলক মিত্র,ঝুমা মিত্র, গৌতম তালুকদার,গারগী তালুকদার,মায়া মজুমদার, স্বপন মজুমদার এই ছয় জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ‍্যে গারগী তালুকদার, মায়া মজুমদার ও ঝুমা মিত্র নির্দল প্রার্থী । তৃণমূলের জেলা নেতৃত্ব জানান ভোটে যদি এই নির্দল প্রার্থীরা জয়ী হয় বা পরাজিত হয় আমরা এদের দলে নেবোনা।  এই বিষয়ে নির্দল প্রার্থী গারগী তালুকদারের স্বামী গৌতম তালুকদার জানান বহিষ্কারের আগে সকোজ করতে হয় কিন্ত সকোজ করেনি।  এই বিষয়ে উল্লেখ্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর আলিপুরদুয়ারে বিক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে এমনকি পাঁচজন নির্দল হয়ে দাড়িয়ে পড়ে কিন্ত পরবর্তী

বাংলা মোদের গর্ব মেলা

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার নবীন সংঘ ময়দানে বুধবার থেকে শুরু হল বাংলা মোদের গর্ব মেলা । বুধবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় বাংলা মোদের গর্ব মেলা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস জে ডি এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে সহ বিশিষ্টজনরা । এদিন সাংষ্কৃতিক নৃত্য ও সঙ্গীত পরিবেশিত। এছাড়া এদিন বিভিন্ন জনজাতির সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় ।

করোনা আবহে দীর্ঘ ২ বছর পর স্কুল খুলে যাওয়ায় খুশির হাওয়া কচি কাঁচাদের মধ্যে

করোনা আবহে দীর্ঘ ২ বছর পর স্কুল খুলে যাওয়ায় খুশির হাওয়া কচি কাঁচাদের মধ্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে বুধবার থেকে খুলে গেল সব ক্লাসের দরজা। রেলওয়ে হাই সেকেন্ডারী স্কুলের কয়েকজন ছাত্রী জানাল স্কুলে আসতে পেরে তারা প্রচন্ড খুশি।বন্ধুদের সাথে দেখা হবে এবং একসাথে ক্লাস করতে পারবে। এবার তারা আরো মন দিয়ে পড়াশোনা করবে। স্কুলের প্রধান শিক্ষক রাজ কমল মহাশয় জানালেন সরকারি নির্দেশিকা মেনে সব ক্লাসের পঠন পাঠন শুরু হল। কোভিড প্রটোকল মেনে ক্লাস চলবে।

নির্দল প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা তৃণমূল

নির্দল প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা তৃণমূল  আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার পৌরসভায় যেসমস্ত বিক্ষুব্ধ তৃণমূল কর্মী নির্দল হয়ে দাড়িয়েছে তাদের দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস ।  বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক। এই বিষয়ে উল্লেখ্য আলিপুরদুয়ার পৌরসভার পাঁচটি ওয়ার্ডে তৃণমূলের বিক্ষুব্ধ কর্মীরা টিকিট না পেয়ে নির্দল হয়ে দাড়িয়ে পড়েছিল । যদিও এর মধ‍্যে আলিপুরদুয়ার পৌরসভার ৭নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সঞ্জয় সরকার ও ১৫ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সাব্বির সাহা ইতিমধ্যে লিখত ভাবে তৃণমূল দলকে জানিয়েছেন তারা নির্বাচন লড়াই থেকে সরে যাচ্ছে তারা তৃণমূলের দলীয় প্রার্থী হয়ে প্রচার করবে । কিন্ত দলের রাজ‍্য নেতৃত্বের দেওয়া ৪৮ঘণ্টার সময় সীমা পেড়িয়ে গেলেও আলিপুরদুয়ার পৌরসভার ১০ নং ওয়ার্ড, ১৩ নং ওয়ার্ড এবং ৬নং ওয়ার্ডের নির্দল প্রার্থীরা এখনও লড়াইয়ের ময়দানে আছেন তারা সরে যায়নি লড়াই ময়দান থেকে ।  এই তিনটি ওয়ার্ডের নির্দল প্রার্থী ও তাদের সাথে যারা রয়েছে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে জ

হোস্টেল খোলার দাবিতে আলিপুরদুয়ার জেলাশাসককে স্মারকলিপি দিলো আলিপুরদুয়ার কলেজের ছাত্রাবাসের ছাত্ররা

আলিপুরদুয়ার :হোস্টেল খোলার দাবিতে জেলাশাসক এবং বি সি ডব্লিউ কে স্মারকলিপি দিলো আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ হোস্টেল এর ছাত্ররা। বুধবার হোস্টেল খোলার দাবিতে আলিপুরদুয়ার জেলাশাসককে স্মারকলিপি দিলো আলিপুরদুয়ার কলেজের ছাত্রাবাসের ছাত্ররা। এদিন তারা জানান আমরা যারা দূরের ছাত্র রয়েছি পরীক্ষার মুখে প্রতিদিন যাওয়া আশা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। শীঘ্রই ছাত্রাবাস খুলেল আমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে, অনেক উপকৃত হব আমরা দূরের ছাত্ররা। এই আশা নিয়ে আজ আলিপুরদুয়ার জেলা শাসক কে স্মারকলিপি দিয়ে অনুরোধ জানাই হোস্টেল খুলতে দ্রুত পদক্ষেপ নিতে।

হাতির হানায় ভেঙে রয়েছে আলিপুরদুয়ার জেলার কিছু প্রাইমারি স্কুল

আলিপুরদুয়ার :স্কুল খুলে গেলেও বারন্দায় অথবা ময়দানে পঠন পাঠন চললো আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রাথমিক বিদ‍্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র গুলিতে। হাতির হানায় ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে শ্রেণী কক্ষ অথবা মেরামতের অভাবে অনেক বিদ‍্যালয়ের শ্রেণী কক্ষ ভেঙ্গে গিয়েছে সেই সমস্ত বিদ‍্যালয়ে আজ ছাত্রছাত্রীরা বারন্দায় অথবা ময়দানে চললো ক্লাস ।  বুধবার থেকে খুলেছে রাজ্যের সকল প্রাথমিক বিদ্যালয়গুলি। কিন্তু হাতির হানায় ভেঙে রয়েছে আলিপুরদুয়ার জেলার  কালচিনি ব্লকের নিমতি দোমহনী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ঘর। বাধ্য হয়ে স্কুলের বারান্দায় ক্লাস করাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।এরপর বুধবার তা পরিদর্শনে আসেন স্কুল ইন্সপেক্টর দেবযানী চৌধুরী ও ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন। তারা পুরো স্কুল ঘুরে দেখেন এবং তা দ্রুত মেরামত করার কথা বলেন।  এ বিষয়ে পরিতোষ বর্মন জানান, 'কোন স্কুলে কী অবস্থা রয়েছে তা পরিদর্শনেই আমি এসেছিলাম। তার মধ্যে নিমতির দোমহনী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ঘর হাতির হানায় ভেঙে গিয়েছে, যা আমরা দ্রুত মেরামত করে পঠন-পাঠনের উপযুক্ত করে দেব।' তিনি জানান, 'যতদিন

বীরপাড়ায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য আলিপুরদুয়ার পুলিশ লাইনের উদ্বোধন করেন।

আলিপুরদুয়ার : বুধবার আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়ায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য আলিপুরদুয়ার পুলিশ লাইনের উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের আধিকারিক রা।এটি উদ্বোধন হওয়ায় খুশি পুলিশ প্রশাসনের আধিকারিক রা।আলিপুরদুয়ার জেলা হওয়ার পর পুলিশ লাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়।জমি চিহ্নিত করনের পর ২০১৭ সাল নাগাদ ভবন তৈরির কাজ শুরু হয়।পুলিশ লাইনের প্রায় ৮০ শতাংশের উপরে কাজ প্রায় শেষ।তবে করোনা পরিস্থিতিতে প্রায় একবছর কাজ করা যায় নি ।তবে সম্প্রতি কাজ শেষের মুখে হতেই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে রিজার্ভ পুলিশ কর্মীদের।সঙ্গে মোটর ট্রান্সপোর্ট অফিসার সহ অন্যান্য কর্মীদের সেখানে যাওয়ার নির্দেশিকা রয়েছে ।।নতুন পুলিশ লাইনে প্রায় সাতশো কর্মী থাকতে পারবে বলে জানা গিয়েছে ।তবে প্রায় ১৫০ জন পুলিশ কর্মীর ইতিমধ্যে সেখানে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ জানায় ।কয়েকদিন ধরে মালপত্র নেওয়ার কাজ চলছে। আলিপুরদুয়ার থানা চত্বরেই পুলিশ লাইন প্রায় সংযুক্ত ছিলো।ফলে কোয়ার্টারের অভাবে তাদের একাংশের ভাড়া বাড়িতে থাকতে হতো।পুলিশ লাইন তৈরি হলে সেই সমস্যা মিটবে ।এছাড়া প্রায় পাঁচ

অবৈধ কাঠ বাজেয়াপ্ত করলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা

ফের অভিযান চালিয়ে অবৈধ কাঠ বাজেয়াপ্ত করলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা। মঙ্গলবার, গোপন সূত্রে খবর পেয়ে রেঞ্জার শ্যামল মণ্ডলের নেতৃত্বে রেঞ্জের একটি বিশেষ দল কালচিনি ব্লকের সরোজিৎপল্লী ও চিনচুলা চা বাগান এলাকা থেকে অবৈধ কাঠ বাজেয়াপ্ত করেছে । তবে বনকর্মীদের দেখে কাঠ পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়।উভয় স্থানে অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি সিএম কাঠ বাজেয়াপ্ত করেছে বিভাগ। যার বাজার মূল্য হবে তিন লক্ষ টাকারও বেশি। কাঠ চোরাচালানের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পানা মোবাইল রেঞ্জের রেঞ্জার শ্যামল মণ্ডলে।

আলিপুরদুয়ার পাট্টাবিতরন অনুষ্ঠানে বলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আলিপুরদুয়ার ঃওদের তো লোকজন নেই।হেরে গেলে ওরা এসব কথা বলে।যে কটা সিট পেয়েছে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলেই তো ভোট পেয়েছে।এদিন আলিপুরদুয়ার ২ নং ব্লকে ভূমিহীন উদ্বাস্তুদের পাট্টাবিতরন অনুষ্ঠানে এসে এ কথা বলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।তিনি আর ও বলেন,লজ্বা ঢেকে লাভ নেই।মানুষ প্রমান করেছেন তারা মমতা ব্যানার্জীর সঙ্গে আছেন।আলিপুরদুয়ারে নির্দল গোঁজ নিয়ে তিনি কোন মন্তব্য করেননি।তিনি আর ও বলেন,এখানে পাট্টা বিতরন হচ্ছে।বিক্ষোভের জেরে কেন?কোন ক্ষোভ নেই।যারা নিতে পারেন নি তারা হয়তো ক্ষোভ দেখিয়েছিলেন।কোন টি এম সি নেতা কি বলেছেন আমরা জানিনা। এদিন আলিপুরদুয়ার ২ নং ব্লকে ৪৬০ জনকে জমির পাট্টা দেওয়া হল।কলকাতায় নিয়ে গিয়ে অনেক কে পাট্টা দেওয়া হয়েছে।যারা পাননি তাদের দেওয়া হল। এদিন আদিবাসী এলাকার ভুমিহীন লোকজন পাট্টা পেয়ে বেশ খুশি।

ফালাকাটায় তৃণমূলের মহা মিছিল

আলিপুরদুয়ারঃ আসন্ন পুরসভা নির্বাচনে আলিপুরদুয়ারের ফালাকাটায় শনিবার এক মহামিছিলের আয়োজন  করে ব্লক যুব তৃণমূল কংগ্রেস।নবগঠটিত ওই পুরসভার আঠারোটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা এদিনের নির্বাচনি মিছিলে অংশগ্রহণ করেছিলেন।মিছিলের নেতৃত্বে ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিকবড়াইক।এছাড়াও অন্যান্য তৃণমূল নেতারাও মিছিলে পা মেলান।গত বিধানসভা নির্বাচনে শহরের সিংহভাগ ওয়ার্ডে গেরুয়া শিবিরের কাছে পর্যুদস্ত হয়েছিল শাসক দল।তৃণমূলের দাবি এবারের নির্বাচনে শহরের ১৮টি ওয়ার্ডেই জয়ী হবেন শাসক দলের প্রার্থীরা।এছাড়াও তৃণমূলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, বোর্ডের ক্ষমতায় তৃণমূল বসলে, অচিরেই ফালাকাটাকে আলিপুরদুয়ার জেলার দ্বিতীয় মহকুমার স্বীকৃতি দেওয়া হবে।শহরের বেসিক স্কুল ময়দান থেকে শুরু হয়ে ওই মহামিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সমস্যায় কালচিনি ব্লকের জয়ন্তী এলাকার পর্যটন ব‍্যবসায়ীরা।

সমস্যায় কালচিনি ব্লকের জয়ন্তী এলাকার পর্যটন ব‍্যবসায়ীরা । প্রায় একমাস বন্ধ থাকার পর গত ৩ ফেব্রুয়ারি পুনরায় খুলেছে রাজ্যের সকল পর্যটন কেন্দ্র। তবে পর্যটন কেন্দ্র খুলেও বন দফতরের নতুন সিদ্ধান্তে মাথায় হাত বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত গ্রাম জয়ন্তীর পর্যটন ব্যবসায়ীদের। বন দফতরের তরফে বলা হয়েছে জয়ন্তীতে কোনো পর্যটক রাত্রিবাস করতে পারবে না, সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তারা সেখানে সময় কাটালেও, রাত্রিবাস করতে পারবেন না। এরপরই বন দফতরের এই সিদ্ধান্তে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন এলাকার পর্যটন ব্যবসায়ী ও পর্যটকেরা। এছাড়াও, স্থানীয় প্রশাসন ও জয়ন্তী গ্রাম সভাকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানান, তাদের সদস্যরা। এ বিষয়ে জয়ন্তী গ্রাম সভার সভাপতি কোমল বন্দ্যোপাধ্যায় জানান, 'আমাদের বিরুদ্ধে এটা একটা চক্রান্ত করা হচ্ছে। দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।' এলাকার হোমস্টে মালিক জগদীশ ওঁরাও বলেন, 'বন দফতরের এই সিদ্ধান্তের কারনে আমরা বেকার হয়ে পড়বে। ' এছাড়াও, তিনি বলেন, আমাদের রুজি রোজগার ঠিক থাকলে পরিবেশও ঠিক থাকবে। কারন আম

জয়ঁগা পাশাখা সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে সরকারি ট্রাক টার্মিনাস

রাজ‍্য সরকারের নির্দেশে জয়ঁগা পাশাখা সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে সরকারি ট্রাক টার্মিনাস তার কাজ শুরু হয়ে গিয়েছে।এতদিন এই এলাকা পাঁচটি বেসরকারি পার্কিং ছিল। এই পার্কিংগুলিতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুটানে উদ্দেশ্যে আসা ট্রাকগুলি দাঁড়াত।সরকারি নির্দেশের পর সোমবার থেকে লক্ষ্য করা গেল এই বেসরকারি পার্কিংগুলি সব ফাঁকা।নেই কোনো ট্রাক। রাজ‍্য সরকারের নির্দেশ আন্তজার্তিক সীমান্ত এলাকায় সরকারি পার্কিং তৈরি হবে পরিবহণ দপ্তরের অধীনে।  প্রায় দুবছর পূর্বে বাংলাদেশ সীমান্ত চ্যাংড়াবান্ধা থেকে জয়গাঁ ভুটানের পাশাখা সীমান্ত এশিয়ান হাইওয়ে 48 মহাসড়ক তৈরি হয়।এই সড়ক তৈরি হওয়ার পর জয়গাঁ সংলগ্ন দলসিংপাড়া এলাকায় চার-পাঁচটি বেসরকারি পার্কিং তৈরি হয়। কিন্ত সুত্রের খবর এই বেসরকারি পার্কিং গুলোর কাছে কোনো সরকারি অনুমতি বৈধ কাগজ নেই। বিনা অনুমতিতে এতদিন চলছিল পার্কিং। ওপরদিকে জয়গাঁ সংলগ্ন এলাকার বেসরকারি পার্কিং-গুলি বন্ধ হওয়ায় সমস্যায় ট্রাক চালকেরা।কার্যতই রাস্তার একপাশে মাদুর পেতে বিশ্রাম,খাওয়াদাওয়া চলছে।বেসরকারি পার্কিং বন্ধ হওয়ায় পাসাখা সীমান্ত যাওয়ার রাস্তার দুধারে বাড়ছে পণ্যবাহী গাড়ির

ব্যান্ডপার্টি বাজিয়ে মনোনয়নপত্র জমা তৃণমূল কংগ্রেসের।

আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার ও ফালাকাটার ৩৮ জন তৃনমূল কংগ্রেসের প্রার্থী আজ আলিপুরদুয়ার মহকুমাশাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দিলেন।   এদিন তৃনমূল কংগ্রেসের দলীয় দফতর থেকে ব্যান্ডপার্টি বাজিয়ে মিছিল করে প্রার্থীদের নিয়ে নমিনেশন জমা দেন ।তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন আজ আলিপুরদুয়ার  ও ফালাকাটা পুরসভার প্রার্থীরা নমিনেশন জমা দিলেন।রাজ্যের মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করেছেন তাতে দুটি পুরসভা আমাদের দখলে থাকবে।বিরোধীরা কি বলছেন তাতে আমাদের বলার কিছু নেই।মানুষ আমাদের সঙ্গে আছে।

আলিপুরদুয়ার পুরসভায় ২টি ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী বদল

আলিপুরদুয়ার পুরসভায় ২টি ওয়ার্ডে প্রার্থী বদল করল তৃণমূল  আলিপুরদুয়ারঃ অবশেষে আলিপুরদুয়ার টাউন তৃণমূল ব্লক সভাপতি দীপ্ত চ‍্যাটার্জির চাপের ফলে আলিপুরদুয়ার পৌরসভায় প্রার্থী বদল করল জেলা তৃণমূল ।  আলিপুরদুয়ার পৌরসভার ১০ এবং ১২ এই দুটি ওয়ার্ডে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস ।  আলিপুরদুয়ার পৌরসভার ১২নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্ৰেস টাউন ব্লক সভাপতি দীপ্ত চ‍্যাটার্জি এই বিষয়ে উল্লেখ্য আলিপুরদুয়ার পৌরসভার ১২ নং ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিল জয় মজুমদার আর তারপর থেকেই ক্ষোভ জাহির করেছিল দীপ্ত চ‍্যাটার্জি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিল দল প্রার্থী না করলেও তিনি ১২নং ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছে।গতকাল রাতেই তৃণমূল জেলা নেতৃত্ব জানিয়েদেন ১২নং ওয়ার্ডে জয় মজুমদার জায়গায় প্রার্থী হচ্ছে দীপ্ত চ‍্যাটার্জি ওপরদিকে ১০নং ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল দীপ্ত চ‍্যাটার্জি স্ত্রী রুমা চ‍্যাটার্জি তার জায়গায় প্রার্থী হচ্ছে জয় মজুমদার স্ত্রী অর্পিতা নায়েক মজুমদার । যদিও এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান যে রাজ‍্য কমিটির নির্দেশে দুটি ওয়ার্ডে প্রার্থী বদল হয়েছে ১০ নং ও ১২ নং ওয়ার

ফালাকাটায় তিনটি দোকান আগুনে ভস্মীভূত

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক এর নয় মাইল এলাকায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেল আগুনে lঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বলরাম  রায় চৌধুরী এবং মদন রায় চৌধুরীর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে একটি গাড়িও পুড়ে যায় ।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 38 লাখ টাকা l এর আগেও একই ভাবে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক এর নয়মাইল এলাকায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল ।পর পর ঠিক শুক্রবার রাত বারোটার পরে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর অভিযোগ ,কি করে শুক্রবার রাত বারোটার পরই আগুন লাগে এ নিয়ে ধন্দে রয়েছে এলাকা বাসি। আর আগেও 2019 সালে 22জুন একটি চায়ের দোকানে আগুন লাগে । ঘটনার পর দমকল বাহিনীকে ফোন করলে দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসে পৌঁছায় ফালাকাটা দমকল কেন্দ্রের গাড়ি।

তৃণমূলের প্রার্থী তালিকার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ঘটল আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার: পুরভোটে ঘোষিত তৃণমূলের প্রার্থী তালিকার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ঘটল আলিপুরদুয়ারে । বিক্ষোভ দেখতে টিকিট প্রত্যাশীদের অনুগামীরা নেমে পড়ে শহরের রাস্তায়। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও দলীয় পতাকা হাতে পথ অবরোধে নামে তারা। এদিন আলিপুরদুয়ার চৌপথি, আলিপুরদুয়ার মহাকাল ধাম,আলিপুরদুয়ার কোর্ট মোড় সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলে কর্মী সমর্থকরা । তাদের দাবি তাদের কাঙ্খিত ব্যাক্তিকে পুরভোটের টিকিট দিতে হবে, নইলে কোথাও কোথাও ভোট বয়কটেরও আওয়াজ ওঠায় তারা। প্রার্থী নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে ,জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জীব ধর বলেন, যে প্রত্যেক ওয়ার্ডেই আমাদের অনেকজন করে ফিট ক্যান্ডিডেট আছে , তাই সবারই প্রত্যাশা থাকতে পারে ,সে কারণে তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটে থাকতে পারে। অপরদিকে তৃণমূলের প্রার্থী নিয়ে এই কোন্দল কে কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি সভাপতি ভূষণ মোদক।এ প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের কোনো নীতি আদর্শ নেই, দলের প্রতি কারো আনুগত্য নেই। এই দলের নীতি আদর্শ হচ্ছে, কাটমানি আর তলাবাজি।