সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জলদাপাড়া থেকে একটি হরিণ চলে এলো লোকালয় ফরেস্ট।

আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লক শুংশুঙ্গি এলাকায় লোকালয়ে চলে এলো একটি হরিণ সোমবার জলদাপাড়া ফরেস্ট থেকে একটি হরিণ চলে আসে লোকালয়ে স্থানীয়রা জানান জলদাপাড়া ফরেস্ট থেকে একটি হরিণ তোরসা নদী পার হয়ে শিমলা বাড়ি এলাকায় ঢুকে পড়ে হরিণটি ছোটাছুটি করতে দেখে এলাকার কিছু স্থানীয় বাসিন্দারা হরিণটিকে ধরে চিলাপাতা ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেয় পরবর্তীতে চিলাপাতা ফরেস্ট এর কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

তীর্থ যাত্রীদের জন্য খুশির খবর।

আলিপুরদুয়ার: মতুয়া সম্প্রদায়ের গুরু শ্রী হরিচাঁদ ঠাকুরের 211 তম জন্মজয়ন্তী উপলক্ষে ৮দিন ব্যাপী মেলার আয়োজন হয়েছে বনগা ঠাকুর নগরে।সেই উপলক্ষে সারাদেশ থেকে আগ্রহী তীর্থ যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ভারতীয় রেল বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালাচ্ছে ।সেই কারণে উত্তর পূর্ব সীমান্ত রেল আলিপুরদুয়ার জংশন ও বনগাঁও এবং লামডিং জ্জংশন ও বনগাঁও এর মধ্যে স্পেশাল ট্রেন চালানর সিদ্ধান্ত নিয়েছে। 05464 আলিপুরদুয়ার জংশন - বনগাঁও জংশন স্পেশাল ট্রেন টি সোমবার সকাল ৯ টা ১৫ মিনিট আলিপুরদুয়ার জংশন থেকে রওনা হয়, জানা যায় ট্রেনটি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ৭ টায় বনগাঁও জংশনে পৌঁছাবে। আলিপুর দুয়ার বনগাঁও এর মধ্যে চলাচলে উভয় দিকে মাল বাজার, নিউ জলপাইগুড়ি , মালদা টাউন, বোলপুর শান্তিনিকেতন বর্ধমান এবং ঠাকুর নগর স্টেশন হয়ে যাবে বলে জানা যায়।

বায়োডাইভারসিটি পার্কের শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা শাসক।

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে  বায়োডাইভারসিটি পার্কের শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা l এই বায়ো ডাইভারসিটি পার্কে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, মৌমাছি প্রতিপালন , এবং বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকারের অনুমোদনের 10 লক্ষ টাকা ব্যয়ে পার্ক টিকে  বিভিন্ন ফুল এবং ফুলের গাছে সাজানো হয়েছে l এই পার্কটি রক্ষণাবেক্ষণের  একটি স্বনির্ভর দলকে দায়িত্ব দেওয়া হয়েছে  l এই দলের মাধ্যমে টুরিস্টরা টিকিটের মাধ্যমে বোর্ডিং এর পাশাপাশি পুরো  পার্কটি পরিদর্শন করতে পারবেন  বলে জানা যায় l  এছাড়া এদিন মাদারিহাট এলাকায় দুটি যাত্রী প্রতিক্ষালয় উদ্বোধন করেন জেলাশাসক।

গাঁজা পাচারে ধৃত দুই।

আসাম বাংলা সীমানায় উদ্ধার ২৫৭ কে জি গাঁজা, গ্রেফতার দুই। আলিপুরদুয়ার:   মনিপুর  থেকে রাজস্থানে পাচারের পথে ২৫৭ কেজি গাঁজা উদ্ধার করল কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ অন্তঃ রাজ্য সীমানার পাকড়িগুড়িতে বারবিশা ফাঁড়ির পুলিশ একটি খালি ট্রাক কে রুটিন তল্লাশির জন্য দাড়  করালে ,চালকের কথায় অসঙ্গতি পাওয়ায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির মেঝের গোপন কুঠুরিতে থাকা ২৫৭ কেজি গাঁজা বের হয়।সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় রাজস্থানের দুই বাসিন্দা ভুর সিং গুজ্জার ও মনোজ কুমার কে।ধৃতদের আগামীকাল জলপাইগুড়ির এন ডি পি এস আদালতে পাঠানো হবে।

সেবক করোনেশন সেতুতে হঠাৎ বিস্ফোরণ।

শিলিগুড়ি:-  সেবক করোনেশন সেতুতে হঠাৎ বিস্ফোরণ। বৃহস্পতিবার দুপুরেসেবক করোনেশন সেতুতে হঠাৎ বিস্ফোরণ। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও বিস্ফোরণে কোনো ক্ষতি হয়নি ,পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় মুম্বইয়ের একটি সংস্থার ওয়েব সিরিজের শুটিং চলছে।এই বিস্ফোরণ তারই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।প্রাচীন ঐতিহ্যবাহী এই সেতুটির অবস্থাও খুব একটা ভালো নয়।পাশাপাশি অভয়ারণ্য সংলগ্ন এলাকা হওয়ায় জায়গাটিতে  বিভিন্ন বন্যপ্রাণীদের উপস্থিতি রয়েছে। সেক্ষেত্রে বিপুল পরিমাণ শব্দ ও ধোঁয়া  কতটা পরিবেশ নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।ডুয়ার্স ফোরামের সদস্য চন্দন রায় প্রশ্ন তোলেন হেরিটেজ সেতুর উপর কি ভাবে প্রশাসন এই রকম ঘটনা ঘটানোর অনুমতি দিল তার চিন্তা করা যায় না। এর প্রতিবাদ জানিয়ে সমস্ত মানুষকে এগিয়ে আশার অনুরোধ করেন তিনি।

আলিপুরদুয়ারে ভাওইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান।

আলিপুরদুয়ার পৌরসভার প্রেক্ষাগৃহে বুধবার পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আলিপুরদুয়ার পৌরসভার যৌথ উদ্যোগে 33 তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো । এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী।

রামপুরহাটের নারকীয় হত্যা কান্ডের প্রতিবাদে মহামিছিল আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ার:বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের নারকীয় হত্যা কান্ডের প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল আলিপুরদুয়ার জংশন সিপিআইএম এরিয়া কমিটির বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আলিপুরদুয়ার জংশন সিপিআইএম এরিয়া কমিটির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিনের এই মিছিল আলিপুরদুয়ারের জংশন নেতাজি বিদ্যাপীঠ স্কুল হয়ে আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে সমাপ্ত হয়। এদিনের মিছিলের নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জংশন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক শ্যামল রায়। এছাড়াও হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলীর মেম্বার শিবনাথ সেনগুপ্ত, কৃষ্ণ ব্যানার্জী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা। আলিপুরদুয়ার:বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের নারকীয় হত্যা কান্ডের প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্বের। বুধবার দুপুরে আলিপুরদুয়ার বিজেপির জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিনের এই মিছিল আলিপুরদুয়ারের কলেজ হোল্ড, মাধব মোর ভয়ে আলিপুরদুয়ার চৌপথিতে সমাপ্ত হয় । এদিনের মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদক এ

স্কুলে শিক্ষিকার অভাবে ব্যাহত পঠন পাঠন।

স্কুলে শিক্ষিকার অভাব ব্যাহত পঠন পাঠন স্কুলে ছাত্রী সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো , তার বিপরীতে শিক্ষিকা মাত্র তিন জন । তাও দুজন ইংরেজি ও একজন ইতিহাসের। বাংলা, অঙ্ক, বা বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষিকা নেই। যার ফলে তাদের শিক্ষার পূর্ণতা ঘটছে না । দীর্ঘদিন ধরে শিক্ষিকার সংকটে ভোগা  ওই স্কুলের ছাত্রীরা এবার পথে নামলো আন্দোলন করতে। তাদের স্কুলে পর্যাপ্ত শিক্ষিকা নিয়োগের দাবিতে এবার ফালাকাটা আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করল তারা। তাদের এই আন্দোলনে নৈতিক সমর্থন জুগিয়েছে তাদের অভিভাবকরাও।আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের শিলবাড়িহাট  আর আর জুনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা  মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কের পলাশবাড়ীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।এই বিক্ষোভে এদিন অনেক অভিভাবকরাও সামিল ছিলেন।প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় সোনাপুর ফাঁড়ির পুলিশ ।তাঁরা অবরোধ তোলার চেষ্টা করলেও ছাত্রীরা তাতে রাজি হয় না ।  পরবর্তীতে এক নং ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ রায়  সেখানে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে

আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষনা হলো আজ।

আলিপুরদুয়ার:- দলীয় অফিসে ম্যারাথন বৈঠক।তারপর খাম খুলে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষনা।আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ কর।এবং ভাইস চেয়ারম্যান হলেন মাম্পি অধিকারী।যদিও ওই বৈঠকে হাজির ছিলেন চেয়ারম্যানের দাবিদার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত চ্যাটার্জী। ঘোষনার পর খানিক টা হলেও ভারাক্রান্ত দীপ্ত চ্যাটার্জী। তিনি স্পষ্টত বলেন এটা দলীয় সিদ্ধান্ত।আমার বলার কিছু নেই। এরপর আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার কাউন্সিলার দের শপথবাক্য পাঠ করান।পরে পুরসভার হলঘরে চেয়ারম্যান হিসেবে শপথ নেন প্রসেনজিৎ কর।তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে মাম্পি আধিকারীকে মনোবয়ন করেন। এর আগে প্রসেনজিৎ কর ৬ মাসের পুর প্রশাসক ছিলেন।এবার চেয়ারম্যান হলেন।দায়িত্ব নিয়ে তিনি আলিপুরদুয়ার এর উন্নয়ন কে নিয়ে চলার কথা বলেন।অনেক কাজ বাকী রয়েছে।সেই কাজ কে এগিয়ে নিয়ে যাবেন তিনি। এদিকে আজ ৩ নির্দল ও ১ জন কংগ্রেস কাউন্সিলর ও শপথ নিয়েছেন।১৬ আসন পেয়ে তৃনমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে।স্বাভাবিক ভাবেই নির্দল দের নিয়ে তেমন মাথা ব্যাথা নেই চেয়ারম্যানের।তার সাফ কথা ২

বাইসনের হামলায় গুরুতর জখম চা শ্রমিক।

আলিপুরদুয়ার :   আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ডীমা চা বাগানে মঙ্গলবার সকালে বাইসনের হানায় জখম চা শ্রমিক । মঙ্গলবার সকালে ডীমা চা বাগানের শ্রমিক বসন্ত তেলি বাইসনের হানায় মারাত্মক ভাবে জখম হয় তাকে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন‍্য । সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় বলে জানাজায় । বর্তমানে বসন্ত তেলির অবস্থা আশঙ্কাজনক বলে জানান বাগানের শ্রমিকরা । অবশেষে এদিন প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় বাইসনকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করল বনদপ্তর ।ঘটনাস্থলে বনদপ্তরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌছে ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করে উদ্ধার করে নিয়ে যায় ।

কারাটের ন্যাশনাল টুর্ণামেন্টে স্বর্ণপদকে জয়ী গঙ্গারামপুরের তিন ছাত্রী।

দক্ষিণ দিনাজপুর:  কলকাতায় এআইএসএসকে কারাটের ন্যাশনাল টুর্ণামেন্টে গঙ্গারামপুরের স্বর্ণ মুকুটে এক নতুন পালক সংযোজন হল। কলকাতার প্রাইভেট রোডে ১৩০ জন  ছাত্র-ছাত্রীদের নিয়ে এই ন্যাশনাল টুর্নামেন্ট হয়, যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে তিনজন কারাটের ছাত্রীরা অংশগ্রহণ করে। সেখানে তারা টুর্নামেন্টের পর পুরস্কৃত হয়ে জেলা সহ গঙ্গারামপুরের নাম উজ্জ্বল করেছে। জানা গেছে, গঙ্গারামপুর শহরের পরিচিত প্রশিক্ষক সমীর দত্তের ছাত্রী তারা। জেলা দক্ষিণ দিনাজপুর সহ গঙ্গারামপুরের স্বর্ণ মুকুট ফের আরও এক নতুন পালক সংযোজন হলো । ক্যারাটে বিজয়ী পুরস্কার প্রাপ্ত ছাত্রীরা হলেন যথাক্রমে আনুশকা বসাক অরেঞ্জ বেল্ট ফাইটিংএ প্রথম প্রাইজ গোল্ড, কাতা সেকেন্ড প্রাইজ সিলভার, শ্রেয়শী সরকার কাতা সিলভার, দেবাংশি দাস ফাইটিংএ সিলভার। এই তিন ছাত্রী গঙ্গারামপুরের প্রশিক্ষক সমীর দত্তের একনিষ্ঠ বলে জানা গেছে। প্রসঙ্গত, গঙ্গারামপুরের প্রশিক্ষক সুপরিচিত সমীর দত্তের নাম রয়েছে জেলা জুড়ে। বরাবরের মতো এবারও জেলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে ক্যারাটে টুর্ণামেন্টে খেলতে গিয়ে পুরস্কার পেয়ে গঙ্গারামপুর বাসী

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে চালু হলো বইমেলা।

আলিপুরদুয়ার ঃ করোনা মহামারীতে অনির্দিষ্ট দিনের জন্য বন্ধ থাকা বইমেলার শুভ উদ্বোধন হলো আজ। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শুরু হল অষ্টম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলা।বই এর জন্য হাঁটুন এই শ্লোগানকে সামনে রেখে ম্যাকউইলিয়াম হাই স্কুল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্যারেড গ্রাউন্ডে পৌচ্ছায়।প্রদীপ জ্বালিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী।অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শীলা দাস সরকার,জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।এখানে শতাধিক স্টল রয়েছে।বইমেলা চলবে ২৭ মার্চ পর্যন্ত।

স্কুল ফি কমানোর দাবিতে জেলা শাসক কে স্মারকলিপি।

স্কুল ফি কমানোর দাবিতে জেলা শাসক কে স্মারকলিপি দিল অভিভাবক সংগঠন:- আলিপুরদুয়ার: ভুটান সীমান্তবর্তী শহর জয়গাও একটা সময় ছিল আন্তর্জাতিক ব্যাবসার কেন্দ্র । আর লক ডাউনের পর যখন থেকে ভুটান গেট বন্ধ হয়ে যায় ,তারপর থেকে সেখানে ব্যাবসা নেই বললেই চলে। প্রচুর ব্যাবসায়ী জয়গাও ছেড়ে অন্য জায়গায় চলেও গেছে । যারা রয়েছেন তারাও কঠিন সমস্যার মধ্যে দিয়ে দিনগুজরান করছেন । ব্যাবসায়িক মন্দা এই সমস্ত ব্যাবসায়ীদের সন্তানদের শিক্ষায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই সমস্ত অভিভাবক এক হয়ে এবার জেলা শাসকের দারস্থ হল সন্তানদের স্কুলের ফি কমানোর দাবিতে ।কারণ সেখানকার সমস্ত বেসরকারি স্কুল বার বার আবেদন করা সত্ত্বেও অভিবাবকদের ফি কমানোর দাবি কে মান্যতা দেয়নি । তাই এবার তারা জেলা প্রশাসনের দারস্থ । সোমবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলা শাসকের কাছে  ওই এলাকার সমস্ত অভিভাবক এই বিষয় হস্তক্ষেপ দাবি করে স্মারকলিপি প্রদান করে।

আলিপুরদুয়ার জেলা আদালত চালুর দাবিতে কর্ম  বিরতি আইনজীবীদের।।

আলিপুরদুয়ার জেলা আদালত চালুর দাবিতে আজ থেকে কর্ম  বিরতি আইনজীবীদের।। আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলা হয়েছে ৭ বছর। কিন্তু এখনও জেলা আদালত চালু হয়নি।কলকাতা হাইকোর্ট থেকে বহুবার আলিপুরদুয়ারে জেলা আদালত চালুর জন্য পরিকাঠামোও দেখে গেছেন। কিন্তু তার পরেও জেলা আদালত চালু না হওয়ায় এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলছে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।আজ সোমবার থেকে আলিপুরদুয়ারের সব আদালতেই কর্ম বিরোতী শুরু করছেন আইনজীবীরা।এদিন থেকে কোনো আইনজীবীই আদালতে মামলায় অংশ নেবেন না।এর পরেও জেলা আদালত চালু না হলে আমরণ অনশনের হুমকি দিলেন আইনজীবীরা।এদিকে আইনজীবীদের এই আন্দোলনে আদালতে বিভিন্ন মামলা ধাক্কা খেতে পারে বলেই মনে করা হচ্ছে।যদিও বারের আইনজীবীদের দাবি তারা সাধারণ মানুষের সার্থেই জেলা আদালত চালুর জন্য আন্দোলন শুরু করছেন।  আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন সূত্রে জানাগেছে,আলিপুরদুয়ার জেলা হওয়া সত্বেও এখনও এখানে জেলা আদালত গঠন হয়নি।তবুও এখানে জুডিশিয়াল ম্যাজিটেট কোর্ট ১,২ এবং ৩, এসিজিএম ১ ও ২, অ্যাসিটেন্ট সেসন জর্জ, ফাস্ট ট্রাক ১ ও ২, সিভিল আদালত,ক্রেতা সুরক্ষা আদালত সহ ১০ টি কোর্ট আছে।আলিপুরদ

বাইসনের হানায় মৃত এক আহত দুই।

বাইসনের হানায় মৃত এক আহত দুই  আলিপুরদুয়ার :প্রায় সারাদিনের দীর্ঘ  প্রচেষ্টায় অবশেষে আলিপুরদুয়ার পারোকাটা এলাকায় লোকালয়ে প্রবেশ করা বাইসনকে কাবু করল বনদপ্তরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। গতকাল আলিপুরদুয়ার 2 নং ব্লকের পারোকাটা এলাকায় প্রবেশ করে দুটি বাইসন । পারোকাটা এলাকায় বাইসন দুটি দাপিয়ে বেড়ায় । রবিবার সকালে পারোকাটা এলাকায় একটি বাইসন দেখতে পায় এলাকার বাসিন্দারা । বাইসনটি এলাকার বাসিন্দা ৭২বর্ষীয় নারায়ণ দাস কে আহত করে এবং আরো দুজনকে আহত করে । এর মধ‍্যে বৃদ্ধ নারায়ণ দাসকে আহত অবস্থায় এলাকার বাসিন্দারা কামাখ্যাগুড়ি ব্লক স্ব‍্যাস্থকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসা জন‍্য এবং পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় এবং  সেখানেই তার মৃত্যু হয় ।  এদিকে বাইসনটি এলাকার একটি বাঁশ ঝাড়ে আশ্রয় নেয় বনদপ্তরের কর্মীরা বাইসনটিকে কাবু করার জন‍্য ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কিন্ত তাতেও বাইসন কাবু হয়না। পরবর্তীতে বাইসনটিকে কাবু করার জন‍্য পূনরায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বনকর্মীরা এবং বাইসনটিকে কাবু করতে সক্ষম হয়। বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা।

মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক।

মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক। আলিপুরদুয়ার:দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সংলগ্ন তেতুলতলা এলাকায়। আহত ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক ।দুর্ঘটনা ঘটার  পর স্থানীয় মানুষজন আহত ব্যক্তিকে উদ্ধার করে টোটো চাপিয়ে  কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুইটি বাইকই রাস্তার উত্তর পাশে চলছিল, যার ফলে মুখোমুখি সংঘর্ষ ঘটে ।দুই আরোহীর কারোর মাথায়ই হেলমেট ছিল না। আহত ব্যাক্তির মাথায় আঘাত লাগে,যার ফলে  ঘটিনাস্থলে তিনি অজ্ঞান হয়ে যান।স্থানীয় সূত্রে জানা গেছে 31 জাতীয় সড়কে  এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কামাখ্যাগুড়ির ফাঁড়ির পুলিশ পৌঁছায়।

পূর্ণিমা চাঁদের আলোতে চা পাতা তুলেন শতাধিক শ্রমিক।

চাঁদনি রাতের জোছনা মাখা চা পাতায় তৈরি 'চা' আন্তর্জাতিক বাজারে ও মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ডুয়ার্সের আলিপুরদুয়ার শুরু হল 'মুনলিট টি' উৎপাদন। সারারাত  চাঁদের আলোয় চা গাছ থেকে ছিঁড়ে আনা সেই দুটি পাতা একটি কুঁড়ি দিয়ে তৈরি চা। জোছনারাতে বাগানের অন্ধকার ঘোচাতে যেমন রয়েছে চাঁদের আলো তার পাশাপাশি জ্বালানো হয়েছে শয়ে শয়ে মশাল। এরি মাঝে আলিপুরদুয়ারের মাঝেড়ডাবরি বাগানের শতাধিক শ্রমিক গভীর রাতে তুললেন একটি কুঁড়ি দুটি পাতা। ভাগানের ৬.২৩ হেক্টর এলাকা জুড়ে রাতভোর চলল পাতা তোলার কাজ। চা তো অনেকেই খেয়েছেন এবং খান। সকালে উঠে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা না হলে সারাদিন যেন ঠিক খাপে খাপে চলে না। চায়ের সম্পর্কে অনেকের অনেক রকম ফ্যাসিনেশন রয়েছে। কিন্তু তা বলে মুনলিট টি খেয়েছেন কখনও? নাম শুনে হকচকিয়ে গেলেও এমন চা-ই আসতে চলেছে বাজারে।  প্রতি মাসের পূর্ণিমার দিন সূর্যাস্তের পর চাঁদের আলোয় চা গাছের পাতা থেকে তৈরি চা এর বিশেষ সুগন্ধ বা অ্যারোমা তৈরি হয়। যা দিনের বেলা অন্য সাধারণ পাঁচটা দিন তোলা চা পাতার চেয়ে আলাদা। সারারাত চাঁদের আলোয় চা গাছ থেকে ছিঁড়ে আন

জল প্রকল্পের উদ্বোধন আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ার: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বপ্নের প্রকল্প গুলির  মধ্যে জল প্রকল্প অন্যতম।আজ বুধবার মথুরা গ্রাম চা বাগান এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে  জল প্রকল্পের শুভ উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সম্পাদক  ডক্টর সৌরভ চক্রবর্তী, । এই জল প্রকল্পের মাধ্যমে   জল পৌঁছাবে ডুয়ার্স মথুরা বাসিদের বাড়িতে । জল প্রকল্প উদ্বোধনে খুশি মথুরা চা বাগান এলাকার সাধারণ মানুষেরা । আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক ও তৃণমূল কংগ্রেসের জেলার চ্যায়ারম্যান মৃদুল গোষ্বামী তৃণমূল কংগ্রেসের এক নং ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে ,  মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্যরা।

জলদাপাড়া পরিদর্শনে রাজ্যপাল।

জলদাপাড়াতে এসে পৌছালো রাজ‍্যপাল জগদীপ ধানকর । বুধবার বেলা একটা নাগাদ মাদারিহাটে এসে পৌছায় রাজ‍্যপাল এবং সেখান থেকেই জলদাপাড়ার হলং বনবাংলো উদ্দেশ্যে রওনা দেন রাজ‍্যপাল । সুত্রের খবর আজ ও আগামীকাল জলদাপাড়াতে থাকবে রাজ‍্যপাল । জলদাপাড়াতে রাজ‍্যপাল আসাকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা জলদাপাড়া ও মাদারিহাট নিরাপত্তার চাদড়ে মুড়ে দেওয়া হয়েছে ।

আগুনে ভস্মীভূত একটি বাড়ি।

আলিপুরদুয়ারঃ মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার তফসিখাতা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় এদিন এলাকার বাসিন্দা চুড়ামনী দাসের বাড়িতে আগুনের শিখা দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা আলিপুরদুয়ার দমকল কেন্দ্রে খবর দেয় ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে । পুরো বাড়ি এবং বাড়ির ভিতরে সমস্ত আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ।

ক্যাঙ্গারু পাচারকারীকে জিজ্ঞাসাবাদ আদালতের।

আলিপুরদুয়ার: অসম বাংলা সীমান্তে ক্যাঙ্গারু উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। সে সময় বন দফতরের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিল।মঙ্গলবার বিকেলে বারোবিশা পুলিশ ফাঁড়িতে এসে পুলিশ সুপার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। সংবাদমাধ্যমকে জানান গোটা ঘটনার তদন্ত চলছে এবং বিভিন্ন জায়গায় চিঠি করা হয়েছে। উল্লেখ্য রিমান্ড শেষে তিনদিন পর আগামীকাল আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হবে অভিযুক্তদের।

নদীর জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের।

আলিপুরদুয়ার: মঙ্গলবার জলে ডুবে মৃত্যু হল এক নবম শ্রেণীর ছাত্রের ।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ার জেলার ভোলার ডাবরি পলাশতলা আখড়া সংলগ্ন নোনাই নদীতে। চার বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল নদীতে ।তারমধ্যে আলিপুরদুয়ার শারং পট্টি এলাকার নবম শ্রেণীর ছাত্র অনির্বাণ রায় জলে ডুবে মারা যায় ।সে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র ছিল বলে জানাজায়। বন্ধুকে ডুবে যেতে দেখে তিন বন্ধু চিৎকার চেচামেচি করলে, স্থানীয় এক যুবক ওই ডুবে যাওয়া ছাত্র কে নদী থেকে তোলে , কিন্তু ততক্ষণে সেই ছাত্রের মৃত্যু হয়।

মাল বোঝাই লরির চাকায় চাপা পড়লো যাত্রীসহ টোটো চালক।

আলিপুরদুয়ার: সোমবার এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটলো আলিপুরদুয়ার বীরপাড়া আই টিআই মোর এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন আহত তিন শিশু সহ চারজন তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয়দের অভিযোগ যে একটি মাল বোঝাই লরি কে সিভিক পুলিশ পিছু ধাওয়া কড়ায় লরির চালক গতি বাড়িয়ে পালাতে চেষ্টা করে, লরি চালক গতি সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি টোটোকে । ঘটনাস্থলে যাত্রীরা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুরুষ ও এক মহিলার। স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার পর সিভিক পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বাকি চারজন কে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয় বলে এমনটা জানা যায়। পরবর্তীতে পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে তৈরি হয় রণক্ষেত্র। পথ দুর্ঘটনায় মৃত দুইজন এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ার বীরপাড়া আইটিআই চৌপথি এলাকায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুর্ঘটনাগ্ৰস্থ ট্রাকটিকে পুলিশ তাড়া করছিল যার ফলে এই দুর্ঘটনা ঘটে।  জেলাশাসককে ঘটনাস্থলে আসার দাবীতে এব

পাচারকারীদের হাত থেকে উদ্ধার হল ক্যাঙ্গারু

আসাম থেকে হায়দ্রাবাদে পাচারের পথে উদ্ধার ক্যাঙ্গারু:-  আলিপুরদুয়ার: শনিবার আসাম থেকে হায়দ্রাবাদে পাচারের পথে আসাম বাংলা সীমানাবর্তী কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ উদ্ধার করল একটি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে হায়দ্রাবাদের বাসিন্দা ইমরান শেখ ও জায়েদ শেখ কে।অন্ধ্রপ্রদেশের নাম্বারের একটি খালি ট্রাকে ত্রিপলের নীচে খাঁচাতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাণী টি কে।

স্টেশনগুলির কাজকর্ম খতিয়ে দেখতে হঠাৎ করে চেকিং করলেন রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার

আলিপুরদুয়ার জংশন স্টেশনে পরিদর্শনে এলেন এনএফ রেলওয় আলিপুরদুয়ার জংশন ডিভিশন এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপ কুমার সিং। শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ হঠাৎ তিনি আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে উপস্থিত হন।এরপর স্টেশন মাস্টারকে সঙ্গে নিয়ে স্টেশনের সমস্ত রকম বিষয়ে তিনি খতিয়ে দেখেন এবং রেলওয়ে ট্রেক  পরিদর্শন করেন এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি পরিদর্শন করেন।উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জংশন ডিভিশনের সিনিয়র ডি এন সি পীযূষ পান্ডে সহ ডিভিশনের অন্যান্য আধিকারিকেরা।

বিয়ে করতে যাওয়া সময় বরের গাড়ির ঘটলো পথ দুর্ঘটনা।

বৃহস্পতিবার রাত সাত টা নাগাদ ৪৮ এশিয়ান হাইওয়ের ডিমডিমা এলাকায় মাটিগাড়া থেকে মাদারিহাটে বিয়ে করতে যাবার পথে ইনোভা গাড়ি দূর্ঘটনা গ্রস্থ হলে গাড়িতে থাকা বিয়ের বর সহ ৭ জন গুরুতর আহত হয়। গাড়ি দূর্ঘটনায় মৃত ১ এবং আহত ৬।  আহত ছয় জন কে আশঙ্কা জনক অবস্থায় রেফার করা হয়।  আহত রা হলেন শিলিগুড়ির শর্মিলা তালুকদার, মন্দিকা চক্রবর্তী, মৃত্যুঞ্জয় মজুমদার, সুমিত চক্রবর্তী,  তিন মাসের একটি শিশু, মাদারিহাটের পাত্রীর আত্মীয় পার্থ চক্রবর্তী।  মৃত ব্যাক্তি হলেন শিলিগুড়ির অদিতায়ন তালুকদার।  আত্মীয় জলপাইগুড়ির নুপুর চক্রবর্তী বীরপাড়া হাসপাতালে বসে জানালেন তারা মাটিগাড়া থেকে মাদারিহাটে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ডিমডিমা এলাকায় দুর্ঘটনা গ্রস্থ হয়। কি করে ঘটল এই দুর্ঘটনা তা নিয়ে বীরপাড়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আলিপুরদুয়ারে উদ্বোধন সেলফি জোনের।

আলিপুরদুয়ারের সৌন্দর্যায়নে জেলা প্রশাসনের সেলফি জোন:-  আলিপুরদুয়ার: ডুয়ার্সের সাংস্কৃতিক রাজধানী ,পর্যটনের খনি আলিপুরদুয়ারের মুকুটে  যুক্ত হল আরো একটি পালক । জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে জেলা প্রশাসন বুধবার উদ্বোধন করল একটি সেলফি জোনের। 'আই লাভ আলিপুরদুয়ার 'লেখা সেলফি জোনের এদিন উদ্বোধন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।উদ্ভাবন করে জেলাশাসক বলেন, আলিপুরদুয়ারের ফুসফুস প্যারেড গ্রাউন্ডের পাশে  দৃষ্টিনন্দন প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা রয়েছে ,মানুষ এখানে বেড়াতে আসে, এবার তাই তাদের কথা চিন্তা করে জেলা প্রশাসন ছয় লক্ষ টাকা খরচ করে এই সেলফি জোন তৈরি করেছে।

রেল পরিষেবা আরো উন্নয়ন করতে তিনদিনের রেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম।

আলিপুরদুয়ার ঃ আলিপুরদুয়ার রেলের অফিসার্স ক্লাবে আজ থেকে শুরু হল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম।এটি তিন দিন ধরে চলবে।আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ কুমার সিং এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।তিনি বলেন মালিগাও থেকে রেলের আধিকারিক রা এসেছেন।ম্যানেজমেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ট্রেনিং হবে।যাতে রেল আর ও ভালো পরিষেবা দিতে পারে।রেলের বৈদ্যুতিক করন সহ অনেক কিছু হয়েছে।মালগাড়ি র সঙখ্যা বেড়েছে।ট্রেনের গতি বেড়েছে। স্বাভাবিক ভাবেই এই সব বিষয়ে উন্নতি করনের লক্ষ্যে ট্রেনিং হবে।

ট্রাকের পিছনে ঝুলে ঝুলে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা।

বিপদজনক অবস্থায় বাদর ঝোলা ট্রাকে ঝুলতে ঝুলতে চা বলয় থেকে পরীক্ষাকেন্দ্রে এসে পৌছালো পরীক্ষার্থীরা । ঘটনাটি কালচিনি ব্লকের লতাবাড়ি হাই স্কুলে পরীক্ষাকেন্দ্রে কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগান থেকে মাধ‍্যমিক পরীক্ষার্থীরা বাগানের ট্রাকে বিপদজনক অবস্থায় ঝুলতে ঝুলতে লতাবাড়ি হাই স্কুলে পরীক্ষাকেন্দ্রে এসে পৌছালো। ছাত্রছাত্রীরা জানান পূর্বে চা বাগানে বাস ছিল কিন্ত এখন বাস নেই তাই ট্রাকে করে ঝুলতে ঝুলতে তাদের আসতে হচ্ছে কেননা পরীক্ষার্থীর সংখ্যা অনেক আর একটি মাত্র ট্রাক তাই ঐ একটি ট্রাকেই বাধ‍্য হয়ে ঝুলে ঝুলে আসতে হচ্ছে পরীক্ষাকেন্দ্রে ।

মাদারিহাট ব্লকের টোটোপাড়া সংকটে।

পৃথিবীর আদিম ক্ষুদ্রতম জনজাতি টোটো দের বাসভূমি রয়েছে মাদারিহাট ব্লকের টোটোপাড়ায়।বংশানুক্রমে টোটো রা এখানেই বসবাস করে । কিন্তু কয়েক বছর ধরে রাজ্য সরকারের কাছে তাদের পূর্ব পুরুষের ভিটেমাটির ডিমার্কেসনের আবেদন করেও তার ফল পাননি টোটোপাড়ার টোটো জনজাতি মানুষেরা। টোটো জনজাতির মানুষের মনে এখন একটি ধারণা জন্মেছে যে , তাদের অধিকারের ভূমি তে ভাগ বসাচ্ছে টোটো জনজাতির বাইরের মানুষেরাও। প্রাচীন টোটো পাড়া এখন আর আগের মতন নেই । সেখানে ধীরে ধীরে বাড়ছে বসতি । আর এতেই সেখানকার আদি বাসিন্দাদের মনে এই প্রশ্নের জন্ম দিয়েছে যে , পূর্ব পুরুষের ভিটেমাটি কি তবে বেদখল হচ্ছে। তাই তারা রাজ্য সরকারের ভূমি রাজস্ব দফতরের কাছে 2016 সালে তাদের অধিকারে ঠিক কতটা জমি রয়েছে, বা তাদের পূর্ব পুরুষদের জমিতে এই জনজাতি বাইরে কেউ এসে ডেরা বেঁধেছে কিনা তা পরিষ্কার করে নির্ধারণ করার আবেদন জানিয়ে ছিলেন ।কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আজ পর্যন্ত তাদের সেই আবেদনে সারা দেওয়া হয় নি । তাই আবার সোমবার দিন টোটো কল্যাণ সমিতির সদস্যরা মাদারিহাটের বি এল আর ও কে পুনরায় এই বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়ে স্মারকল