সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Best Website Design Company in Alipurduar

are you looking for best website designing and web development firm in alipurduar then aroloma will be best option for you. https://aroloma.in/includes/pages/about-firm.php

18TH Biswa Dooars Utsav 2023 List of Events

  ১৮ তম বিশ্ব ডুয়ার্স উত্সব ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আর ৭ ই জানুয়ারী  গেট এর টিকেট এর মূল্য ১০ টাকা রাখা হয়ছে  Events in Dooars Utsav List of Events Main -stage- stage-1 Performer list # Date Show Details 1 28.12.2023 অঙ্কিত মালাকার (জি বাংলা) 2 29.12.2023 প্রাঞ্জল বিশ্বাস (জি বাংলা) 3 30.12.2023 সেঁজুতি দাস (ইন্ডিয়ান আইডল) 4 31.12.2023 সৌরেন্দ্র এবং সৌমজিত (কলকাতা) 5 01.01.2024 আদনান আহমেদ (মুম্বাই) এবং জেসিকা সেন (কলকাতা) 6 02.01.2024 শিবা মিউজিক্যালব্যান্ড (জি বাংলা) 7 03.01.2024 শনমুখপ্রিয়া (মুম্বাই) 8 04.01.2024 এভোয়েড রাফা(বাংলাদেশ) 9 05.01.2024 অন্তরা মিত্র (মুম্বাই) 10 06.01.2024 রূপকুমার রাঠোর এবং সোনালী রাঠোর (মুম্বাই) 11 07.01.2024 জাভেদ আলি (মুম্বাই)

বুদ্ধগয়ায় বিশেষ বৌদ্ধ পূজায় যোগ দিতে ভুটান থেকে যাচ্ছেন তীর্থযাত্রীরা।

আলিপুরদুয়ার: বুদ্ধগয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ পুজোয় উপস্থিত হতে ভুটান থেকে পুণ‍্যার্থীরা যাচ্ছেন।জয়গাঁর থেকেও বাসে চেপে পুণ‍্যার্থীরা যাচ্ছেন পুজোয় উপস্থিত হতে। আগামী ৩০ ডিসেম্বর বুদ্ধগয়ায় এই পুজোটি আয়োজিত হবে।পুজোটি চলবে পাঁচদিন।জয়গাঁ কুনপেন জংপা মঠের পক্ষ থেকে পুণ‍্যার্থীদের নিয়ে যাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে। প্রতিবছর ডিসেম্বরের শেষে এই পুজোটি হয়ে থাকে বিশ্ব শান্তির উদ্দেশ্যে।এই বিষয়ে জয়গাঁ কুনপেন জংপার পক্ষ থেকে জানা যায়,ভুটানের ফুন্টশোলিং শহর থেকে প্রায় দেড়শ জন পুণ‍্যার্থী যাচ্ছেন।সবমিলিয়ে পাঁচশ জনকে নিয়ে যাওয়া হচ্ছে। ভুটানের পুণ‍্যার্থী ফুনশিং ওয়াংচুক জানান,"জয়গাঁর থেকে ফুন্টশোলিং শহরের দুরত্ব বেশি নয়।আমাদের কাছে খবর যায়।তারপর আমরা সকলের সঙ্গে কথা বলে দেড়শ জন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।আগামী বছরে আরও পুণ‍্যার্থী নিয়ে যেতে পারব।" বিশ্বশান্তি পুজোয় শান্তির কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।বৌদ্ধ সন্ন‍্যাসীরা সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রোচ্চারণ করতে থাকেন।বৌদ্ধ গুম্ফা পাঁচদিন প্রদক্ষিণ করে থাকেন পুণ‍্যার্থীরা।

বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগারের ছবি।

ফের একবার বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগারের ছবি। সম্প্রতি বক্সার জঙ্গলের পশ্চিম বিভাগের পানা রেঞ্জের জঙ্গলে এই রয়েল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে। বন দফতর শুক্রবার সেই ছবি প্রকাশ করলেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি পূর্ণবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগার জঙ্গলের মধ্যে হাঁটছে। টাইগারের গায়ে গাঢ় বাদামি রঙের ডোরাকাটা রয়েছে।

আলিপুরদুয়ার জংশনে মাল্টিস্পেশালিটি হাসপাতালের জন্য রেলের জমি পরিদর্শন করলেন কেন্দ্রীয়রাজ্য মন্ত্রী জন বার্লা।

আলিপুরদুয়ার :আলিপুরদুয়ারে জংশনে মাল্টিস্পেশালিটি হাসপাতালের জন্য রেলের জমি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা।এদিন আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম অমরজিত গৌতমের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন মন্ত্রী জন বারলা।এরপর ডি আর এম কে সঙ্গে নিয়ে প্রস্তাবিত সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য জমি পরিদর্শনে বের হন।যেখানে রেলের জমি তিনি দেখলেন সেখানে অনেক জমি দখল হয়ে বসতি স্থাপন হয়েছে। পরিদর্শন শেষে মন্ত্রী জন বারলা বলেন ২০০ কোটি টাকা ব্যায়ে এই হাসপাতাল হবে।ভোটের আগে নয়।এটা আগেই পরিকল্পনা করা হয়েছিল।রাজ্য সরকার জমি দিলে অন্য জায়গায় হোত।ভোটের মুখে সুপার স্পেশালিটি হাসপাতালের জমি খুঁজেছেন প্রতিমন্ত্রী জন বারলা।স্বাভাবিক ভাবেই এ নিয়ে প্রশ্ন উঠছে।এটিকে কটাক্ষ করেছে শাসক দল তৃনমূল কংগ্রেস।তৃনমূলের সাধারন সম্পাদক ভাস্কর মজুমদার প্রশ্ন তুলেছেন,এটা ভোটের মুখে জুমলা করছেন।তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কিছুই করতে পারেন নি।যখন ভোটের মুখে নিজেদের অন্তর্দলীয় প্রশ্নে জর্জরিত তখন তিনি হাসপাতাল করার কথা বলছেন।তিনি প্রশ্ন তোলেন,তিনি একটি চাবাগান দত্তক নিয়েছিলেন।সেখানে তিনি কিছু করতে পেরেছেন?

পুরুষদের অধিকার বিষয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন।

পশ্চিমবঙ্গের বিশিষ্ট পুরুষ অধিকার সংগঠন সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে আজ শুক্রবার, 29 ডিসেম্বর, 2023,  আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট, আলিপুরদুয়ার জেলা শাসক এবং আলিপুরদুয়ার সদর থাকার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের কাছে পুরুষ অধিকার বিষয়ক বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ডেপুটেশন প্রদান করা হয় । ডেপুটেশনে উল্লিখিত বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের প্রতিনিধিদের সাথে এদিন পুলিশ সুপারিনটেনডেন্ট দপ্তর, জেলা শাসকের দপ্তর ও আলিপুরদুয়ার থানার আধিকারিকদের সাথে বিস্তারিত আলোচনা হয় ও সংশ্লিষ্ট আধিকারিকদের পক্ষ থেকে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় । উক্ত ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোলকাতা থেকে আগত সংগঠনের প্রতিষ্ঠাতা তথা রাজ্য সভাপতি শ্রী উত্তরণ পাঠক, রাজ্য কার্যকরী সভাপতি ও কোলকাতা হাই কোর্টের অ্যাডভোকেট শ্রী সমৃদ্ধ দেব, সদস্যা ও অ্যাডভোকেট শ্রীমতি বৃষ্টি সমাদ্দার, সংগঠনের উত্তরবঙ্গ শাখার সভাপতি শ্রী বিশ্বনাথ দত্ত, সেক্রেটারি শ্রী অভিজিৎ সরকার, শ্রী মৃত্যুঞ্জয় সাহা, শ্রী মিঠুন বর্মন এবং কমিউনিটি হিউম্যান রাইটস