সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

UTS Ticket booking শুরু করলো নর্থ ইস্টফ্রন্টিয়ের রেলওয়

 booking of ticket in Intercity train the competent authority has directed for opening of uterus booking at all station in nfr Railway in view of introduction of passenger trains in all sections please ensure your entry ticket from all station with immediate effect Northeast Frontier railway এতে পক্ষ থেকে জানানো হচ্ছে যে যে সমস্ত ট্রেন চলাচল করে তাদের টিকিট এবার থেকে আর সিটিসি অ্যাপের মাধ্যমে আপনারা কাটতে পারবেন না এই সমস্ত লোকাল ট্রেনের টিকিট আপনি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার থেকে পেয়ে যাবেন  আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি  ও শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, অর্থাৎ সমস্ত লোকাল ট্রেনের টিকিট(General) এবার টিকিট কাউন্টারে পাওয়া যাবে।  লোকাল ট্রেনের টিকিট অনলাইন  বুকিং  বন্দ করে দেওয়া হয়েছে।

তক্ষক সহ এক ব্যক্তি কে গ্রেফতার করল আলিপুরদুয়ার পুলিশ

তক্ষক সহ আলিপুরদুয়ার শহর থেকে ধৃত এক । বন্যপ্রাণ পাচার আইনে ধৃতকে  আলিপুরদুয়ার আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন আলিপুরদুয়ার থানা পুলিশের।     গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার পৌরসভা এলাকার ১৮ নং ওয়ার্ড মায়াটকিজ সংলগ্ন এলাকার এক বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখানে বন্দি অবস্থায় লুকিয়ে রাখা একটি তক্ষক উদ্ধার করে আলিপুরদুয়ার থানা পুলিশ।গ্রেফতার করা হয়েছে আবিরলাল দত্ত নামে এক অভিযুক্তকে।  অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রান পাচারের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। চক্রের অন্যান্য পান্ডাদের খুঁজতে ধৃতকে আদালতে পেশ করে  পুলিশ রিমান্ডের আবেদন জানানো হচ্ছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ। পাশাপাশি তক্ষকটি  বনদপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

ড্রাগ কান্ডে এক ব্যক্তিকে গেপ্তার করলো বিরপাড়া পুলিশ Birpara Police arrest a person for drug smuggling

ড্রাগ কান্ডে দলমোড় বাঁশবাড়ি লাইনের কাঞ্ছা মঙ্গর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বীরপাড়া পুলিশ এক নজীর তৈরি করল। বীরপাড়া থানার ওসি প্রেম কুমার থামি জানালেন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ বীরপাড়া থানার অফিসার মিঠুন মোদকের নেতৃত্বে বীরপাড়া পুলিশের একটি দল দলমোড় চা বাগানের বাঁশবাড়ি লাইনের কাঞ্ছা মঙ্গরের বাড়িতে হানা দিয়ে ৩৬০০ টি   Pyeevon spus plus ট্যাবলেট  এবং  ৫২৮ টি Nitrosun 10  ট্যাবলেট উদ্ধার করে। ওসি প্রেম কুমার থামি জানান এর আগেও বীরপাড়া পুলিশের নেতৃত্বে প্রচুর নেশার ট্যাবলেট, কাশির ওষুধ উদ্ধার করা হয়।  তিনি বলেন বীরপাড়া থানা এলাকা নেশা এবং ড্রাগ মুক্ত বানান চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। ধৃতের বিরুদ্ধে ড্রাগ এবং কসমেটিক আইনে মামলা রুজু করে আদালতে পাঠান হয়েছে বলে ওসি প্রেম কুমার থামি জানালেন।

আলিপুরদুয়ারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ

আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ। আলিপুরদুয়ার জেলায় ৭ জন ছাত্রছাত্রীদের হাতে ক্রেডিট কার্ড তুলে দেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও অন্যান্য আধিকারিকরা ।সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের শিক্ষার অগ্রগতির স্বার্থে এদিন এই ক্রেডিট কার্ড বিতরণ করা হয় যাতে আর্থিক অনটনে উচ্চশিক্ষার থেকে বঞ্চিত না হয় রাজ্যের ছাত্র-ছাত্রীরা। জানাগেছে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ পেতে পারবে ১০ বছর থেকে ৪০বছরের ছাত্রছাত্রীরাও। বিভিন্ন ব্যাংকে ক্রেডিট কার্ড এর মাধ্যমে মোট ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। তাছাড়াও দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমেও এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করতে পারবেন জেলার সর্বস্তরের ছাত্রছাত্রীরা।এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়ে ছাত্র-ছাত্রীরা খুশি খুব খুশি।

আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির

কোভিড বিধি মেনে আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির। পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প সমূহের সুবিধাগুলো উপভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে গত ১৬ ই আগস্ট থেকে শুরু হয়েছে "দুয়ারে সরকার"। যা আগামী ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে । আজ আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ ২নং গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ স্কুলে।এদিনের আয়োজিত শিবিরে সকাল থেকে জনমানুষ সাড়া পড়েছে।শিবিরে পর্যায়ে পর্যায়ে চলছে প্রকল্পের কাজ। তবে করোনা আবহে শিবিরের মধ্যে যাতে কোনো ভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় তার জন্য কড়া নজর রাখা হয়েছে কোভিড প্রটোকলের উপরে।মাস্ক থেকে স্যানিটাইজেশন প্রতিটি ক্ষেত্রে খুব সচেতন ভাবে পদক্ষেপ করা হচ্ছে। তবে রাজ্য জুড়ে দুয়ারে সরকার তার বেশ প্রভাব ফেলেছে।শিবিরে মানুষের আগমণ তার প্রমান দিচ্ছে।

Domestic violence act এর under মহিলাদের মত, পুরুষদেরও দিতে হবে সমান অধিকার

বৃহস্পতিবার  আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় ডিস্ট্রিক্ট সোশ্যাল অফিসার ও ডিস্ট্রিক্ট প্রটেকশন অফিসারকে সুরক্ষা আইনে পুরুষদের অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করলেন পুরুষ কল্যাণ পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের জেলা সংগঠনের সদস্যরা।  তাদের মতে মেয়েদের সুরক্ষা কথা মাথায় রেখে 2005 সালে যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট  পাশ হয়েছিল তা বর্তমানে অনেক মহিলার  কাছে  স্বার্থসিদ্ধির অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোন না কোন কারনে গৃহস্থ্যর হিংসার শিকার হচ্ছেন পুরুষেরা। যার সংখ্যা সমানে বেড়েই চলছে। আইন থাকা ভালো। তবে একজনের জন্য কেন। যেভাবে মহিলাদের সুরক্ষার জন্য আইনি ব্যবস্থা আছে। তেমনি পুরুষদের সুরক্ষাকে আইনি সম্মতি দিতে হবে। মূলত ভারতীয় সংবিধানে গৃহস্ত সুরক্ষা আইনে পুরুষের অন্তর্ভুক্তির দাবিতেশুরুদাবিতে এদিন স্মারকলিপি প্রদান করা হয়।

আলিপুরদুয়ার এ পালন হলো পুলিশ দিবস

জেলায় পালিত হলো পুলিশ দিবস: মুখ্যমন্ত্রীর ঘোষনানুযায়ী ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস ঘোষণা করা হয়েছিল। সেই মোতাবেক আজ বুধবার আলিপুরদুয়ার জেলা  পুলিশ সুপার ভবনে পালিত হল পুলিশ দিবস । সমস্ত রকম কোভিড বিধি মেনেই এদিন জেলা পুলিশ সুপার ভবনের সম্মুখে পুলিশ দিবস পালন করা হল।   উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, জেলার পুলিশ সুপার ডাঃ ভোলানাথ পান্ডে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়ল একটি পাইথন

বীরপাড়াঃ   মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়ল একটি পাইথন। খবর পেয়ে বনদপ্তর এর স্কোয়াডের কর্মীরা, আটকানো পাইথনটি কে উদ্ধার  করে নিয়ে যান।বীরপাড়া স্কোয়াডের বিট অফিসার প্রিতম রায় জানান আজ সকালে তারা খবর পান ,মুজনাই নদীর কাছে ক্ষীরের কোট এলাকার এক ধান ক্ষেতের পাশে লাগান মাছ ধরার জালে আটকে পড়েছে এক টি  ৬ ফুটের পাইথন সাঁপ। তাদের মতে  এই পাইথন সাপ টি বার্মিজ প্রজাতির পাইথন সাপ । এদিন সাপটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হয়।বর্তমানে পর্যবেক্ষনের জন্য দলগাঁও রেঞ্জে রাখা হবে।।