সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভোট প্রচারে আলিপুরদুয়ারে দিলীপ ঘোষ

ভোট প্রচারে আলিপুরদুয়ারে দিলীপ ঘোষ:- আলিপুরদুয়ার :  আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রচারের প্রায় শেষ মুহূর্তে আলিপুরদুয়ার জেলায় এলেন বিজেপি নেতা তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।বুধবার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের সোনাপুর এলাকায় একটি জনসভা করেন তিনি।সেখানে আগামী পঞ্চায়েত নির্বাচনে চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ার ডাক দেন তিনি। তিনি বলেন এই রাজ্যে চোরেদের রাজত্ব চলছে। সাধারণ মানুষের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়েছে। শাসক দলের সমর্থন না করায় বহু মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত। কেন্দ্র সরকার বারবার বলা সত্ত্বেও এখনো পিএম কিষান নিধির জন্য কয়েক লক্ষ কৃষকের নাম পাঠায়নি রাজ্য সরকার। প্রতিবছর ৬০০০ টাকা করে কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত এই রাজ্যের বহু কৃষক। সাধারণ মানুষের কাছে তিনি আহ্বান করেন বিজেপিকে ভোট দিন তাহলে প্রকৃত উন্নয়ন হবে গ্রামের।

uttarayan law college , affiliated to Coochbehar Panchanan Barma University এর কিছু ছাত্র ছাত্রীকে সার্টিফিকেট প্রদান আলিপুরদুয়ার পথের সাথীর।

উত্তরায়ণ কলেজ অফ Law , affiliated to Coochbehar Panchanan Barma University   এর কিছু ছাত্র ছাত্রী বিভিন্ন semester এ internship জন্য আবেদন করে l আলিপুরদুয়ার পথের সাথী স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ছাত্র ছাত্রীদের কিছু সামাজিক কাজের প্রশিক্ষণ দেওয়া হয় l শেষে তাদের হাতে certificate তুলে দেওয়া হয় l উক্ত কর্মসূত উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বার এসোসিয়েশনের সহ-সম্পাদক আইনজীবী সমীর পাল, আইনজীবী শান্তনু বিশ্বাস, পশ্চিমবঙ্গ ল ক্লার্কের এসোসিয়েন্স আলিপুরদুয়ার শাখার সম্পাদক তাপস রঞ্জন সরকার, সভাপতি বিনয় কৃষ্ণ রায় , পথের সাথীর সম্পাদক মিঠুন রায় সহ আরো অনেকেই ছাত্র ছাত্রী দের ভবিষ্যত জীবন উজ্জ্বল হোক l সাধারণ মানুষ যেনো সহজেই আইনি পরিষেবা পায়, এই কামনাই করি l

প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা

প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। আলিপুরদুয়ার:- প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। কালচিনি স্টেশন লাইন, মোদি লাইন,শান্তি কলোনি,গুদাম লাইন জলমগ্ন হয়ে পড়েছে বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করতে শুরু করেছে । বেহাল নিকাশি ব‍্যবস্থার দরুণ প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে কালচিনির বিভিন্ন এলাকা । বাসিন্দারা জানান নিকাশি ব‍্যবস্থা ভালো না থাকায় বৃষ্টি হলেই জল ঘরে প্রবেশ করে।  প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনি বিস্তর এলাকা বেহাল নিকাশি ব‍্যবস্থা এবং ডীমা চা বাগান কতৃপক্ষ নর্দমা বন্ধ করে দেওয়ায় কালচিনি জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষুদ্ধ জনতা কালচিনি চৌপথি এলাকায় পথ অবরোধ করল । ঘটনাস্থলে পুলিশ পৌছেছে। বাসিন্দারা জানান প্রত‍্যেকের ঘরে জল। সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধ ।

বীরপাড়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।

আলিপুরদুয়ার:- উত্ত‍রবঙ্গে নদীর বালি পাথর চুরি হচ্ছে। উত্তরবঙ্গে গোরু পাচার হচ্ছে বড় বড় কণ্টেনার গাড়িতে করে গোরু পাচার হচ্ছে ‌। রাহুল নামে একজন এই চক্র চালাচ্ছে । আলিপুরদুয়ার বীরপাড়াতে এসে একথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি । এদিন শুভেন্দু জানান অসমের মুখ‍্যমন্ত্রী কে বলে মাঝে এই গোরু পাচার আটকানো হয়েছিল পূনরায় শুরু হয়েছে আজকেই অসমের মুখ‍্যমন্ত্রী সাথে কথা বলবো।   এদিন শুভেন্দু অধিকারি জানান উত্তরবঙ্গের জনগণ বঞ্চিত, উত্তরবঙ্গের চা শ্রমিক বঞ্চিত এমনকি উত্তরবঙ্গের জনজাতি সবাই বঞ্চিত করে রেখেছে মমতা ব‍্যানার্জির সরকার ।

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকান ভেঙ্গে ঢুকে গেল দ্রুতগতির ছোট গাড়ি।

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকান ভেঙ্গে ঢুকে গেল দ্রুতগতির ছোট গাড়ি:- আলিপুরদুয়ার:- গভীর রাতে নিয়ন্ত্রন হাড়িয়ে সড়ক ছেড়ে দোকান ভেঙে ঢুকে যায় দ্রুত গতির ছোটো গাড়ি। স্থানীয়দের সাহায্যে গাড়িতে থাকা চালকসহ দুই ব্যাক্তিকে আহত অবস্থায় পাঠানো হয়েছে জেলা হাসপাতালে।  আলিপুরদুয়ার জংশন ডিআরএম এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। জানাযায়, শনিবার গভীর রাতে বৃষ্টি চলাকালীন এই ঘটনা ঘটে। বক্সার জঙ্গল পথ ধড়ে আলিপুরদুয়ার শহরে দিকে আসা প্রচন্ড গতির গাড়ি নিয়ন্ত্রন হাড়িয়ে লোহা এবং সিমেন্টের খুটি ভেঙে ঢুকে পড়ে একটি দোকানের ভেতর। যদিও সেই সময় দোকানে কেউ ছিল না। কিন্তু প্রচন্ড শব্দে আশেপাশের মানুষ বেড়িয়ে আসে। গাড়িতে থাকা দুই ব্যাক্তিকে উদ্ধার করে পাঠায় জেলা হাসপাতালে। যদিও গাড়িতে থাকা দুই আরোহী প্রানে বেচে যায় বলে পুলিশসূত্রে খবর। ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান ঘড়। আলিপুরদুয়ার থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জনসভা আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়।

আলিপুরদুয়ার: পঞ্চায়েত ভোটের পর দীল্লির বুকে লড়াই আন্দোলন করে একশ দিনের কাজের টাকা ছিনিয়ে আনবোয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পাঁচমাইলে নির্বাচনী জনসভায় এসে একথা জানালো অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন পাঁচমাইলে নির্বাচনী জনসভায় প্রায় চল্লিশ মিনিট ভাষণ দেন অভিষেক। এদিন অভিষেক নিজের ভাষণে একশ দিনের কাজের টাকা নিয়ে বেশি সরব হন । অভিষেক ব‍্যানার্জি জানান বাংলায় হেরে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের একশ দিনের কাজের টাকা আটকে রেখেছে বাংলার মানুষকে ভাতে মারবার চেষ্টা করছে। ভোটের পর বাংলা থেকে দশ লক্ষ মানুষকে দীল্লিতে নিয়ে আন্দোলন সংগঠিত করবো।  এদিন অভিষেক নিজের ভাষণে রাজ‍্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলায় হেরে গিয়ে ও রাজ‍্যসরকার অনেক কাজ করেছে ।  এদিন অভিষেক ব‍্যানার্জি জানান চা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলন সংঘঠিত করেছি। চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে। বন্ধ চা বাগান খোলা হয়েছে।  যারা নির্দল হয়ে দাড়িয়েছে তাদের দলে নেওয়া হবেনা বলে এদিন স্পষ্ট জানিয়ে দেয় অভিষেক ব‍্যানার্জি