সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

List of the Schools in Alipurduar South Cluster, Alipurduar-i Block

 1 OAKLAND PUBLIC SCHOOL (PVT) 2 CHECHAKHATA R/R PRY SCHOOL 3 CHECHAKHATA NETAJI VIDYA MANDIR JR HIGH List of the Schools in Netaji Vidyapith High Cluster, Alipurduar-i Block 1 GAYANDRA SSK 2 JUNCTION COLONY R.R. PRY SCHOOL 3 BHOLARDABRI SOUTH CHECHAKHATA PRY SCHOOL 4 PURBA BHOLARDABRI MAHAKALDHAM SSK 5 BHOLARDABRI B.F.P SCHOOL 6 NETAJI VIDYA MANDIR PRY SCHOOL 7 PASCHIM BHOLARDABRI PRY SCHOOL 8 DAMANPUR PART JR.BASIC 9 PASCHIM BHOLARDABRI SSK 10 UTTAR BHOLARDABRI BANKABEHARI PRY 11 NETAJI VIDYAPITH (HIGHER SECONDARY) 12 PRANABANANDA VIDYANIKETAN (PVT) 13 NABODAYA NURSERY SISHU VIDYA (PVT) 14 BIDHAN SMRITI ADDL PRY SCHOOL 15 ST. JOSEPH HIGH 16 UDAY SANGHA SSK

পৌষ সংক্রান্তিতে জলদাপাড়া টুরিস্ট লজে পিঠেপুলির আয়োজন

পৌষ সংক্রান্তিতে জলদাপাড়া টুরিস্ট লজে পিঠেপুলির আয়োজন পৌষ সংক্রান্তির দিনে ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের জন্য রাজ্য পর্যটন দপ্তরের জলদাপাড়া টুরিস্ট লজে পিঠেপুলির আয়োজন করা হয়। সোমবার সকালের প্রাতঃরাশে পর্যটকদের জন্য পাটি সাপটা, দুধপুলি ও ভাপা পিঠে পরিবেশন করা হয়। সঙ্গে পায়েসও ছিল। শীতের এই সময়ে প্রচুর বাঙালি ও অবাঙালি পর্যটক জঙ্গলে বেড়াতে আসেন। বাইরে জঙ্গল ভ্রমণের সময় বিশেষ করে বাঙালি পর্যটকরা পিঠে খাওয়ার স্বাদ থেকে বঞ্চিত হন। সেই বঞ্চনা দূর করতে পর্যটন দপ্তরের জলদাপাড়া টুরিস্ট লজ পর্যটকদের জন্য হরেক রকমের পিঠের আয়োজন করেছে। হাতির পিঠে ও জিপসিতে ঘুরে একশৃঙ্গ গণ্ডার ও অন্যান্য বন্যপ্রাণী দেখতে জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটন দপ্তরের জলদাপাড়া টুরিস্ট লজে ৩৪ টি রুমেই ঠাসা বুকিং। কোনও ঘর ফাঁকা নেই। হলং বন বাংলোতেও একই পরিস্থিতি। বেসরকারি লজ, রিসর্ট ও হোমস্টেগুলিতেও পর্যটকদের থিকথিক ভিড়। জলদাপাড়া টুরিস্ট লজের ম্যানেজার নিরঞ্জন সাহা বলেন, পৌষ পার্বণে বহু পর্যটক জঙ্গলে ঘুরতে আসার কারণে বাড়িতে বসে পিঠে খাওয়ার সুযোগ পান না। বিশেষ করে

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত নিয়ে তোলাবাজির অভিযোগ

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত নিয়ে তোলাবাজির অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত নিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে।শনিবার দুপুরে জেলা হাসপাতালের মর্গ থেকে দুই সহকারি ডোমকে বিতাড়িত করেন জেলা হাসপাতাল সুপার ডা. পরিতোষ মণ্ডল। জানা গেছে, দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে মৃতদেহ ময়নাতদন্ত করাতে এলে রোগীর পরিবারদের কাছ থেকে জোর জুলুম করে মোটা অংকের টাকা আদায় করতো সাফাই কর্মীরা। সেই অভিযোগ প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।এদিন দেহের ময়নাতদন্ত শুরুর সময় হঠাৎ জেলা হাসপাতালের মর্গে হানা দেন জেলা হাসপাতাল সুপার ডা. পরিতোষ মণ্ডল। হাতেনাতে ওই দুই সহকারি কর্মী অর্থাৎ সরকারি ডোমদের হাতনাতে মর্গের ভেতরে ধরে ফেলেন এবং তাদের হাসপাতালে থেকে বের করে দেন। পাশাপাশি মর্গের দায়িত্বে থাকা ডোম'কে হুশিয়ারীও দেন। হাসপাতাল সুপার জানান, এতদিন আমাদের কাছে এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। আজকে মৃত রোগীর আত্মীয়দের কাছ থেকে জোর জুলুম করে টাকা তোলার বিষয়টি জানতে পারি। এদিন দুপুরে মর্গে গিয়ে দুই সহকারি কর্মীকে হাসপাতাল থেকে বের করে দেয

কালচিনি থানা ময়দানে উদযাপিত হল ডুয়ার্স ডে

কালচিনি থানা ময়দানে উদযাপিত হল ডুয়ার্স ডে আলিপুরদুয়ারের কালচিনি থানা ময়দানে রবিবার উদযাপিত হল ডুয়ার্স ডে। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুয়ার্স ডে উদযাপন করা হয়। ডুয়ার্স ডে উপলক্ষে এদিন কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়।  এদিন দুপুরে কালচিনি ব্লকের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন জনজাতির মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরে উপস্থিত ছিলেন। ডুয়ার্স ডে পরিচালন কমিটির পক্ষ থেকে কৌশল গোলে জানান, ডুয়ার্সের সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরতে এই অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। তিনি বলেন, ডুয়ার্সের বিভিন্ন জনজাতির মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ডুয়ার্সের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলে তিনি আশা করেন।

আলিপুরদুয়র শহরের প্রানকেন্দ্রে অবস্থিত কালজানি নদী দূষিত হচ্ছে

আলিপুরদুয়ার:- আলিপুরদুয়র শহরের প্রানকেন্দ্রে অবস্থিত কালজানি নদী দূষিত হচ্ছে।এই দূষন প্রতিরোধে এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে এফ আই আর করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার আলিপুরদুয়ার থানায় এফ আই আর এর পর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের কালজানি নদীতে সাফাই অভিযানে নামে ওই সংস্থার কর্মীরা। কালজানি নদীতে থার্মোকল, প্লাস্টিক, কারখানার নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। এখন আলিপুরদুয়ার শহরের ডাম্পিং গ্রাউন্ডে পরিনত হয়েছে কালজানি নদী।পুরসভার অন্তর্ভুক্ত হলেও পুরসভা সেদিকে কোন উদ্যেগ আজ পর্যন্ত নেয়নি।সট পুজোর পর ঘাট গুলি কোনরকম পরিস্কার করে পুরসভা। তারপর সারা বছর শহরের নোংরা আবর্জনা গিয়ে পড়ে নদীতে। যদিও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থপ্রতিম মন্ডল জানিয়েছেন,পুরসভা থেকে তো পরিস্কার করা হয়। একটি সংস্থা সাফাই অভিযান শুরু করেছে। আমরা ও কালজানিকে দুষন মুক্ত করতে উদ্যেগী হব। এদিন ওই সংস্থার কর্মীরা কালজানি নদী থেকে থার্মোকল,প্লাস্টিক, নোংরা আবর্জনা পরিস্কার শুরু করে।আলিপুরদুয়ার নদীমাতৃক এলাকা।নদীকে বাঁচাতে তাই অভিনব উদ্যেগ নিয়েছে ওই সংস্থা। সংস্থার কর্মকর্তা রাতুল বিশ্বাস বলেন, আলিপুরদুয়ার এর কালজানি নদী ব

আলিপুরদুয়ারের কালজানি নদী দূষণ

আলিপুরদুয়ারের কালজানি নদী দূষণ স্বেচ্ছাসেবক সংস্থার এফ আই আর, সাফাই অভিযান আলিপুরদুয়ার শহরের প্রানকেন্দ্রে অবস্থিত কালজানি নদী দূষিত হচ্ছে। এই দূষণ প্রতিরোধে এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে এফ আই আর করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার আলিপুরদুয়ার থানায় এফ আই আর এর পর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের কালজানি নদীতে সাফাই অভিযানে নামে ওই সংস্থার কর্মীরা। কালজানি নদীতে থার্মোকল, প্লাস্টিক, কারখানার নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। এখন আলিপুরদুয়ার শহরের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে কালজানি নদী। পুরসভার অন্তর্ভুক্ত হলেও পুরসভা সেদিকে কোন উদ্যোগ আজ পর্যন্ত নেয়নি। ছট পুজোর পর ঘাট গুলি কোনরকম পরিস্কার করে পুরসভা। তারপর সারা বছর শহরের নোংরা আবর্জনা গিয়ে পড়ে নদীতে। যদিও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থপ্রতিম মন্ডল জানিয়েছেন, পুরসভা থেকে তো পরিস্কার করা হয়। একটি সংস্থা সাফাই অভিযান শুরু করেছে। আমরা ও কালজানিকে দূষণ মুক্ত করতে উদ্যেগী হব। এদিন ওই সংস্থার কর্মীরা কালজানি নদী থেকে থার্মোকল, প্লাস্টিক, নোংরা আবর্জনা পরিস্কার শুরু করে। আলিপুরদুয়ার নদীমাতৃক এলাকা। নদীকে বাঁচাতে তাই অভিনব উদ্যেগ ন

বিদ্যালয় এর প্রধান শিক্ষক কে প্রাণ নাসের হুমকি দিয়ে চিঠি

বিদ্যালয় এর প্রধান শিক্ষক কে প্রাণ নাসের হুমকি দিয়ে চিঠি ভাটিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণ নাসের হুমকি দিয়ে চিঠি। নাইট ভ্যাম্পায়ারের নাম করে বিদ্যালয়ের অফিসের গেটে তালা লাগিয়ে, সেখানে চিঠি রেখে যায় নাইট ভ্যাম্পায়ারের দল। তদন্তে ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। জানাগেছে এদিন সকাল নাগাদ বিদ্যালয় খুলতে এসে বিদ্যালয়ের অফিসে অতিরিক্ত তালা ও একটি হাঁসির এমোজি দেয়া চিঠি দেখতে পায় বিদ্যালয়ের শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। এরপরেই ভাটিবাড়ী পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়। খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছায় পুলিশ কর্মীরা। পুলিশের উপস্থিতিতেই খাম খুললে হুমকি দেওয়া চিঠি দেখতে পান বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতে বিদ্যালয়ের নানান উন্নয়নমূলক দাবি লেখা রয়েছে ওই চিঠিতে। সেই চিঠিতেই, দাবি পূরণ না হলে নির্দিষ্ট ১৩ ই জানুয়ারি তারিখ দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে খুন করার হুমকি দিয়েছে ভ্যাম্পায়ারের দল। এরপরে পুলিশের উপস্থিতিতে তালা কেটে অফিস খুলে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। ঘটনায় শামুকতলা থানার অধীন ভাটি বাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ে

ফের ডুয়ার্সের হাতির হানা

  ফের ডুয়ার্সের হাতির হানা। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল একটি পরিবার। আলিপুরদুয়ার জেলার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি গ্রামে সোমবার ভোর রাতে একটি হাতির ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার ভূক্ষণ ওরাও এর বাড়িতে হানা দেয় ওই হাতিটি। ঘরের দেওয়াল ভেঙ্গে ঘরের ভিতরে থাকা একটি বাইক ও একটি স্কুটি ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি ঘরে মজুত রাখা ধান সবার করে। এদিকে ভোর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালায় ওই বুনো হাতিটি। প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় সে। এই ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

আলিপুরদুয়ারে বাইসনের হানা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক বাইক আরোহী

  বাইসনের হানা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক বাইক আরোহী আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় বাইসনের হানায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে রবিবার। স্থানীয় বাসিন্দা সঞ্জীব কার্জী বাইক নিয়ে ঘর থেকে বের হচ্ছিলেন। এমন সময় একটি বাইসন এসে তার বাইকের উপর আক্রমণ চালায়। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সঞ্জীব কার্জী রাস্তায় ছিটকে পড়েন। বাইসনটি তার উপর আরও আক্রমণ করতে উদ্যত হলে তিনি প্রাণভয়ে দৌড়ে পালিয়ে যান। এতে তিনি আহত হননি, তবে তার বাইকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, সম্প্রতি এই এলাকায় বাইসনের হানা বেড়ে গেছে। বাইসনরা এলাকার ফসল নষ্ট করছে, গৃহপালিত পশুর উপর আক্রমণ করছে। এমনকি দিনের আলোতেও লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা প্রশাসনের কাছে বাইসনদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ফের লেপার্ড আতঙ্ক আলিপুরদুয়ার শহরে

  পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিউটাউন দূর্গাবাড়ি এলাকায় লেপার্ডের উপস্থিতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকাল গভীর রাতে এলাকার বাসিন্দারা লেপার্ডের উপস্থিতি অনুভব করেন। এদিন সকালে ঘুম থেকে উঠে এলাকায় বেশ কয়েকটি পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা তদন্ত শুরু করেন। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ পরীক্ষা করে নিশ্চিত হন যে এটি লেপার্ডের পায়ের ছাপ। তারা এলাকায় টহল দিয়ে লেপার্ডকে খুঁজে বের করার চেষ্টা চালান। তবে এখনও পর্যন্ত লেপার্ডের কোনও হদিস পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৫ সালের ২ শরা জানুয়ারি আলিপুরদুয়ার শহরের রবীন্দ্র শিশু উদ্যান থেকে একটি লেপার্ড উদ্ধার করে বনদপ্তর। সেই সময় দীর্ঘ প্রায় সাত দিনেরও বেশি সময় ধরে ওই লেপার্ডটি শিশু উদ্যানের নিচের নালায় আস্তানা গারে। স্থানীয়দের অভিযোগ পেয়ে ওই শিশু উদ্যানে খাঁচা পাতলে, লেপার্ডটি খাঁচা বন্দি হয়। সেই পুরনো স্মৃতির কথা ভেবে ফের লেপার্ডের আতঙ্ক তৈরি হয়েছে আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায়। স্থানীয়দের অভিযোগে রাতে এলাকায় টহলদারি চালাবে বন কর্মীরা।