সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্ব সর্প সচেতনতা দিবস পালন আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হলো বিশ্ব সর্প সচেতনতা দিবস। সাপ কামড়ালে ওঝা নয় হাসপাতাল, এই স্লোগানকে সামনে রেখে একটি স্বেচ্ছাসেবী সংস্থা  আলিপুরদুয়ার নিউ টাউন  গার্লস High  স্কুলে  পালন করলেন বিশ্ব সর্প সচেতনতা দিবস। এদিন সংস্থার মুখপাত্র কৌশিক দে বলেন সামনেই বর্ষাকাল, আর এই বর্ষাকালে সাপ কামরের প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু কিছু মানুষ অজান্তেই ওঝার  কাছে গিয়ে নিজের মূল্যবান সময় কে নষ্ট করে , অবশেষে ঘটে মৃত্যু। সময় মত হাসপাতালে নিয়ে গেলে যাকে বাঁচানো যেত সেই সুযোগ টাকেও তারা হারিয়ে ফেলে। আজ16 ই জুলাই বিশ্ব সর্প সচেতনতা দিবস এই দিনটি থেকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন জায়গার সাধারণ মানুষকে সচেতন করতে  সর্প সচেতনতা শিবির। তিনি আরো বলেন সাপ প্রকৃতির বন্ধু, তাই সাপ কে হত্যা করবেন না তাকে বাঁচতে দিন। প্রকৃতিতে সাপের অবদান অসীম। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় রায়, সন্তু দে, ইতি সরকার, নন্দদুলাল সরকার সহ অন্যান্যরা ।

পার্থ কাণ্ডে চোর ধরো ,জেল ভরো স্লোগান কে সামনে রেখে কংগ্রেসের পথ অবরোধ।

পার্থ কাণ্ডে চোর ধরো ,জেল ভরো স্লোগান কে সামনে রেখে কংগ্রেসের পথ অবরোধ: অলিপুরদুয়ার:প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থর গ্রেফতার নিয়ে রাজ্যে বিরোধীদের আন্দোলন ক্রমশই চওড়া হচ্ছে। প্রধান বিরোধী দল বিজেপির পাশাপাশি কংগ্রেস,বাম সকলেই পথে নেমে আন্দোলন করছে। সোমবার দুপুরে অলিপুরদুয়ার চৌপথি তে চোর ধরো জেল ভরো এই স্লোগান কে সামনে রেখে পথ অবরোধ করে কংগ্রেস।চড়া রোদের মধ্যে এক ঘন্টা চলে এই পথ অবরোধ । সেখানে জেলার তৃণমূল নেতাদের দুর্নীতির কথা তুলে ধরে কংগ্রেস।এক ঘন্টা অবরোধ চলার পর মানুষের অসুবিধার কথা চিন্তা করে অবরোধ তুলে নেয় তারা।

ভাটিখানা বন্ধের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

ভাটিখানা বন্ধের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের:- আলিপুরদুয়ার:- শনিবার রাতে আলিপুরদুয়ারের নর্থ পয়েন্টে মদ্যপ বাইক চালকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই এলাকার ভাটিখানা বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ।তাদের দাবি শহরের বিভিন্ন এলাকা থেকে ছেলে এবং কিছু মেয়ে এখানে এসে রাস্তায় অবাধে প্রকাশ্যে মদ্যপান করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। রাস্তা দিয়ে কেউ গেলে তাকে কটুক্তিও করে, যার ফলে এলাকার মহিলারা সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না।টিউশনি পরে ওই এলাকা দিয়ে মেয়েরা বাড়ি ফিরতে ভয় পায়। মদ্যপদের বাইকের ধাক্কায় মাঝে মধ্যেই আহত হয় স্থানীয়রা।। তাই স্থানীয়রা পথে নামে ।স্থানীয়দের বক্তব্য এই বিষয় নিয়ে একাধিকবার মদের দোকানের মালিক কে জানালেও তারা বিষয়টি পাত্তা দেয় নি। তাই এদিন তারা মদের ভাটি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান এবং দোকান বন্ধও করে দেন। আর যদি দোকান খুলে মদ বিক্রির চেষ্টা করা হয় তাহলে দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে বলে জানান তারা।স্থানীয়দের বক্তব্য ,কি করে এই রকম পাড়ার ভেতরে ভাটিখানা চলতে পারে।এলাকার পরিবেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে

বাচ্চাদের নিয়ে প্লাস্টিক দিবস পালন করলো আলিপুরদুয়ার জংশনের এক স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার আলিপুরদুয়ার পথের সাথী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , আলিপুরদুয়ার জংশন DRM চৌপথীতে সচেতনতামূলক প্রচার শিশুদের নিয়ে ও আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতিকে প্লাস্টিক বর্জনের জন্য ডেপুটেশন প্রদান বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবসে না বলুন প্লাস্টিককে সামনে ভয়ঙ্কর বিপদ❌                                        বর্তমানে প্লাস্টিক পরিবেশের অন্যতম শত্রু। প্লাস্টিক সারা বিশ্বকে রীতিমত ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। প্লাস্টিক ব্যবহারের সাথে মানুষ এতটাই জড়িয়ে রয়েছে, যার কারণে মাছ বাজারে কিংবা সবজি বাজারে অনেকে প্লাস্টিকের বিকল্প কিছু ভাবতেই পারেন না । অথচ একটু ভাবলে এর বহু বিকল্প রয়েছে। প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব এবং তার থেকে পৃথিবীকে বাঁচাতে বিশ্ববাসীকে সচেতন করার উদ্দেশ্যে           বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৫ ট্রিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়। একটি সমীক্ষা অনুযায়ী, একজন ব্যক্তি প্রতিবছর গড়ে প্রায় ৭০০টিরও বেশি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেন। বারংবার নানান ধরনের আন্তর্জাতিক আলোচনায় বিশ্বব্যাপী প্লাস্টিক নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠেছে। বিশ্বজুড়