সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আলিপুরদুয়ারের জয়ন্তী নদীতে হারপা বানে ভেসে মৃত্যু এস এস বি জওয়ানের।

আলিপুরদুয়ারের জয়ন্তী নদীতে হারপা বানে ভেসে মৃত্যু এস এস বি জওয়ানের: আলিপুরদুয়ারঃ খরস্রোতা  জয়ন্তী নদী পার হতে গিয়ে হরপা বানে ভেসে গেলেন এক এসএসবি জওয়ান। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার  জয়ন্তী এলাকার। এরপর জওয়ানকে উদ্ধার করে  লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত জওয়ানের নাম বিজেন্দ্রর সিং, তিনি এসএসবি ৩৪ ব্যাটালিয়নে কনস্টেবল পদে ভুটিয়াবস্তিতে কর্মরত ছিলেন। বিজেন্দ্রর উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্র খবর, 'এদিন বিকেলে এসএসবি কনস্টেবল বিজেন্দ্রর সিং ও তার দুই সঙ্গী কিছু সামগ্রী আনতে ভুটিয়াবস্তি থেকে জয়ন্তী নদী পার করে জয়ন্তীর দিকে যাচ্ছিলেন, সেই সময়ই নদীতে হরপা বানের প্রবল স্রোতে তিনজন জওয়ানই ভেসে যান। তাদের ভেসে যেতে বাকি জওয়ানরা তৎক্ষণাৎ তাদের উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন তবে, শুধুমাত্র দুজন জওয়ানকেই উদ্ধার করতে পারে সঙ্গী জওয়ানরা। ভেসে যান এসএসবি কনস্টেবল বিজেন্দ্রর সিং। এরপর ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে তাকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'

আন্তর্জাতিক বিনোদন চ্যানেলের অ্যাপ হ্যাক করে বেআইনি ব্যাবসা , গ্রেফতার যুবক।

আন্তর্জাতিক বিনোদন চ্যানেলের অ্যাপ হ্যাক করে বেআইনি ব্যাবসা , গ্রেফতার যুবক:-  আলিপুরদুয়ার: ইদানিং ott প্লাটফর্মের জনপ্রিয়তা যথেষ্ট তুঙ্গে । যার মধ্যে দিয়ে বিভিন্ন বিনোদন কোম্পানী গুলো বেশ ভালো টাকা দর্শকদের কাছ থেকে ঘরে  তুলছে প্রতিনিয়ত।এর জন্য অবশ্য একটা বিপুল পরিমাণ অর্থ লগ্নিও করতে হচ্ছে তাদের ।এবার  বে আইনি ভাবে ,একেবারে  বিনা  পুঁজিতে সেই ব্যাবসা  ফেঁদে উপার্জন শুরু করেছিল আলিপুরদুয়ার জেলার বারবিশার এক যুবক। বর্তমানে সাইবার জালিয়াতির কথা নতুন কিছু নয়। কিন্তু শহর ছাড়িয়ে এবার সাইবার জালিয়াতির জাল যেভাবে গাঁয়ে গঞ্জে ছড়িয়ে পড়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে জনমানসে।একটি আন্তর্জাতিক বিনোদন চ্যানেলের অ্যাপ হ্যাক করার অপরাধে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানার বারোবিশা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্ত ওই যুবকের নাম সুদীপ সুত্রধর।ওই হ্যাকার যুবক  নিজের কেরামতিতেই তৈরি করে ফেলেছিল একটি আস্ত অ্যাপ।এবং যা মাত্র পঁচিশ টাকার বিনিময়ে বিক্রি করছিল  মানুষকে ।বিনোদন কোম্পানি সূত্রে খবর,ইতিমধ্যে  সে প্রায় হাজারের ওপরে গ্রাহকও তৈরি করে ফেলেছে। ।তদন্তে নেমে পুলিশ আরও জা

গোবর জল ও গঙ্গা জল ছিটিয়ে শুভেন্দুর সভা মঞ্চ ও রাস্তা শুদ্ধ করলেন যুব তৃণামূলের কর্মীরা

গোবর জল ও গঙ্গা জল ছিটিয়ে শুভেন্দুর সভা মঞ্চ ও রাস্তা শুদ্ধ করলেন যুব তৃণামূলের কর্মীরা: আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় সোমবার বিকেলে যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেছেন , এবং যে রাস্তা দিয়ে তিনি গেছেন সোমবার রাতেই সেই পুরো এলাকা গোবর জল ও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করলেন ফালাকাটার যুব তৃণমূল কর্মীরা।

বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের।

মর্মান্তিক  বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের:- আলিপুরদুয়ার: রবিবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে কালচিনি ব্লকের  পূর্ব সাতালির বাসিন্দা ৩১ বছরের অভিষেক মণ্ডল ,নিজের ব্যাক্তিগত কাজ সেরে মাদারিহাট থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। তোর্সা নদীর ব্রিজের কাছে হাসিমারা তে সেই সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । খবর পেয়ে হাসিমারা পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে । সোমবার সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে।

হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের।

হাতির হানায় বৃদ্ধের মৃত্যু।  আলিপুরদুয়ার: এক সপ্তাহের মধ্যেই ফের হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানে।মৃত ব্যক্তির নাম কিরণ সুব্বা(৬০)। তার পরিবার সূত্রে জানা গেছে , শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ৪ টার দিকে কিরণ সুব্বা বাড়ির বাইরে এলে, সে সময় এলাকায় ঘুরতে থাকা এক বুনো হাতি তার ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।' খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানার পুলিশ।প্রসঙ্গত উল্লেখ, গত মঙ্গলবার এই জেলারই কুমারগ্রাম ব্লকের মারাখাতাতেও হাতির হানায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই অবস্থায় পুরো জেলা জুড়ে হাতির আতংক বিরাজ করছে।

লেপার্ডের আক্রমণে জখম দশ জন।

আলিপুরদুয়ারঃ ৪৮ ঘণ্টা পর আলিপুরদুয়ার জেলার শিলবাড়িহাট ঘাটপাড় এলাকা থেকে লেপার্ডকে খাঁচাবন্দী করতে সক্ষম হল বনদপ্তর। গত রবিবার আলিপুরদুয়ার জেলার শিলবাড়িহাট ঘাটপাড় এলাকায় লোকালয়ে প্রবেশ করে লেপার্ড। লোকালয়ে প্রবেশ করে লেপার্ড গ্ৰামে বাসিন্দা দের উপর আক্রমণ চালায় । লেপার্ডের আক্রমণে জখম হয় মোট দশ জন। বনদপ্তর থেকে শত চেষ্টার পর ও লেপার্ডটিকে রবিবার খাঁচাবন্দী করা সম্ভব হয়নি। গতকাল ও ঘাটপাড় এলাকায় বনদপ্তরের জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে খাঁচা বসানো হয় এবং জাল বিছানো হয় । লেপার্ডকে খাঁচাবন্দী করার জন‍্য চেষ্টা চালানো হয় । কিন্ত লেপার্ডের দেখা মিলেনি।  মঙ্গলবার দুফুরে ঘাটপাড় এলাকায় একটি সুপারি গাছে উপরে লেপার্ডটিকে দেখতে পায় গ্ৰামবাসীরা । পরবর্তীতে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে লেপার্ডটিকে কাবু করে খাঁচাবন্দী করতে সক্ষম হয় । প্রায় ৪৮ ঘণ্টা পর লেপার্ডটিকে খাঁচাবন্দী করতে পেরে স্বঃস্তির নিঃশ্বাস ফেলেছে গ্ৰামবাসী থেকে শুরু করে বনদপ্তরের কর্তারা।

প্রকাশ‍্য দিবালকে খুন এক ব্যবসায়ীকে।

আলিপুরদুয়ারঃ  প্রকাশ‍্য দিবালকে ব‍্যবসায়ী খুনের ঘটনায় যুক্ত দোষীকে গ্ৰেপ্তার করল পুলিশ । টাকার জন্যই খুন করা হয়েছে কালচিনির ব্লকের হ্যামিল্টনগঞ্জের ব্যবসায়ী দিলীপ পালকে', শুক্রবার কালচিনি থানায় সাংবাদিক বৈঠকে একথা জানান জয়গাঁ অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 'গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের মধ্যে মূল অভিযুক্ত ভরত ছেত্রী (৩৭) এর সাথে দিলীপ পালের বহু বছরের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ভরত দিলীপ পালের থেকেই সিমেন্টের ইটের ব্যবসা করে এবং তার জন্য যাবতীয় বালু-পাথর সে দিলীপের থেকেই ক্রয় করতো। এর মধ্যে দিলীপ পালের ভরত ছেত্রীর কাছে বিশাল অংকের টাকা পাওনা রয়ে গিয়েছিল। সেই টাকার জন্যই ভরত, দিলীপ পালকে খুন করার ছক কোষে।' তিনি জানান, 'তার এই ছকে সে কুশাল ছেত্রী বলে এক ব্যক্তিকেও শামিল করে।ভরত কুশালকে বলে দিলীপ পাল এলাকায় আসলে তাকে কোন মতে কথায় উলঝে রাখতে হবে,এরজন্য ভরত কুশালকে ৩০ হাজার টাকা দেওয়ার লোভও দেখায়। টাকার লোভে সেই পরিকল্পনা মারফতই ১ মে দিলীপ পাল রায়মাটাং বাগান দিয়ে যেতে থাকলে কুশাল দিলীপকে দার করিয়ে তামাক জাত দ্রব্য দেয় এবং তাকে নিজের কথায় উলঝে র

শৌচালয় করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেলো এক ব‍্যাক্তি।

আলিপুরদুয়ার:- তোর্ষা নদীতে শৌচালয় করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেলো এক ব‍্যাক্তি ঘটনাটি ঘটেছে জয়ঁগা ছোটো মেচিয়াবস্তি এলাকায় । বুধবার সকালে জয়ঁগা ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা হাফিজুল আলি তোর্ষা নদীর ধারে শৌচালয় করতে গেলে নদীর স্রোতে ভেসে যায় এই ঘটনায় এলাকায় তীব্র চ‍্যাঞ্চল‍্য ছড়ায় এই বিষয়ে উল্লেখ্য কয়েকমাস পূর্বে ঠিক এই জায়গায় দুটি শিশু তোর্ষা নদীর ধারে শৌচালয় করতে এসে জলের স্রোতে ভেসে যায় এলাকার বাসিন্দারা জানান এই এলাকায় অধিকাংশ মানুষের ঘরে শৌচালয় নেই যার দরুন অধিকাংশ মানুষ শৌচালয় করতে তোর্ষা নদীর ধারে যায় ।

অগ্নিপথ যোজনার এর মাধ্যমে ভারতীয় সেনায় চাকরির সুযোগ।

ভারতীয় সেনাবাহিনীতে চাকরির করার স্বপ্ন হবে পুরা। যারা সেনাবাহিনীতে কাজ করতে চান তাদের জন্য সুখবর। এবার দশমশ্রেণী  পাশেই ভারতীয় সামরিক বাহিনীতে চাকরির সুযোগ। ভারত সরকারের অগ্নিপথ যোজনা অনুযায়ী তিন বাহিনীতে  শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক ক্ষমতাতার ভিত্তিতেই চার বছর ও তারও বেশি দিনের জন্য নিয়োগ করা হবে 'অগ্নিবীর'-দের। কারা 'অগ্নিবীর' হতে পারবেন? ভারতীয় মহিলা এবং পুরুষ। শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে: দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ছাত্র-ছাত্রী, বা দশম দ্বাদশ সমতুল্য ছাত্র-ছাত্রীরা বয়স: ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে। চাকরির সময়সীমা?  চার বছর।যে 'অগ্নিবীর'-দের নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে সর্বাধিক ২৫ শতাংশ প্রার্থী পরবর্তীতে বাহিনীতে থাকবেন।   মাসিক বেতন কত হতে পারে? বছরভিত্তিক বেতন হবে ১) প্রথম বছর: মাসিক বেতন ৩০,০০০ টাকা। হাতে পাবেন ২১,০০০ টাকা। ৩০ শতাংশ অর্থ (৯,০০০ টাকা) সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ৯,০০০ টাকা দেবে ভারত সরকার। ২) দ্বিতীয় বছর: মাসিক বেতন ৩৩,০০০ টাকা। হাতে পাবেন ২৩,১০০ টাকা। ৯,৯

আলিপুরদুয়ার শহরে গুলি বিদ্ধ হলেন এক যুবক।

আলিপুরদুয়ার- আলিপুরদুয়ার শহরের উপর গুলি বিদ্ধ হলেন এক যুবক ৷ শহরের দ্বীপচড় এলাকায় গুলিবিদ্ধ হয় স্হানীয় যুবক কাজল দত্ত ৷ সুভাষপল্লির বাসিন্দা কুন্তল ও রাজদ্বীপ নামে দুই যুবক কাজলকে মেরেছে বলে দাবি করছেন কাজলের মা লক্ষ্মী দত্ত ৷ পর পর দুটি গুলি করেছে দুষ্কৃতিরা ৷ পুরাতন ঝামেলা নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলে জানা য়ায৷ 

৬৫ বছর বয়সের এক বৃদ্ধকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিলো আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ।

৬৫ বছর বয়সের এক বৃদ্ধকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিলো আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ দুই নং অঞ্চলের অন্তর্গত উত্তর জিতপুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা বুধনা হেমব্রম বয়স ৬৫ বছর অবসাদ গ্রস্থ হয়ে আলিপুরদুয়ার জংশন নর্থ পয়েন্ট এলাকায় রেললাইনের ধারে সুইসাইড করার উদ্দেশ্যে যায়। সেখানে ওই এলাকার স্থানীয় লোকদের সন্দেহ হওয়ায় তারা আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি উত্তর জিতপুর ডাঙ্গাপাড়া এলাকায়।পরবর্তীতে সেখান থেকে তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গিয়ে তার ছেলে সোম হেমব্রম এবং মেয়ে মালতি মারান্ডির হাতে তুলে দেয়। পুলিশের এই কাজকে সাধুবাদ জানালেন বুধনা  হেমব্রম এর পরিবারের লোকেরা।

ব্যান্ডপার্টি বাজিয়ে মৃতদেহের শ্মশান যাত্রা।

ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে স্বর্গের পথে নিয়ে যাচ্ছে 104 এর বৃদ্ধকে । এমনি দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি রাজগঞ্জে। জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি অঞ্চলের দুর্বাগছ এলাকার বাসিন্দা ছিলেন মালতি সরকার। শ্মশান যাত্রীদের মধ্যে কেউ কেউ বলেন 104 বছর তার বয়স 112 কেউ আবার বলেন বয়স ছিল 113 বছর। তবে সেঞ্চুরি তো পার করেছেন। আত্মীয় পরিজন পাড়া-প্রতিবেশী নিয়ে এতদিন সুস্থ সবল ভাবেই সংসার করেছেন। রবিবার বিকেলে তার মৃত্যু হয়।  তার মৃতদেহ নিয়ে স্থানীয় শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়ার সময় লক্ষ করা যায় কির্তনের বদলে সেখানে ডি জে এবং ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে নাচ গান করতে করতে চোখের জলে নয় হাসিমুখেই সে যাত্রায় সামিল হন বহু মানুষ। এমন অভিনব শ্মশান যাত্রা দেখতে গ্রামের বাসিন্দারা ভিড় জমান।  জানা গেছে পরিবারের সম্মতি এবং বৃদ্ধার শেষ ইচ্ছে অনুযায়ী এই ব্যাবস্থার আয়োজন করা হয়েছিল। এমন অভিনব ব্যাপার চাক্ষুষ করতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ।  নাতি পিন্টু সরকার ও ভোলা সরকার বলেন উনার শেষ ইচ্ছা ছিল তার শ্মশান যাত্রায় কেউ যেনো মন খারাপ না করে। তাই এই আয়োজন করা হয়েছে।

কলেজে তালিবানি শাসন চালাচ্ছে অভিযোগ উঠল কলেজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

জলপাইগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষ স্বৈরাচারী ও তালিবানি শাসন ব‍্যবস্থা চালাচ্ছেন বলে অভিযোগ তুলে আন্দোলন শুরু করলেন কলেজের অধ‍্যাপক ও শিক্ষা কর্মীরা।  অভিযোগ,  কলেজের ইতিহাসের শিক্ষিকা জানান যে তাদের সাথে প্রধান অধ্যাপক খুব বাজে ভাবে কথা বলেন যদি তারা শিক্ষিকা না হতেন কলেজ তাহলে তাদের কোন এক জায়গায় বারে ডান্স করতে হতো। তিনি আরো বলেন আমাদের জন্য কোন পড়ুয়াদের সমস্যা হবে না আমাদের মতো আমরা প্রতিবাদ করতে থাকবো অবিলম্বে প্রধান শিক্ষককে পদত্যাগ করার দাবিতে। এই পরিপেক্ষিতে সেই কলেজের প্রধান অধ্যাপক জানান যদি আমার বিষয়ে কোনো নথি দেখাতে পারে তাহলে আমি তৎক্ষণাৎ কলেজ ছেড়ে দেব। 

দুর্গম পর্বত শৃঙ্গ লেডি অফ কেলং অভিযানের প্রস্তুতি নেচার এন্ড ট্রেকাস ক্লাব অফ জলপাইগুড়ি।

  দুর্গম পর্বত শৃঙ্গ লেডি অফ কেলং অভিযানের প্রস্তুতি শুরু, আগামী ১১ই জুলাই করা হবে ফ্ল্যাগঅফ। এবার হিমাচল প্রদেশের এক দুর্গম শৃঙ্গ, যেখানে এখন পর্যন্ত শুধুমাত্র দুটি অভিযান সংঘটিত হয়েছে। শৃঙ্গের নাম লেডি অফ কেলং যা লাহুল স্পিতি অঞ্চলে অবস্থিত। ২০০৫০ ফুট উচ্চতা বিশিষ্ট এই শৃঙ্গের পথ খুবই দুর্গম। পথের দুর্গমতার জন্য মুল শিবিরে পৌঁছাবে না কোন মালবাহক ঘোড়া বা খচ্চর, ফলস্বরূপ দলের সদস্যদেরই অভিযানের সমস্ত জিনিসপত্র পিঠে করে নিয়ে যেতে হবে।  নেচার এন্ড ট্রেকাস  ক্লাব অফ জলপাইগুড়ি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের অভিযানে ক্লাবের অভিজ্ঞ পর্বতারোহীরা ছারাও উত্তরবঙ্গের অন্যান্য প্রান্ত থেকে তিন জন প্রতিভাবান পর্বতারোহীকে দলে সুযোগ দেওয়া হয়েছে। ভারতীয় পর্বতারোহণ সংগঠন অনুমদিত দুর্গম এই অভিযানের জন্য দশ জনের এক অভিজ্ঞ দল নির্বাচিত করা হয়েছে। নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। অন্যান্য সদস্যরা হলেন – দীপঙ্কর সেন, জয়ন্ত সরকার, মুজিবর শেক, সুজয় বনিক, আমিত দাস, জনক কোচ, পাশাং দোরজি শেরপা, আবির চৌধুরী এবং সঞ্জিত ছেত্রি।  আগামী ১১ই জুলাই দেশের জাতীয় পতাকা এবং ক্ল

জাতীয় সড়ক পার হতে দেখা গেল একটি দাঁতাল বুনো হাতিকে।

আলিপুরদুয়ারঃ   শনিবার বিকেলে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট খয়েরবাড়ি এলাকায় জাতীয় সড়ক পার হতে দেখা গেল একটি দাঁতাল বুনো হাতি।   জাতীয় সড়ক পার হয়ে পরবর্তীতে হাতিটি গ্ৰামের দিকে প্রবেশ করে বলে জানা যায়। 

দুঃস্থ পরিবারের কন‍্যা বর্ষা এবছর রাজ‍্যে ষষ্ঠ।

দুঃস্থ পরিবারের কন‍্যা বর্ষা এবছর রাজ‍্যে ষষ্ঠ আলিপুরদুয়ারঃ  আলিপুরদুয়ার জেলার ১নং ব্লকের প্রত্যন্ত বনবস্তি কলাবাড়ি এলাকার বাসিন্দা মতিয়ার রহমান এর কন্যা বর্ষা পারভীন এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে তার প্রাপ্ত নম্বর ৪৯৩। জানা যায় বাবা মতিয়ার রহমান ভিন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছে বর্ষা। এদিন উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হওয়ার পর মে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করায় খুবই আনন্দিত প্রকাশ করে তার বাবা মতিয়ার রহমান।কলা বিভাগের ওই ছাত্রী ভবিষ্যতে ডাব্লিউ বি সি এস পরীক্ষায় বসে সফল হতে চায়।শারীরিক ভাবে দুর্বল হওয়ার কারনে মাঝেমধ্যেই চোদ্দো কিলোমিটার সাইকেল চালিয়ে দুর্বল হয়ে পড়ত।তবুও লড়াই ছাড়েনি বর্ষা।দর্মার বেড়া ও টিনের চালের ঘরে বন্য জন্তুদের আক্রমণ যেন রোজ নামচা বর্ষার গ্রামের।জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে হামেশাই হাতি-গন্ডার-বাইসন বেরিয়ে আসে ওই গ্রামে।ফলে এক দিকে আর্থিক অনটন অন্যদিকে বন্যপ্রাণের সঙ্গে লড়াই চালিয়ে এই ছোট্টো মেয়ে সফল হওয়ায় উৎসবমুখর হয়ে উঠেছে গোটা গ্রাম।খ

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল এক সদ্যজাত বাচ্চার।

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল এক সদ্যজাত বাচ্চার। হিটারে পুড়ে শিশু মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।  নার্সিংহোমের গাফিলতিতেই শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গত বুধবার ময়নাগুড়ি চুড়া ভান্ডারের বাসিন্দা সুজিত মন্ডল তার গর্ভবতী স্ত্রীকে জলপাইগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করেন। ওই দিন তাদের পুত্র সন্তানের জন্ম হয়। অভিযোগ জন্মের পর হিটারে রাখা ছিল শিশু। আর সেখানেই পুড়ে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখ খোলেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে নার্সিংহোমে ম্যানেজার দেবপ্রিয়া দত্ত জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হাসিমারায় মূখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি।

আলিপুরদুয়ারঃ বুধবার হাসিমারা সুভাষিনি চা বাগান শ্রমিকদের বেতন বৃদ্ধি হবে কালচিনি সুভাষিনি চা বাগান ময়দানে আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে জানান মূখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি। এদিন আনুমানিক সাড়ে বারোটা নাগাদ সুভাষিনি চা বাগানে গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিতে আসেন মূখ্যমন্ত্রী। গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে মূখ্যমন্ত্রী আদিবাসী নৃত‍্যশিল্পীদের সাথে আদিবাসী নৃত্য করেন । এবং পরবর্তীতে আদিবাসী নবদম্পতির সাথে দেখা করেন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন।  এদিন মূখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় সরকার রেশনে গম দেওয়া বন্ধ করে দিয়েছে, গ‍্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, একশ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এদিন তিনি আরো বলেন চা শ্রমিকদের মজুরি আরো বৃদ্ধি হবে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক দোকান।

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত ভারত-ভুটান সীমান্তবর্তী জয়গাঁ ভক্ত চৌপথি এলাকার একটি দোকান।জানা যায়,বৃহস্পতিবার সকালে ভক্ত চৌপথির রাকেশ শা-র পান দোকানে হঠাৎ আগুন লেগে যায়।আগুনের ধোঁয়া দেখে ভক্ত চৌপথি এলাকার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভাতে শুরু করে।জয়গাঁ দমকল কেন্দ্রে খবর দিলে ঘটনাস্থলে এক ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন আসে বলে অভিযোগ স্থানীয়দের বাসিন্দাদের।দমকলকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা। দোকানের মালিক রাকেশ শা জানান স্ত্রী তেলেভাজা বানানোর সময় গ্যাস ওভেনে আগুন লেগে যায়।দোকান ছেড়ে তারা বাইরে চলে আসে।এরপর স্থানীয়রা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে করার চেষ্টা করে।প্রায় পঞ্চাশ হাজার টাকার জিনিস ক্ষতি হয় বলে জানা যায।

সংকোশ নদীতে ধরা পড়ল ৮৫ কেজি ওজনের বাঘা আইড় মাছ।

আসাম সীমানার সংকোশ নদীতে ধরা পড়ল ৮৫ কেজি ওজনের বাঘা আইড় মাছ   আলিপুরদুয়ার: জামাই ষষ্ঠীর আগের দিন ,সংকোশ নদীতে মাছ মারতে গিয়ে জেলে দের হাতে ধরা পরল,৮৫কেজি ওজনের বাঘা আইড় মাছ। বিরাট আকার মাছ দেখতে নদীর তীরে ভিড় জমান উৎসুক জনতা। শনিবার বিকালে শংকোষ নদীর ঘোলা জলে, ধরা পড়ে এই মাছ। জানাযায়, বেশ কয়েকদিন ধরেই ৪২ কেজি, ৩২ কেজি, ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছিল সংকোশ নদীর ঘোলা জলে। শনিবার মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে আবু বক্কর সিদ্দিকীর জালে আচমকাই এক বিরাট আকার বাঘা আইড় মাছ ধরা পড়ে নদীতে। ঘটনা চাউর হতেই মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা। পরবর্তীতে, ধুবরী জেলার এক মাছ বিক্রেতা খবর পেয়ে এসে নদী থেকেই ৪৮ হাজার টাকা দিয়ে গোটা মাছটিই কিনে নেন।আগামীকাল জামাই ষষ্ঠী উপলক্ষে অসমের ধুবরী জেলার মাছ বাজারে সেই বিশাল আকার মাছ টি বিক্রি হবে বলে জানা যায়।