সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হাট বাজারের মধ্যে কোরনা পরীক্ষা

আলিপুরদুয়ারঃ মাস্ক না পড়লেই করতে কোভিড টেস্ট । রবিবার এই দৃশ্য উঠে এল আলিপুরদুয়ার জেলার হ‍্যামিলণ্টগঞ্জ সাপ্তাহিক হাটে । চা বলয়ে কোভিড গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় চা বলয়ে বিভিন্ন জনবহুল এলাকা ও চা বলয়ের হাটে বাজারে গিয়ে কোভিড টেস্ট শুরু করেছে কালচিনি ব্লক প্রশাসন। আলিপুরদুয়ার জেলার মধ‍্যে অন‍্যতম প্রাচীন ও বৃহৎ সাপ্তাহিক হাট হ‍্যামিলণ্টগঞ্জ সাপ্তাহিক হাটে রবিবার কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা এবং স্ব‍্যাস্থকর্মীরা পৌছে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের কোভিড টেস্ট করা শুরু করে। এছাড়া যারা মাস্ক ব‍্যবহার করছেননা তাদের প্রত‍্যেককে কোভিড পরীক্ষা করা হয়।  কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান কালচিনি ব্লক চা বলয় বহুল এলাকা কালচিনি ব্লকে 21 টি চা বাগান রয়েছে আর এই চা বলয়ে গোষ্ঠী সংক্রমণ যাহাতে শুরু না হয় এজন‍্য চা বলয়ের হাটে বাজারে গিয়ে আমরা কোভিড পরীক্ষা করছি ।  রবিবার সকাল থেকে 48 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে যদিও কারো পজিটিভ রিপোর্ট আসেনি ।

আধুনিক LHB কোচ টেকনোলজিতে সিকিম মহানন্দা এক্সপ্রেস

আলিপুরদুয়ার: যাত্রীর নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা সুনিশ্চিত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন  পুরোনো icf কোচ বদলে  আধুনিক lhb কোচ দিয়ে সিকিম মহানন্দা এক্সপ্রেস যাত্রার শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন থেকে। বৃহস্পতিবার আধুনিক এলএইচবি কোচ নিয়ে প্রতিদিনের মতো  সিকিম মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে  দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় । উত্তরবঙ্গ সহ সিকিমের বহু যাত্রী এই ট্রেনটির ওপর নির্ভরশীল । সম্প্রতি ময়নাগুড়িতে ঘটা ভয়াবহ রেল দুর্ঘটনার কথা মাথায় রেখে দ্রুত icf কোচ এর বদলে  আধুনিক lhb কোচ দিয়ে গাড়ি  চালানো হবে বলে এমনটা সিদ্ধান্ত নেন রেল কর্তৃপক্ষ। এই আধুনিক lhb কোচে ট্রেন দুর্ঘটনার শিকার হলেও যাত্রীদের ক্ষয়ক্ষতি কম হবে বলে জানালেন কেন্দীয় প্রতিমন্ত্রী জন বারলা। উদ্ভোদনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কানজিলাল ও DRM শ্রী দিলীপ কুমার সিং সহ অন্যান্য আধিকারিকরা।  

দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার এথেলবাড়ি চৌপথিতে মর্মান্তিক দুর্ঘটনা! আজ সকাল প্রায় ১১.৩০ টার সময় এথেলবাড়ি চৌপথিতে একটি বাইক কে পিষে দিয়ে যায় একটি ট্রেলার, একজন ব্যক্তির ঘটনা স্থলেই মৃত্যু হয় এবং আর একজন বাইক আরোহী অল্প আহত হলে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছেন। সূত্র অনুসারে দুই বাইক আরোহী ওদলাবাড়ি থেকে বীরপাড়ার অভিমুখে যাচ্ছিলেন। এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে।

২৬ জন আইনজীবি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন

পুরসভা ভোটের আগে আবারো ভাঙ্গন পদ্ম শিবিরে   আলিপুরদুয়ার: বিজেপি শিবিরে ধ্বস অব‍্যাহত ।বিধানসভা ভোটের ফলের পর দেখাগেছিল যে,আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনই বিজেপির দখলে গেছে । কিন্তু পাঁচ আসন প্রাপ্তির এই সুখ খুব বেশিদিন টেকেনি বিজেপির।বিধানসভার ফলের পর কিছুদিনের মধ্যেই বিজেপির তৎকালীন জেলা সভাপতি গঙ্গা প্রাসাদ শর্মা সদলবলে তৃণমূল কংগ্রেস যোগ দেয়। সেই ভাঙ্গনের শুরু , এবং এখনো প্রতিনিয়ত চলছে ভাঙ্গন । বুধবার দুপুরে জেলা বিজেপির লিগ্যাল সেলের ২৬ জন আইনজীবি বিজেপি ছেড়ে যোগ দেয় তৃণমূলে। আলিপুরদুয়ার আদালত চত্বরে মঞ্চ বেঁধে অনুষ্ঠিত হয় সেই যোগদান পর্ব।জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক সহ জেলার তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবী নেতাদের উপস্থিতিতে বিজেপি ছেড়ে আসা আইনজীবীরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

স্কুল কলেজ খোলার দাবিতে রাস্তায় নামল ছাত্রছাত্রীরা

আলিপুরদুয়ার :অবিলম্বে কোভিড স্ব‍্যাস্থবিধি স্কুল কলেজ খুলে দেওয়ার দাবি বুধবার আলিপুরদুয়ার শহড়ে ছাত্র শিক্ষক অভিভাবক মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয় । এদিন আলিপুরদুয়ার মাধবমোড় এলাকা থেকে এক মিছিল আয়োজিত হয় মিছিলটি আলিপুরদুয়ার শহড়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিদ‍্যালয় পরিদর্শক কারয‍্যালয়ে সামনে এসে জমায়েত হন এবং সেখানে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন প্রদান করে। আন্দোলনকারীরা জানান আমরা অনলাইন ক্লাসের বিপক্ষে । সব কিছু যখন খোলা থাকতে পারে তবে কোভিড স্ব‍্যাস্থবিধি মেনে স্কুল খুলে দেওয়া হচ্ছেনা কেনো।

বেআইনি কাফশিরাপ ও ট্যাবলেট বিক্রির অভিযোগে গ্রেফতার মন্দিরের পুরোহিত।

বেআইনি কাফশিরাপ ও ট্যাবলেট বিক্রির অভিযোগে মধ্যপাড়ার এক মন্দিরের পুরোহিতকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ শনিবার বিকেল নাগাদ নিউটাউন সম্মেলনি ক্লাব সংলগ্ন মন্দিরের পুরোহিতের বাড়িতে হানাদিয়ে বেআইনি কাফশিরাপ ও ট্যাবলেট উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার এন্টি ক্রাইম টিম। দীর্ঘদিন ধরেই মধ্যপাড়া এলাকার বাসিন্দা পেশায় মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্ত্তীর বিরুদ্ধে অল্প বয়সী ছেলে মেয়েদের নেশাজাতীয় দ্রব্য বিক্রির অভিযোগ উঠে আসছিল পুলিশের কাছে। অল্পবয়সী ভক্তদের প্রসাদের পাশাপাশি নেশাজাত ট্যাবলেট ও কাফসিরাপ বিতরণের অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রের খবরে এদিন বিকেল নাগাদ হঠাৎ ওই অভিযুক্ত পুরোহিতের বাড়িতে হানা দেয় আলিপুরদুয়ার থানার এন্টি ক্রাইম টিমের কর্মীরা। অভিযুক্ত সুমন চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার হয় ১৪৭ বোতল বেআইনি কাফশীরাপ ও ৬ বাক্স নেশাজাত ট্যাবলেট। খবর পেয়ে ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে যান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী। জানাগেছে মূল অভিযুক্ত সুমন চক্রর্ত্তীকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল অভিযুক্তক

অসম-বাংলা সীমানাবর্তী এলাকায় ২৪টি মহিষ উদ্ধার 

অসম-বাংলা সীমানাবর্তী এলাকায় ২৪টি মহিষ উদ্ধার  আলিপুরদুয়ারঃ  পাচারের পথে বড় সড় সাফল্য পেলো আলিপুরদুয়ার জেলা পুলিশ। আবারও একটি বড় সড় সাফল্য পেলো আলিপুরদুয়ার জেলা পুলিশ জেলার অসম-বাংলা সীমানাবর্তী বারোবিশা পুলিশ ফাঁড়ির । জানাগিয়েছে পাকড়িগুরি এলাকায় অভিযান চালিয়ে পাচারের পথে ২৪টি মহিষ উদ্ধার করে পুলিশ। জানা গেছে মহিষ গুলি বিহার থেকে অসমে পাচার করা হচ্ছিলো। ঘটনায় দুইটি গাড়ি আটক করে বারোবিশা ফাঁড়ির পুলিশ এবং দুই জন চালকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফের ভাল্লুক ধরা পড়ল কুমারগ্রামে,আতঙ্ক এলাকাজুড়ে।

ফের ভাল্লুক ধরা পড়ল কুমারগ্রামে,আতঙ্ক এলাকাজুড়ে। আলিপুরদুয়ার:- ফের ভাল্লুক ধরা পড়ল কুমারগ্রামের ডাঙ্গী এলাকার বুলু ঝোরাতে। বুলু ওরাওয়ের বাড়ির পেছনে আনারস বাগানে শনিবার সকালে ভাল্লুক টিকে দেখতে পায় বাড়ির লোক । তারপর এলাকায় জানাজানি হতেই দলে দলে মানুষ ভিড় করে সেখানে ।খবর দেওয়া হয় কুমারগ্রাম রেঞ্জ অফিসে । তারপর বন দফতরের কর্মীরা এসে ভাল্লুক টিকে উদ্ধার করে।উদ্ধার করার পর হঠাৎ ভাল্লুকটি জাল থেকে বেরিয়ে আবার পালিয়ে যায়। এরপর বন কর্মীদের সেটিকে ফের বাগে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের ক্ষেত্র উপ অধিকর্তা শ্রী হরিশ টেলিফোনে জানান , গতকাল সন্ধ্যা থেকে ওই এলাকায় ভাল্লুক বেরোনোর খবর আমরা পাই । কাল সন্ধ্যে বেলা আমাদের টিম ওখানে গিয়ে খোঁজাখুঁজি করে কিছু পায় নি। আজ সকালে খবর পেয়ে গিয়ে ভাল্লুকটি উদ্ধার করা হয় । স্বাস্থ্য পরীক্ষার পর  সেটিকে জঙ্গলে ছেড়ে দেয় হবে বলে এমনটা জানা যায়।

মহকুমা প্রশাসন সকল ব্যবসায়ীদের নিয়ে সিদ্ধান্ত নিলেন সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার দুদিন হাট বাজার বন্ধ রাখবে।

মহকুমা প্রশাসন সকল ব্যবসায়ীদের নিয়ে সিদ্ধান্ত নিলেন  সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার দুদিন হাট বাজার বন্ধ রাখবে। আলিপুরদুয়ার :দিন দিন যেভাবে সংক্রমণ বাড়ছে সেই উদ্দেশ্যেই গত রবিবার মহকুমা প্রশাসন সকল ব্যবসায়ীদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার দুদিন হাট বাজার বন্ধ রাখবে সেই মোতাবেক আজ মঙ্গলবার সকাল থেকেই আলিপুরদুয়ারের সমস্ত দোকান পাট বন্ধ রাখা হয়। পাশাপাশি এদিন আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার ১নং ব্লক টাক্সফোর্স টিম আলিপুরদুয়ার ১নং ব্লকের আলিপুরদুয়ার জংশন লাগোয়া বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান করেন। যেসব ব্যক্তি মাক্সহিন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদের জরিমানা করছেন এবং সচেতন করছেন জানা যায় এ তিন জনকে 100 টাকা করে জরিমানা করেন তারা। 

জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান করোনা পজিটিভ ।

জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান করোনা পজিটিভ । আলিপুরদুয়ার: জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান করোনা পজিটিভ ।গতকাল তিনি কোভিড পরীক্ষা করেছিলেন এবং  তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান জেডিএ এক্সিকিউটিভ অফিসার ভূষণ শেরপা।  এদিন ভূষণ শেরপা জানান জেডিএ চেয়ারম্যান বর্তমানে হোম আইসোলশনে আছেন এবং তিনি সুস্থ আছেন। এদিন জেডিএ অফিস স‌্যানিটাইজ করা হয়। ওপরদিকে বুধবার জয়ঁগা মেইন ট‍্যাক্সি আ্যসোসিয়েশনের পক্ষ থেকে জয়ঁগা ভুটানগেট এলাকা সহ জয়ঁগা বিভিন্ন এলাকা স‍্যানিটাইজ করা হয় সেদিন।

অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান আলিপুরদুয়ার জেলার পুলিশ

অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান আলিপুরদুয়ার জেলার পুলিশ    আলিপুরদুয়ার ১৩ জানুয়ারিঃ অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো আবগারি দপ্তর এবং আলিপুরদুয়ার জেলা পুলিশ। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত খোয়ারডাঙ্গা এবং কোনাপাড়া এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর এবং আলিপুরদুয়ার জেলা পুলিশ। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার, কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি টি এন লামা, আবগারি দপ্তরের কুমারগ্রাম সরকারের ওসি প্রবীর সান্যাল ।জানা যায়় গাঁজা অবৈধ ভাবে চাষ করা হচ্ছিল।

ফেস অফ জেলিস প্রতিযোগিতায় আলিপুরদুয়ার জেলা থেকে দ্বিতীয় হলেন অনুপমা কজুর

ফেস অফ জেলিস প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকাবাসি অনুপমা কজুর। আলিপুরদুয়ার: সারা উত্তরবঙ্গ জুড়ে আয়োজিত ফেস অফ জেলিস প্রতিযোগিতায় দ্বিতীয় পুরষ্কার  প্রাপ্ত  অনুপমা কুজুরকে বৃহস্পতিবার কালচিনি এলাকায় সম্বর্ধনা প্রদান করা হল । সম্প্রতি মালবাজার এলাকায় ফেস অফ জেলিস সেশন তিন এর দ্বিতীয় হয় কালচিনি ব্লকের সাঁতালি মণ্ডল পাড়ার বাসিন্দা  অনুপমা কুজুর। বৃহস্পতিবার কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকায় তাকে সম্বর্ধনা প্রদান করে। এদিনের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে কালচিনি ব্লকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । অনুপমা  কুজুর জানান আমাকে এই স্থানে যেতে আমার পরিবারের সদস্যরা ,প্রতিবেশীরা অনেক সহযোগিতা করেছে। আগামীতে জাতীয় স্তরের বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় অনুপমা  কুজুর।

৪৫ লক্ষ লক্ষ বিদেশি সিগারেট সহ ১ ব্যাক্তি

বাংলা -অসম সীমান্তে উদ্ধার ৪৫ লক্ষ টাকার বিদেশি সিগারেট সহ গ্রেপ্তার ১ ব্যাক্তি।  বাংলা-অসম সীমান্ত বারবিশা থেকে উদ্ধার প্রচুর পরিমানে বিদেশি সিগারেট। বিদেশি সিগারেট উদ্ধার করেন বারবিশা থানার পুলিশ।  এই পাচারের ঘটনায় গ্রেপ্তার হয়েছে লরি চালক। বিদেশি সিগারেট গুলো বিহারে পাচার করা হচ্ছিল বলে এমনটা জানা যায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে বাংলা অসম সীমানা বারবিশা এলাকায় একটি লরি আটক করে বারবিশা থানার পুলিশ। সেই গাড়িতিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৬ কার্টুন বিদেশি সিগারেট। যার বর্তমান বাজার দর আনুমানিক ৪৫ লক্ষ টাকা। এই ঘটনায় বিহারের বাসিন্দা লরি চালক উদ্যেশ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিগারেট গুলি মায়ানমার থেকে চোরাপথে ভারতে ঢুকে সড়ক পথে বিহারে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীর। ধৃতকে এদিন আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Earthquake in Alipurduar

করোনার আতংকের মধ্যেই ভূমিকম্প। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ারে অনুভূত হলো ভূমিকম্প। বৃহস্পতিবার রাত্রি ৮ টা ১৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। আর আচমকা এই কম্পনে আতংকিত হয়ে পড়ে এলাকাবাসী। অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। আবার অনেক বাড়িতেই উলুধ্বনি, শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায়। তবে করোনা আতংকের মাঝেই ভূমিকম্পের কম্পনে আতংকিত অনেকেই। রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.2।ভুটানের দোরোখা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানা যায়।

আলিপুরদুয়ার: বিজেপির (BJP) তরুণ নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

আলিপুরদুয়ার: বিজেপির (BJP) তরুণ নেতার ঝুলন্ত দেহ উদ্ধার।  ঘটনাস্থান আলিপুরদুয়ারের বোনচুগা মারি অঞ্চলের ঘাগরা এলকার। মৃতের নাম শুভ্রজ্যোতি ঘোষ। জানা যায় বছর খানেক আগে ভিনরাজ্যে কাজ করতেন শুভ্রজ্যোতি। এরপর আলিপুরদুয়ারে (Alipuduar) এসে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তিনি। শুভ্রজ্যোতি বিজেপি যুব মোর্চার ১২ নম্বর মণ্ডল কমিটির সম্পাদকও ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাত পেরিয়ে গেলেও ঘরে ফিরেননি তিনি। চিন্তা বাড়তে থাকে পরিবারের। আশেপাশে খোঁজ করার পরও মেলেনি কোনও সন্ধান। এরপর আজ সকালে তাঁর বাড়ির পিছনে অল্প দূরে বাঁশের বেড়ায় উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এদিকে, ঝুলন্ত অবস্থায় ওই বিজেপি কর্মীর শরীরের বেশিরভাগ অংশই মাটিতে ছিল। তাই এটি আত্মহত্যা, না এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে, শুভ্রজ্যোতিকে দুষ্কৃতী দ্বারা খুন করা হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। এইজন্য তারা আলিপুরদুয়ার থানায় অভিযোগ করতে যান। তবে সেখানে তাদের অভিযোগ না নেওয়ায় তারা এদিন আলিপুরদুয়ার বক্সা ফিডার রোড অবরোধ করে। প্রায় ৩০ মিনিট এই পথ অবরোধ চলার পর আলিপুরদুয়ার থানার পুলিশ পৌঁছে তাদ

কামাখ্যাগুড়িতে করোনা সংক্রমণ সচেতন করতে প্রচারে পুলিশ প্রশাসন

করোনা সংক্রমণ থেকে সাধারন মানুষকে সচেতন করতে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে প্রচারে পুলিশ প্রশাসন। আলিপুরদুয়ার ০৪ জানুয়ারিঃ    করোনা  নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে পথে নামলো আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার দিনভর কামাখ্যাগুড়ি বাজার চৌপথীতে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে মাক্স বিহীন জনগণের বিরুদ্ধে অভিযান চালানো হয়।  এদিন পাঁচ জন মাস্ক বিহীন মানুষকে  আটক করে  পুলিশ। তাদের বিরুদ্ধে  আইন অনুযায়ী মামলা রুজু করেছে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ।  এছাড়া পুলিশের পক্ষ থেকে এদিন মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হয় সাধারণ মানুষকে। প্রতিটি যাত্রীবাহী  বাস ও ছোট গাড়িতেও যাত্রীদের সচেতন করা হয়।   প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে রাজ্য জুড়ে জারী হয়েছে কঠোর বিধিনিষেধ। প্রতিটি জেলার পুলিশ প্রশাসন সাধারন মানুষকে সচেতন করছেন করোনা সংক্রমণ থেকে বাঁচতে।

বাতিল হয়ে গেল ৮ম বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলা 2022

সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য দুঃসংবাদ। বাতিল হয়ে গেল ৮ম বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলা। অন্যান্যবারের থেকে দ্বিগুণ সংখ্যক স্টল নিয়ে, জেলার বিভিন্ন ভাষা ও সংস্কৃতির বৈচিত্রকে মেলা প্রাঙ্গণে তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করা বই মেলার সংগে যুক্ত প্রত্যেকের জন্য এই ঘোষণা সত্যিই মর্মান্তিক। কিন্তু উদ্বেগজনক কোভিড পরিস্থিতি এছাড়া আর কোন বিকল্প খোলাও রাখেনি। যদিও আলিপুরদুয়ার জেলার বিগত ১ সপ্তাহের রিপোর্ট উদ্বেগের না হলেও সাবধানে পা ফেলা ছাড়া উপায়ও নেই। তাই শেষ পর্যন্ত বাতিলই করতে হচ্ছে এবছরের বই মেলা। আমরা সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকব আগামী বই মেলার দিকে। আসুন আমরা সবাই অক্ষরে অক্ষরে মেনে চলি সরকারি বিধিনিষেধ। সবাই সুস্থ থেকে আমরা যেন আগামী বছর অনুষ্ঠিত করতে পারি জেলা বই মেলা,এই হোক আমাদের সকলের অঙ্গীকার। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।যারা পরামর্শ দিয়ে ঋদ্ধ করেছেন,যারা শারীরিক ভাবে পরিশ্রম করে বই মেলাকে সফল করতে ঝাঁপিয়েছিলেন তাদের প্রত্যেককে কুর্নিশ।