সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভুটানে তুষারপাত 2022

ভুটানে তুষারপাত  আলিপুরদুয়ারঃ প্রতিবেশী দেশ ভুটানে তুষারপাত গতকাল থেকেই শুরু হয়েছে ভুটানের রাজধানী থিম্পুতে তুষারপাত ।শীত পড়তেই তুষারপাত প্রতিবেশী দেশ ভূটানে । রীতিমতো চোখজুড়ানো ছবি ভুটানের রাজধানী থিম্পু, পারো সহ বিভিন্নয়এলাকায় । থিম্পু, পারো সমস্ত রাস্তা দোকানপাট থেকে শুরু করে হোটেল, গাড়ি ঢেকে গিয়েছে বরফের চাদরে ।  ভুটানে তুষারপাত উপভোগ করছে ভুটানের বাসিন্দারা। তবে পর্যটকরা ভুটানের তুষারপাত উপভোগ করতে পারছেনা কেননা কোভিডের জেরে ভুটানে প্রবেশ বন্ধ রয়েছে । শীতের মরশুমে শুরুতেই তুষারপাত উপভোগ করছে ভুটানের নাগরিকরা।

বড়দিনের আগাম শুভেচ্ছা বার্তা নিয়ে শহরের পথে বিধায়ক সুমন কাঞ্জিলাল

বড়দিনের আগাম শুভেচ্ছা বার্তা নিয়ে শহরের পথে বিধায়ক সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ার:সারা বিশ্বজুড়ে পালিত হয় যে ক্রিসমাস,বাংলা ভাষায় তার পরিচয় বড়দিনের উৎসব।বড়দিন হল খ্রিস্ট ধর্মের মানুষের কাছে শ্রেষ্ঠ উৎসব।পৃথিবীর বেশিরভাগ উৎসবের সঙ্গে কোন না কোন ধর্মের সংযোগ থাকলেও বলা হয় ধর্ম যার,কিন্তু উৎসব সবার।কারণ আনন্দের যেমন কোনো ধর্ম নেই,তাই উৎসব উদযাপনের ও কোন ধর্ম নেই।পৃথিবীতে এমন বেশকিছু উৎসব রয়েছে যেগুলো উদযাপনকালে সমগ্র বিশ্বজুড়ে মানুষ জাতি ধর্ম ভুলে একই দিনে একই সাথে আনন্দে মেতে ওঠে।খ্রিস্ট ধর্মের উৎসব বড়দিন এক্ষেত্রে অন্যতম।রাত পোহালেই শুরু হয়ে যাবে ক্রিসমাস উদযাপনের পালা।আজ চলছে তার শেষ প্রস্তুতি।আনন্দধারার মাঝে উৎসবে যেন মন সাজে।আনন্দকে বাড়তি উপভোগের লক্ষ্যে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল পৌঁছে গেলেন কচিকাঁচাদের মাঝে।খোশ মেজাজে সারা দিন কাটালেন কচিকাঁচাদের সঙ্গে।শহরের পথে দুস্থ অসহায় শিশুরাও যাতে উৎসবের মাঝে নিজেদের অস্তিত্বটুকু বুঝে উঠতে পারে,তার জন্য ভারতের কাছে ছিল বিশেষ উপহারের ডালি।সেই ডালিতে ছিল লালসাদা সান্তাক্লজ টুপি,চকলেট,শীতবস্ত্র।কচিকাচাদের একত্

গোরু পাচারে বাঁধা পেয়ে বিএসএফের ওপর হামলা পাচারকারীদের

গোরু পাচারে বাঁধা পেয়ে বিএসএফের ওপর হামলা পাচারকারীদের।  কোচবিহার,২৩ ডিসেম্বরঃ   কোচবিহারে বিএসএফের গুলিতে প্রাণ হারাল এক গোরু পাচারকারী।  জানাগেছে, বৃহস্পতিবার ভোর রাতে গীতালদহের কাশীমঘাট সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া কেটে বাংলাদেশে গোরু পাচার করছিল কমপক্ষে ১৫ জনের একটি পাচারকারীর দল। সেই সময় বিষয়টি নজরে আসে সীমান্তে কর্তব্যরত বিএসএফের ৯০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের। বাংলাদেশে গোরু পাচারে বাঁধা দেওয়ায় জওয়ানদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় গোরু পাচারকারীরা বলে অভিযোগ। এই হামলায় জখম হন এক বিএসএফ জওয়ান। ছিড়ে দেওয়া হয় আক্রান্ত জওয়ানের পোশাক। এর পরই আত্মরক্ষার স্বার্থে পাচারকারীদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালায় বিএসএফ জওয়ান। এই ঘটনায় বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন এক গোরু পাচারকারী। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরই গুলিবিদ্ধ পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ান মেডিকেল কলেজে, সেখানেই মৃত্যু

সারের কালোবাজারি রুখতে আলিপুরদুয়ারে বিজেপি কিষান মোর্চার আন্দোলন

আলিপুরদুয়ার, ২৩ ডিসেম্বরঃ গোটা রাজ্য জুড়ে  সারের কালো বাজারির রুখতে আন্দোলনে নেমেছে বিজেপির কিষাণ মোর্চা। এবার আলিপুরদুয়ারও  সারের কালোবাজারি বন্ধ করতে আন্দোলনে নামলেন আলিপুরদুয়ার জেলার বিজেপি কিষাণ মোর্চা। সারের কালোবাজারি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কিষান মোর্চার তরফে বিক্ষোভ কর্মসূচী পালিত হয় কালচিনিতে। এদিন কালচিনির বিডিও অফিসের সামনে সারের কালোবাজারি বন্ধ করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবীতে বিক্ষোভ দেখায় কিষান মোর্চার কর্মী সমর্থকেরা। পরে কালচিনির বিডিও কে একটি স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের তরফে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি প্রদীপ কুজুর, মণ্ডল সভাপতি নারায়ণ মঙ্গর , প্রাক্তন বিধায়ক উইলশন চম্প্রামারী সহ বিজেপি সমর্থকরা ।

চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকদের শাড়ি প্রদান করেন কালচিনি ব্লক প্রশাসন

আলিপুরদুয়ার:কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকদের শাড়ি প্রদান করেন কালচিনি ব্লক প্রশাসন । মঙ্গলবার কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানে এসে নিজের হাতে বাগানের কর্মরত মহিলা শ্রমিকদের হাতে শাড়ি তুলে দেন কালচিনি বিডিও বাবু প্রশান্ত বর্মণ ও ব্লক স্তরের আধিকারিকরা। এদিন তোর্ষা চা বাগানে উপস্থিত ছিলেন কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার ও পঞ্চায়েত সমিতির সদস্যরা।

বেকার যুবক যুবতীদের জন্য শুরু হল বিউটিশিয়ান কোর্স

আলিপুরদুয়ার : জয়ঁগা খোকলা সরস্বতী প্রাথমিক বিদ‍্যালয়ে মঙ্গলবার SSB 53 ব‍্যাটালিয়ানের পক্ষ থেকে খোকলাবস্তি , তরিবাড়ি এলাকার 20 জন বেকার স্থায়ী যুবতীকে নিয়ে 30 দিনের বিউটিসিয়ান কোর্সের প্রশিক্ষণ শুরু হল। এদিন অনুষ্ঠানে যুবতীদের হাতে সাজের জিনিস সামগ্রী প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SSB53 ব‍্যাটালিয়ানের ডেপুটি কমাণ্ডেণ্ট সৌমেন রায়, জয়ঁগা এক নং গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সুনিতা লামা সহ অনেক বিশিষ্টজনেরা।

মৃত বিপিন রাওয়াত ও তাঁর সহযাত্রীদের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধের আয়োজন তৃণমূল নেতার

হেলিকপ্টার দুর্ঘটনায়  মৃত বিপিন রাওয়াত ও তাঁর সহযাত্রীদের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধের আয়োজন তৃণমূল নেতার। আলিপুরদুয়ার:-8 ডিসেম্বর 2021 এর দুপুরে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে Mi-17V5 হেলিকপ্টার করে যাওয়ার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ে। দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং অন্য 11 জন মারা য়ান। সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায  প্রয়াত ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সহযাত্রীদের আত্মার শান্তি কামনার জন্যে তেরো দিনের মাথায় শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন কালচিনি ব্লক তৃণমুল সভাপতি  পাসাং লামা। বৌদ্ধ ও হিন্দু রীতি মেনে কালচিনির কার্গিল চকে শ্রাদ্ধের আয়োজন করা হয়। পাসাং লামা জানান, তৃণমূল নেতা হিসেবে নয় ভারতবাসী হিসেবে শ্রদ্ধাঞ্জলি দিলাম তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধশান্তির মাধ্যমে। এদিন হিন্দু পণ্ডিত এসে হিন্দু রীতি মেনে শ্রাদ্ধ অনুষ্ঠান করে। অপরদিকে বৌদ্ধ পণ্ডিত এসে বৌদ্ধ রীতি মেনে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় পাশাং লামার উদ্যোগে।

২৭ ডিসেম্বর থেকে খুলতে চলেছে ২০১৪ থেকে বন্ধ ডুয়ার্সের মধু চা বাগান

২৭ ডিসেম্বর থেকে খুলতে চলেছে ২০১৪ থেকে বন্ধ ডুয়ার্সের মধু চা বাগান। দীর্ঘ প্রতীক্ষার পর ২৭ ডিসেম্বর থেকে খুলতে চলেছে ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগান। শনিবার এ কথা জানান তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি পাশাং লামা। ইংরেজী নতুন বছরের ঠিকে আগে দীর্ঘ দিন ধরে বন্ধ মধু চা বাগান খোলার খবরে, খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে মধু চা বাগান জুড়ে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বোনাস নিয়ে সমস্যার জেরে বন্ধ হয়ে যায় ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগান। দীর্ঘ ৭ বছর ২ মাস বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে ডুয়ার্সের মধু চা বাগান। শনিবার শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর শ্রমিক ভবনে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে আগামী ২৭ ডিসেম্বর থেকে বাগান খোলার ব্যাপারের সিদ্ধান্ত গৃহীত হয়। বাগান খোলার সময় ২০১৩ থেকে বকেয়া শ্রমিকদের বোনাস প্রদান করে চা বাগান খুলবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি পাশাং লামা জানান, দীর্ঘ দিনের চেষ্টায় অবশেষে মধু চা বাগান খোলায় শ্রমিকদের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে।

বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আলিপুরদুয়ার দেবদূত ভবনে

যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে আলিপুরদুয়ার দেবদূত ভবনে। অর্থের কথা চিন্তা করে অনেক মানুষই বিনা চিকিৎসায় নিজেদের চক্ষু হারায়। তাই মানুষের কথা ভেবেই অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা যুব তৃনমূল কংগ্রেসের। মঙ্গলবার ১২ নং ওয়ার্ড যুব তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী বিপ্লব দেবনাথ এর উদ্যোগে শহরের দেবদ্রুত ভবনে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির । এদিনে শিবিরে বহু মানুষ তাদের চক্ষু পরীক্ষা করানোর পাশাপাশি ব্লাড সুগার পরীক্ষা করিয়ে উপকৃত হয়েছেন বলে জানা যায়। শুধুমাত্র ১৫০ টাকার বিনিয়ে চশমা প্রদান করা হয় ও তাছাড়া সমস্তকিছুই বিনামূল্যে চলে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন  আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্রী দীপ্ত চ্যাটার্জী, পুরসভার প্রশাসক বাবলু কর, উপ-প্রশাসক রূমা চ্যাটার্জী ও রানা চক্রবর্তী, জেলার অন্যতম সাধারন সম্পাদক সঞ্জিত ধর ও অনুপ চক্রবর্তী, যুব তৃনমূলের জেলা সভাপতি রাজকমল ভগত, পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি কৌশিক সরকার ও রাজ্য সম্পাদিকা মৌমিতা অধিকারী, আলিপ

মিস ইউনিভার্স ২০২১ এর মুকুট পেয়েছেন ভারতীয় মডেল হারনাজ সান্ধু Miss Universe 2021

দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স ২০২১ এর মুকুট পেয়েছেন ভারতীয় মডেল হারনাজ সান্ধু।

দীর্ঘ ২৩ বছর পর বক্সার জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগার

দীর্ঘ ২৩ বছর পর বক্সার জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগার রবিবার আরো পরিষ্কার ছবি সামনে এল। ছবি সংগ্রহীত : Parveen Kaswan (IFS) বক্সায় রয়েল বেঙ্গল টাইগার এর দেখা মিলতেই বন্ধ করা হলো সাফারি। 

23 বছর পর বক্স ফার্স্টে দেখা গেল রয়েল বেঙ্গল টাইগারকে।

23 বছর পর বক্স ফার্স্টে দেখা গেল রয়েল বেঙ্গল টাইগারকে। 22 মাইল রাস্তায় বাঘটিকে দেখা গেছে  ছবিটি বেলা ১টার দিকে ধারণ করা হয়  এই অঞ্চলে বাঘ প্রায় বিলুপ্ত বলে জানা গেছে

মৎস্য জীবিদের ক্রেডিট কার্ডের আবেদন শুরু আলিপুরদুয়ার জেলায়

*মৎস্য জীবিদের ক্রেডিট কার্ডের আবেদন শুরু আলিপুরদুয়ার জেলায়* আলিপুরদুয়ার, ১০ ডিসেম্বরঃ মৎস্যজীবীদের ম‍ৎসচাষে আরো উৎসাহ দেওয়ার জন‍্য মৎস দপ্তরের পক্ষ থেকে শুক্রবার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া এলাকায় মৎসজীবিদের জন‍্য মৎসজীবি ক্রেডিট কার্ড সংক্রান্ত সচেতনতা শিবির আয়োজিত হল। এদিনের সচেতনতা শিবিরে রাজাভাতখাওয়া এলাকার ৩০ জন মৎসজীবি উপস্থিত ছিলেন। এদিনের শিবিরে মৎস আধিকারিক বিপুল মজুমদার, কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার মৎসজীবিদের জন‍্য মৎসজীবি ক্রেডিট কার্ড চালু করেছে এর মাধ্যমে মৎসজীবিরা দুই লক্ষ টাকা করে লোন পাবে। এদিন ম‍ৎসজীবিদের ক্রেডিট কার্ডের জন‍্য আবেদন পত্র পূরণ করা হয়। আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পেও মৎস্য জীবিরা আবেদন করতে পারবেন ক্রেডিট কার্ডের।

প্রথমবার বক্সা পাহাড়ে চালু পালকি আ্যম্বুলেন্স পরিষেবা।

প্রথমবার বক্সা পাহাড়ে চালু পালকি আ্যম্বুলেন্স পরিষেবা। আলিপুরদুয়ার :- আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত দুর্গম বক্সা পাহাড়ের গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের জন্য বুধবার থেকে চালু হল পালকি আ্যম্বুলেন্স পরিষেবা। এই প্রথমবার বক্সা পাহাড়ে পালকি আ্যম্বুলেন্স পরিষেবা চালু হল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬০০ ফুট উপরে অবস্থিত প্রত্যন্ত বক্সা পাহাড়ের অসুস্থ রোগীদের ও গর্ভবতী মায়েদের এতদিন হাসপাতালে নিয়ে যেতে হলে বাঁশের মধ্যে কাপড়ের দোলনা বানিয়ে নিয়ে আসতে হত। শীত, গ্রীষ্ম, বর্ষার মধ্যে, এভাবে খুবই সমস্যার মধ্যে পড়তে হত গর্ভবতী মায়েদের। অনেক সময় সড়কের মধ্যে প্রসব যন্ত্রণা উঠে গেলে সমস্যা চরমে উঠতো। আর এই সমস্যা সমাধানে পালকি আ্যম্বুলেন্স উদ্বোধন করা হল বক্সা পাহাড়ে। আলিপুরদুয়ার জেলা স্বাস্থদপ্তর ও ফ্যামিলি প্লানিং অফ ইণ্ডিয়ার যৌথ উদ্যোগে চালু হল এই পালকি আম্বুলেন্স পরিষেবা।  বুধবার আনুষ্ঠানিক ভাবে এই পালকি আ্যম্বুলেন্স চালু হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, বিডিও প্রশান্ত বর্মণ, মুখ্য স্বাস্থ আধিকারিক গীরিশচন্দ্র বেরা।

আলিপুরদুয়ার জংশনে ভয়াবহ অগ্নিকান্ড,পুড়ে ছাই একটি বাড়ি

আলিপুরদুয়ার জংশনে ভয়াবহ অগ্নিকান্ড,পুড়ে ছাই একটি বাড়ি আলিপুরদুয়ার জংশনের উত্তর জিতপুর রবীন্দ্রপল্লীর বাঁধের পাড়ে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ালো জনমানষে। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ইলেকট্রিক তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে অনুমান।  বাড়ির মালিক রাজেশ শা এবং তার দুই কন্যা সন্তান থাকতেন সেই বাড়িতে।কিন্তু অগ্নিকাণ্ডের সময় তারা কেউ বাড়িতে ছিলেন না,বলে খবর।ঘটনার খবর শুনে তারা তড়িঘড়ি বাড়িতে এসে দেখেন আগুনের লেলিহান সর্বস্ব পুড়ে ছাই।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।  কিন্তু তার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন নিভে যায়।তবে অগ্নিকান্ডের ঘটনায় সর্বস্ব খুইয়ে বাড়ির মালিক রাজেশ শা এর কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

বুধবার সকাল সকাল কুরমাই নদীর এলাকা থেকে উদ্ধার হল একটি সম্বর হরিণ।

বুধবার সকাল সকাল কুরমাই নদীর এলাকা থেকে উদ্ধার হল একটি সম্বর হরিণ।   জানা যায় আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের ব্লক অফিসের সন্মুখে দক্ষিণ কামসিং, কুরমাই নদী এলাকায় 100 দিনের মাটিকাটা কাজ চলছিল সে সময় দেখতে পান সম্বর হরিণটিকে স্থানীয়রা, তারপর তড়িঘড়ি করে স্থানীয়রা    সকালে সম্বর হরিণটিকে কে উদ্ধার করে খবর দেন চিলাপাতা বনোদপ্তরকে। ঘটনা স্থলে ছুটে আসেন চিলাপাতা রেঞ্জের বনোকর্মিরা। এবং স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে হরিণটি কে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেয় বলেই বনদপ্তর সূত্রে খবর।

শুধু আশ্বাস নয়,সমস্যা সমাধানে রাস্তা সংস্কারে আলিপুরদুয়ার জেলার বিধায়ক সুমন কাঞ্জিলাল

শুধু আশ্বাস নয়,সমস্যা সমাধানে রাস্তা সংস্কারে আলিপুরদুয়ার জেলার বিধায়ক সুমন কাঞ্জিলাল। দীর্ঘদিন টালবাহানার পর অবশেষে শুরু হল প্রতিক্ষীত রাস্তার কাজ। আলিপুরদুয়ার স্টেশন ঘেঁষা বেহাল রাস্তাটি আলিপুরদুয়ার শহর ছাড়িয়ে তৎসংলগ্ন এলাকার মানুষের কাছে সমালোচিত। পৌরসভা এবং রেলের দড়ি টানাটানিতে ঝুলে ছিল রাস্তা সংস্কারের কাজ।রাস্তাকে কেন্দ্র করে বিক্ষোভ ডেপুটেশন পথ অবরোধ খবরের শিরোনামে উঠে এসেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পরেই নবনির্বাচিত বিধায়ক কথা দিয়েছিলেন রেলকে চিঠি দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করবেন। কথা মতো কাজ। গত নভেম্বর মাস থেকে শুরু হয় বেহাল রাস্তাটি পরিবর্তনে তোড়জোড়। মঙ্গলবার সকালে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে শোভাগঞ্জ পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার কাজ পরিদর্শন করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল।পাশাপাশি তিনি স্থানীয় মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন।ইচ্ছে পূরণে খুশি স্থানীয়রাও।

প্রায় ৩২বিঘা জমির গাঁজা ক্ষেত নষ্ট করলো সাহেবগঞ্জ থানার পুলিশ

প্রায় ৩২ বিঘা জমির গাঁজা ক্ষেত নষ্ট করলো সাহেবগঞ্জ থানার পুলিশ  গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে সোমবার  দিনহাটা ২ নম্বর ব্লকের  বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মর্নেয়া ও খট্টিমারী এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন সাহেবগঞ্জ থানা আবগারী দপ্তরের ভূমি দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এই যৌথ অভিযানে প্রায় ৩২বিঘা জমির গাঁজা গাছ দেখতে পান এই দুটি গ্রামে। তারপর এই গাজা গাছগুলিকে কেটে আগুন লাগিয়ে নষ্ট করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।  এই গাঁজা চাষ করে বেআইনী ভাবে বিভিন্ন রাজ্যে পাড়ি দেয় বলে এমনটা জানা যায়। দিনের পর দিন গাঁজা চাষ বেড়েই চলছে কুচবিহার গ্রামের বিভিন্ন প্রান্তে।কোচবিহার জেলায় এই গাঁজা চাষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসনের কাছে। এই গাঁজা চাষ রুখতে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় জুড়ে আগামী দিনে এই অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে।

কলেজের ফাকারুমে জোর করে টেনে নিয়ে গিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করল কলেজের প্রাক্তণ ছাত্র।

কলেজের ফাকারুমে টেনে নিয়ে গিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করল কলেজের প্রাক্তণ ছাত্র। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ কলেজে। জানা যায় গত ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩ টা নাগাদ নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ঢোকে প্রাক্তণ ছাত্র তাপস দাস।সেদিন কলেজ চলাকালীন এই যুবক চলে যায় কলেজের দোতালায়। সেখানে গিয়ে তারই পূর্বপরিচিত কলেজের এক দ্বিতীয় বর্ষের ছাত্রীকে জোর করে ট্রেনে নিয়ে যায় কলেজের গ্রন্থাগারে পাশে একটি ফাকা ক্লাস রুমে। সেখানে ক্লাসরুমের দড়জা বন্ধ করে বলপূর্বক ধর্ষন করে, সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত তাপস দাস। পরে মেয়েটি কোনরকমে বান্ধবীদের সহায়তায় বাড়ি ফেরে। প্রথমদিকে লজ্জা ও ভয়ে ধর্ষণের ঘটনা জানায়নি পরিবারের লোকেদের।  গোপনাঙ্গ দিয়ে রক্তপাত বন্ধ না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। এভাবে রক্তপাত দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। এরপরই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পরিবারের লোকেরা। তখন মেয়েটি তাঁর মাকে জানায় ধর্ষণের ঘটনা। এরপরই শুক্রবার রাতে মেয়েটির পরিবারের লোকেরা তুফানগঞ্জ থানায় তাপস দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায় করে।  ঘটনাটিকে ঘিরে ব্যপক নিন

জলাভূমি পরিদর্শনে আলিপুরদুয়ার জেলার বিধায়ক সুমন কাঞ্জিলাল

আলিপুরদুয়ার এলাকার বিভিন্ন জায়গায় জলাভূমি পরিদর্শনে আলিপুরদুয়ার জেলার বিধায়ক সুমন কাঞ্জিলাল বিধায়কের দায়িত্ব কাধে নিয়ে প্রথম থেকে শহর আলিপুরদুয়ারের নজর কেড়েছে বর্তমান বিধায়ক সুমন কাঞ্জিলাল।সময়ে অসময়ে শহর এবং শহরবাসীর সুবিধা অসুবিধায় ছুটে চলেছেন।রবিবাসরীয় ছুটিতে তিনি ঘুরে বেড়ালেন শহরের নানা প্রান্তে।তবে সম্পূর্ণটাই জনহীতকর কাজে। আলিপুরদুয়ার শহরের একাধিক জলাভূমি পরিদর্শন করলেন তিনি। এদিন ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার নগর মন্ডল কার্যকর্তাদের নিয়ে শহরের একের পর এক জলাভূমি ঘুরে দেখলেন বিধায়ক।  জলাভূমি জবরদখল এবং সেখানে অবৈধ নির্মানের প্রতিবাদে শহর জুড়ে প্রতীকি আন্দোলন  করে বিজেপি। বিধায়ক বলেন-"  জলাভূমি নিয়ে লাগাতার আন্দোলন নামবে বিজেপি।।

আলিপুরদুয়ার জংশন মাঝেডাবরি চা বাগান থেকে খাঁচা বন্দি হল ভালুক

অবশেষে আলিপুরদুয়ার মাঝেরডাব্রি চা-বাগান থেকে খাঁচা বন্দি হল ভাল্লুক। শুক্রবার সকাল থেকেই আলিপুরদুয়ারের ওই চা বাগানে ভাল্লুকের আতঙ্ক ছড়ায়। বাগান এলাকার কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা ভাল্লুকটি দেখতে পায়। বক্সা বনদপ্তর এর কর্মীরা বাগানের ১৩ ডি কম্পার্টমেন্ট ঘিরে রেখে  বনদপ্তরের দুই কুনকি হাতি মমতাজ এবং জোনাকির পিঠে চড়ে কালকুট নদীর পার্শ্ববর্তি চা বাগানের মাঝে তল্লাশি চালায় বনদপ্তর। সেই সময় বাগানের কম্পার্টমেন্টের কাজ সম্পূর্ণ বন্ধ ছিল। ভাল্লুকটি চা বাগান সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল, এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। অবশেষে দীর্ঘ চেষ্টার পর ভাল্লুক টিকে খাঁচাবন্দি করতে সমর্থ হয় বনদপ্তর এর কর্মীরা এর ফলে আতঙ্কের থেকে হাফ ছেড়ে বাঁচেন এলাকার লোকজন। জানা যায় এটি একটি স্ত্রী ভাল্লুক, আনুমানিক বয়স তিন বছর। ভাল্লুকটিকে উদ্ধার করে বক্সার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর।