সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধান ক্ষেতে পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ,ঘটনায় চাঞ্চল্য এলাকার জুড়ে

ধান ক্ষেতে পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ,ঘটনায় চাঞ্চল্য এলাকার জুড়ে আলিপুরদুয়ার:- পূর্ণবয়স্ক বুনো হাতির মৃত্যুর ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি বস্তি মন্ডলপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে এলাকার ধান ক্ষেতে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পায় এলাকার স্থানীয় বাসিন্দারা। জানাযায় এলাকার বাসিন্দারা সেই পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পেয়ে তৎক্ষণা খবর দেয় হ্যামিলটন রেঞ্জের বন কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হ্যামিল্টন রেঞ্জের বনকর্মীরা।এদিন স্থানীয় বাসিন্দারা জানান মঙ্গলবার খুব সকালে আমরা ধান ক্ষেতে বুনো হাতির মৃতদেহ দেখতে পাই। কিভাবে এই পূর্ণবয়স্ক বুনো হাতির মৃত্যু হল তা খতিয়ে দেখছে বনদপ্তরের কর্মীরা।

লক্ষধিক ৫০০ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতারএক

লক্ষধিক ৫০০ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতারএক  আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার পুলিশের বড় সাফল্য।শনিবার রাতে আলিপুরদুয়ারের মাঝেরডাবড়ী চৌপথী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নগদ ছয়  লক্ষ ৩৩ হাজার টাকা (  ৫০০ টাকা নোট) উদ্ধার করে।এবং একজন কে পুলিশ গ্রেফতার করেছে। কারণ ওই টাকার মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার টাকার নকল ৫০০ টাকার নোট ছিল ।আজ জেলা পুলিশ সুপারের অফিসে এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন,অ্যান্টি ক্রাইম টিম ও আলিপুরদুয়ার থানার আই সি অভিযান চালিয়ে একজন কে গ্রেফতার করা হয়েছে। এটা পুলিশের বড় সাফল্য।ধৃতি ব্যাক্তির  নাম ব্রজেন শীল।তার বাড়ি পানিয়ালগুড়িতে।তার কাছ থেকে ৬ লক্ষ ৩৩ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।এই নোটের মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার জাল ৫০০ টাকার নোট রয়েছে।তার সঙ্গে আন্ত:রাজ্য পাচারকারীদের সঙ্গে যোগসাজস রয়েছে কীনা তা খতিয়ে দেখছে পুলিশ।আজ ধৃত ব্যাক্তিকে আদালতে তুলে তাকে রিমান্ড চাওয়া হবে পুলিশের তরফে। এ ধরনের ঘটনা আলিপুরদুয়ারে গত দুবছরের মধ্যে ঘটেনি।সব কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কাছেই বাংলাদেশ সীমান্ত, পাশে ভুটান ও আসাম সীমামা রয়েছে আলিপুর

ট্রেনের স্টপেজের দাবিতে সরব এলাকার বাসিন্দারা

ট্রেনের স্টপেজের দাবিতে সরব এলাকার বাসিন্দারা: আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গাড়োপাড়া রেল স্টেশনে শিলিগুড়িগামী ট্রেনের স্টপেজের দাবিতে সরব হলো এলাকার বাসিন্দারা।বর্তমানে গাড়োপাড়া রেলস্টেশনে একটি মাত্র ইণ্টারসিটি ট্রেনের স্টপেজ রয়েছে।  লকডাউনের আগে শিলিগুড়িগামী প‍্যাসেঞ্জার,ইন্টারসিটি ও ডেমু ট্রেনের স্টপেজ ছিল গাড়োপাড়া রেল স্টেশনে। কিন্ত লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুধুমাত্র একটি ট্রেনের স্টপেজ,বাকি ট্রেনের স্টপেজ নেই।আর এর ফলে সমস্যায় পড়েছে গাড়োপাড়া ও তার আশেপাশের এলাকার বাসিন্দারা।গাড়োপাড়া সংলগ্ন বেশ কয়েকটি চা বাগান রয়েছে আটিয়াবাড়ি,রাজাভাত খাওয়া,গাঙ্গুটিয়া এই সমস্ত এলাকার বাসিন্দাদের বিশেষ করে পড়ুয়াদের পড়তে যেতে সমস‍্যায় পড়তে হয়।কেননা এলাকার পড়ুয়ারা অনেকেই আলিপুরদুয়ার,হাসিমারা,বীরপাড়া,বিন্নাগুড়ি পড়াশোনা করতে যায় আর তাদের যাতায়াতের মাধ‍্যম ছিল ট্রেন।কিন্ত বর্তমানে ট্রেনের স্টপেজ না থাকায় খুবই সমস্যা হচ্ছে ।এছাড়া এলাকার বাসিন্দাদের ও সমস্যা হচ্ছে তাদের ও বিভিন্ন কাজে শিলিগুড়ি যেতে হয়।বর্তমানে ১৫ কিমি দুরে কালচিনি স্টেশনে এসে তাদের ট্রেন ধরতে হয়।  এলাকার

আলিপুরদুয়ার জংশন রেলওয়ে আরপিএফ এবং ভারত স্কাউট অ্যান্ড গাইড এর উদ্যোগে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন।

আলিপুরদুয়ার:  আলিপুরদুয়ার জংশন রেলওয়ে আরপিএফ এবং ভারত স্কাউট অ্যান্ড গাইড এর উদ্যোগে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন  দেশের মাটি ফিরে পাওয়ার লড়াই।যুদ্ধ,আন্দোলন এবং নিজেদের স্বতন্ত্রতা বাঁচিয়ে রাখার অক্লান্ত চেষ্টা।ব্রিটিশ বন্দিদশা থেকে ভারতবর্ষের মুক্তির স্বপ্ন,আকাঙ্ক্ষা, চাহিদায় দিন গুনে ছিলেন প্রতিটি মানুষ।অন্যায়, অত্যাচার সহস্র প্রাণের বলিদানের শেষ দিন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট।শহীদদের রক্তবর্ণ শরীরে  তাদের আত্ম বলিদানের উপর দাঁড়িয়ে দেশবাসীকে স্বাধীনতা উপহারের এই দিনটি আজও সমান মহিমায় উদ্ভাসিত। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন,সারা বিশ্ব যখন ঘুমাবে ভারতবর্ষ জেগে উঠবে নিজের মহিমায়।লালকেল্লায় লাহোরি গেটের উপর উত্তোলিত হয় তেরঙ্গা জাতীয় পতাকা।তারপর থেকে প্রতীকী অনুষ্ঠান হিসেবে পালিত হয় স্বাধীনতা দিবস। নব সূর্যোদয়কে স্মরণ করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত  আলিপুরদুয়ার জংশন বিভাগের আরপিএফ এবং ভারত স্কাউট অ্যান্ড গাইড এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক অমরজি

আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠাল বাড়িতে পঞ্চায়েত বোর্ড গড়ল বিজেপি।

আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠাল বাড়িতে পঞ্চায়েত বোর্ড গড়ল বিজেপি আলিপুরদুয়ার:- নানান বাধা বিপত্তি পেরিয়ে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি।২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেলেও শাসক দলের চাপ ও প্রলোভনে জেতা পঞ্চায়েত সদস্যদের ধরে রাখতে পারেনি বিজেপি। তাই সেবার হাতছাড়া হয় বোর্ড গঠন। কিন্তু এবার প্রথম থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছিল বিজেপি। ফলে পঞ্চায়েত ভোট সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে উঠে আসে তারা। এ বছরও চাপ যে একেবারে ছিল না, তা বলা ভুল। কিন্তু সেই চাপ কে উপেক্ষা করেই শুক্রবার সেখানে বোর্ড গঠন করে বিজেপি। পূর্ব কাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩ তার মধ্যে বিজেপি ১২টি, CPIM ৪ টি, তৃণমূল ৬টি তে ও নির্দল ১ টি তে জয় লাভ করেছে।পূর্ব কাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে সুপর্ণা বর্মন এবং উপপ্রধান হয়েছেন কমলেশ্বর বর্মন। প্রসঙ্গত, আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের মোট ৩ টি গ্রাম পঞ্চায়েত bjp র দখলে এসেছে,তার মধ্যে অন্য তম এই  পূর্ব কাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েত।বোর্ড গঠনে উপস্থিত ছিলেন ফালাকাটা বি

তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ‍্যে, পঞ্চায়েত বোর্ড গঠন স্থগিত

তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ‍্যে, পঞ্চায়েত বোর্ড গঠন স্থগিত আলিপুরদুয়ার:- তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে বোর্ড গঠন স্থগিত রাখা হল আলিপুরদুয়ার জেলার জয়ঁগা ১ নং গ্ৰাম পঞ্চায়েতে । জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে শুক্রবার তুলকালাম পরিস্থিতি দেখা গেল। বাধ‍্য হয়ে বোর্ড গঠন স্থগিত করে দিলেন প্রশাসন। যদি বিডিও ফোনে জানান প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে যাওয়ার বোর্ড গঠন স্থগিত করা হয়।  জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েত শুক্রবার বোর্ড গঠনের দিন।প্রথমেই নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া।জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতে মোট আসন 30 তারমধ্যে তৃণমুল 19 টি ও বিজেপি 11 টি আসনে জয়ী হয়েছে ।প্রধান হিসেবে দলের পক্ষ থেকে খামে নাম এসেছিল পেমা লামার। বোর্ড গঠনের সময় তৃণমূলের দলনেতা প্রেমা লামা প্রস্তাব করে । পেমা লামা জানিয়েছেন তৃণমূলের ," 19 জনের মধ‍্যে 14 জন আমার সঙ্গে আছে।তৃণমুলের বিদায়ী প্রধান কমল পাখরিন সহ আরও চারজন তৃণমুল পঞ্চায়েত সদস‍্য আমার সঙ্গে নেই।ওরা বিজেপির তিন জনেয় পঞ্চায়েত সদস‍্যের সঙ্গে জোট বেঁধেছে।প্রধানের নামের খাম খোলার সঙ্গে সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছিল তারা।জানিয়ে দিয়