সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফালাকাটা থেকে আলিপুরদুয়ার মহাসড়ক নির্মাণের দাবিতে

ফালাকাটা থেকে আলিপুরদুয়ার মহাসড়ক নির্মাণের দাবিতে ফালাকাটার মিলরোড ট্রাফিক মোড়ে অনশন কর্মসূচি পালন করলো ফালাকাটা তৃণমূলের টাউন ব্লক কমিটি। কেন্দ্র সরকারের বঞ্চনা এবং বিজেপির বিধায়ক ও সাংসদদের কোন কাজ করছে না এই জেলায়,এই অভিযোগ তুলে এবং এই রাস্তা দ্রুত নির্মাণের দাবিতে এই অনশন কর্মসূচি করে বলে জানায় ফালাকাটা তৃণমূলের টাউন ব্লক কমিটি। টাউন ব্লকের সভাপতি শুভব্রত দে বলেন, বিজেপি সরকার শুধু ভাঁওতা দিচ্ছে আর এই লোকগুলোকে হয়রানি করছে।ফালাকাটার বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির তবুও তারা কোন কাজ করছে না।এখান থেকে নির্মাণকারী সংস্থা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে এই বিজেপির তোলাবাজদের অত্যাচারে।আমদের রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে এই দিনের এই অনশন কর্মসূচি।আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।

বক্সার বন বস্তি সরানো নিয়ে কেন্দ্রের দিকে আঙ্গুল তুললেন বনমন্ত্রী

বক্সার বন বস্তি সরানো নিয়ে কেন্দ্রের দিকে আঙ্গুল তুললেন বনমন্ত্রী :- আলিপুরদুয়ার- কেন্দ্রীয় সরকার রাজ্য বনদফতরের প্রতি বঞ্চনা করছে, অর্থ না দেওয়ার দরুন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকার থাকা বন বস্তি গুলোর বাসিন্দাদের স্থানান্তরিত করা যাচ্ছে না, তাদের পূর্নবাসন করা যাচ্ছেনা এবং এরফলে বক্সাতে বাঘ আনার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, আলিপুরদুয়ারে ফরেস্ট রেঞ্জ অফিসারের সম্মেলনে এসে এ কথা জানান রাজ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ বিষয়ে উল্লেখ্য, বক্সাতে বাঘ আনবে বলে বক্সায় জঙ্গলে ১৯ টি বনবস্তিকে অন্যত্র স্থানান্তর করা হবে। ইতিমধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেরা গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তি মানুষের সাথে এ নিয়ে ইতিমধ্যেই চুক্তি হয়েছে বনদফতরের।এছাড়া আরো সাতটি বনবস্তির সাথেও কথা হয়েছে।এরজন্য এই সমস্ত বনবস্তির সকল প্রাপ্ত বয়স্কদের ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।তবে বনমন্ত্রী অভিযোগ করেন, 'কেন্দ্র সরকার রাজ্যের বনদফতরের প্রতি বঞ্চনা করছে এবং এখনও টাকা দিচ্ছে না। এর কারনে বনবস্তির বাসিন্দাদের অন্যত্র স্থানান্তর করা যাচ্ছে না। এবং বাঘ আনতে বিলম্ব হচ্ছে। কেননা ১৯ টি বনব

আলিপুরদুয়ার মহিলা ঋণ সমবায় সমিতির দুর্নীতির মূল মাথা খুঁজে বের করার নির্দেশ

আলিপুরদুয়ার মহিলা ঋণ সমবায় সমিতির দুর্নীতির মূল মাথা খুঁজে বের করার নির্দেশ:- আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার মহিলা ঋণ সমবায় সমিতির দুর্নীতির মূল মাথা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। শুক্রবার সিবিআই এবং ইডি-র আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা শীঘ্রই অফিসারদের পাঠান এবং দুর্নীতির মূল মাথাকে খুঁজে বের করুন।" এই রায়ে খুশি আলিপুরদুয়ার মহিলা ঋণ দাবী আদায় মঞ্চের আহ্বায়ক রাতুল বিশ্বাস সহ আমনতকারী কল্পনা দাস সরকার। তারা বলেন, "এই রায়ে আমাদের আশা বেড়েছে। আশা করি এবার দুর্নীতির মূল মাথাকে বিচারের মুখোমুখি করা যাবে।" গত ২৪ আগস্ট হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আলিপুরদুয়ার মহিলা ঋণ সমবায় সমিতির দুর্নীতির তদন্তের জন্য সিবিআই এবং ইডিকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে সিআইডি পুনঃবিবেচনার আবেদন করে। শুক্রবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই আবেদন খারিজ করে দেন। আলিপুরদুয়ার মহিলা ঋণ সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন আমানতকারীর ৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। এই তছরুপের সঙ্গে সমিতি

টোটো চালকদের ফলে ভাড়া নিয়ে সমস্যায় অটো চালকেরা।

টোটো চালকদের দৌড়াতে সমস্যায় আলিপুরদুয়ারের অটোচালকরা, জংশন স্টেশন চৌপথিতে বিক্ষোভ অটোচালকদের:- আলিপুরদুয়ার:- সোমবার আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন চৌপথি এলাকায় বিক্ষোভ শুরু করে এলাকার অটোচালকরা। জানাগেছে দীর্ঘ করনাকাল পেরিয়ে স্বাভাবিক পরিস্থিতি আসলেও উপার্জনের সঠিক সহযোগিতা না পাওয়ায় সমস্যায় রয়েছেন আলিপুরদুয়ারের অটো চালকরা। কারণ আলিপুরদুয়ার শহর থেকে জংশন পর্যন্ত মূল রাস্তায় অবাধ বিচরণ টোটো চালকদের। ফলে যাত্রীর অভাব থাকায় অর্থ সংকটে আলিপুরদুয়ারের অটো চালকরা। তাঁর ওপর সরকারি কর বোঝা হয়ে দাঁড়িয়েছে অটোচালকদের। বিগত কয়েকদিন ধরেই সঠিক কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি অটকে আটক করেছে প্রশাসন। তাই অবিলম্বে আলিপুরদুয়ার শহর থেকে জংশন পর্যন্ত মূল রাস্তায় টোটো চালকদের নিষেধাজ্ঞা জারির দাবিতে এদিন এই বিক্ষোভ আয়োজিত হয়। আইএনটিটিইউসি সমর্থিত অটো চালকরা এদিন অটো চালানো বন্ধ করে বিক্ষোভ দেখান জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে পরিস্থিতিতে সামাল দিতে উপস্থিত হন আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ। আসুন শুনেনি অটোচালক এবং INTTUC আলিপুরদুয়ার জংশন সভাপতি বিজন দে ও আলিপুরদুয়ার জেলা

ডুয়ার্সের ট্রেনরুটে বন্যপ্রাণী মৃত্যু ঠেকাতে ফরেস্ট ও রেলের সমন্বয় বৈঠক

ডুয়ার্সের ট্রেনরুটে বন্যপ্রাণী মৃত্যু ঠেকাতে ফরেস্ট ও রেলের সমন্বয় বৈঠক:- আলিপুরদুয়ার:-  ডুয়ার্সের ট্রেনরুটে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে শনিবার আলিপুরদুয়ার ডিআরএম অফিসে ফরেস্ট ও রেলের উচ্চপর্যায়ের একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিত গৌতম, পিসিসিএফ ওয়াইল্ড লাইফ উজ্বল ঘোষ সহ রেল ও ফরেস্টের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। বৈঠক শেষে ডিআরএম অমরজিত গৌতম ও পিসিসিএফ ওয়াইল্ড লাইফ উজ্বল ঘোষ সাংবাদিকদের জানান, ফরেস্ট ও রেল যৌথভাবে কাজ করে শিলিগুড়ির সেভক থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ১৬৩ কিলোমিটার ট্রেন রুটে বন্যপ্রাণী মৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে আলোচনায় উঠে আসে, বর্তমানে ডুয়ার্সের এই ট্রেন রুটে আইডিএস (ইন্টারসেকশন ডিটেকশন সিস্টেম) চালু রয়েছে। এই সিস্টেমটি রেললাইনের উপর দিয়ে হাঁটতে থাকা বন্যপ্রাণীদের শনাক্ত করে ট্রেন চালকদের সতর্ক করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, এই সিস্টেমটি আরও কার্যকর করে তোলা হবে। এছাড়াও, প্রয়োজনে নতুন করে আরও আইডিএস সিস্টেম স্থাপন করা হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, রেলের কন্ট্রোল রুমে ফরে

উত্তরবঙ্গের চা শ্রমিকদের ২০% বোনাসের দাবিতে রাজনৈতিক দলগুলো একমত

উত্তরবঙ্গের চা শ্রমিকদের ২০% বোনাসের দাবিতে রাজনৈতিক দলগুলো একমত:- আলিপুরদুয়ার:- উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানে পুজোর আগে ২০% বোনাস প্রদানের দাবি জানালো তৃণমূল,বিজেপি,সিপিএম সহ প্রতিটি রাজনৈতিক দল। আগামী ১৪ সেপ্টেম্বর চা শ্রমিকদের বোনাস নিয়ে প্রথম ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে চা শ্রমিকদের ২০% বোনাস প্রদানের দাবিতে সরব হবে প্রতিটি রাজনৈতিক দল। এই বিষয়ে তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বীরেন্দ্র ওরাও জানান, "মূল্যবৃদ্ধির বাজারে চা শ্রমিকদের ২০% বোনাস প্রদান করতে হবে। নচেৎ উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন হবে।" বিজেপির চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ এর কেন্দ্রীয় নেতৃত্বরা জানান, "চা শ্রমিকদের ২০% বোনাস প্রদানের দাবি করছি। প্রতিবছর দেখা যায় বোনাসের সময় চা বাগান মালিকরা নাটক শুরু করে দেয় কম বোনাস দেওয়ার জন্য। এবার আমরা মানবোনা ২০% বোনাস লাগাবে। নচেৎ উত্তরবঙ্গে প্রতিটি চা বাগান গেট মিটিং শুরু হবে ২০% বোনাসের দাবিতে।" সিটু জেলা সম্পাদক বিকাষ মাহালি জানান, "মালিকপক্ষ প্রতিবছর কম বোনাস প্রদানের জন্য বিভিন্ন অজুহাত দেখায়। কিন্তু আমরা ২০% বোনাস প্রদানের দাবি জানাচ্

আলিপুরদুয়ার ভাঙা রাস্তায় পথ দুর্ঘটনা

আলিপুরদুয়ারের বড়বাজার সংলগ্ন মেইন রোডে বাইকের সাথে টোটোর সংঘর্ষে আহত এক বাইক আরোহী। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করে স্থানীয় ব্যবসায়ীরা। , আলিপুরদুয়ার:- স্থানীয় ব্যবসায়ীরা জানান, আলিপুরদুয়ার থেকে কোচবিহার ও ফালাকাটাগামী এই মেইন রোডে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তা খারাপের কারণে যানজট লেগেই থাকে। প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা যায়, বুধবার বিকেলে টিন বোঝাই একটি টোটো আলিপুরদুয়ারের ১১ নং ওয়ার্ডের জামতলা এলাকা দিয়ে যাচ্ছিল। তখন টোটোটি পাল্টে যায় এবং একটি বাইক আরোহীর ওপর পড়ে যায়। এতে বাইক আরোহী আহত হন। আহত বাইক আরোহী কবির হোসেন জানান, তিনি স্থানীয় একটি দোকানে কাজ করেন। বিকেলে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করে। তারা প্রশাসনের কাছে দাবি জানান, দ্রুত রাস্তা মেরামত করা হোক এবং দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।