সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

17th Dooars Utsav Starting From 29th December 2022 in Alipurduar

আর মাত্র ১১ দিনের অপেক্ষা তার পর শুরু হতে চলেছে ১৬ তম বিশ্ব ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এ  পুজোর আনন্দ কাটতে না কাটতেই আলিপুরদুয়ারের শুরু হতে চলছে  আরেকটি  উৎসবের প্রস্তুতি। যার নাম ডুয়ার্স উৎসব, এই উৎসব শুধু উত্তরবঙ্গের  লোকেদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে তা নয়। সারা ভারতবর্ষ ও প্রতিবেশী দেশগুলির লোকেদের কাছেও,এটি প্রিয় উৎসব হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের সংস্কৃতি এবং কলাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরাই এর প্রধান লক্ষ্য। তাইতো এই উৎসব বিশ্ব ডুয়ার্স উৎসব নামে পরিচিত।  প্রতিবছরের মতো এবছরও 16thবিশ্ব ডুয়ার্স উৎসব অনুষ্ঠিত হতে চলছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে 29th ডিসেম্বর থেকে 7th January 2020 পর্যন্ত। প্রায় 10 দিন ধরে এই উৎসব চলবে আপনার আমার প্রিয় শহর আলিপুরদুয়ারে। উৎসবের দিনগুলিতে উপস্থিত থাকছেন দেশের প্রতিনিধিরা ছাড়াও বিদেশের প্রতিনিধিরাও।  উৎসবে ক্ষুদ্র-মাঝারি শিল্পীদের নিয়ে প্রায় 700 বেশি স্টল, তাছাড়াও থাকছে প্রতিবেশী দেশগুলো থেকে আসা বিভিন্ন স্টল।সাধারণ মানুষকে আনন্দ দিতে উৎসব প্রাঙ্গণ থাকছে তিন তিনটি মঞ্চ। ডুয়ার্সের

Cloths Distribution By Social Club of Alipurduar

15ই ডিসেম্বর 2019,  আলিপুরদুয়ার সোশ্যাল ক্লাবের   এর পক্ষ থেকে পালিত হলো "বস্ত্র" বিতরণ কর্মসূচি। এই বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত করা হয় "কালচিনি ব্লকের রায়মাটাঙ্গ ডিপোতে"  । বস্ত্র বিতরণ করা হয় বাচ্চা,বয়স্ক,পুরুষও মহিলাদের মধ্যে। শীত ও সাধারণ বস্ত্র মিলিয়ে প্রায় 700 টির মত বস্ত্র বিতরণ করা হয় সেদিন। সংস্থা থেকে উপস্থিত  ছিলেন সভাপতি সোমনাথ সরকার, সম্পাদক বিপ্লব দেবনাথ, সেনাজিৎ অধিকারী, সন্দীপ লোহারা, সুব্রত পাল সহ অন্যান্য সদস্যগন।  সংস্থার সম্পাদক বিপ্লব দেবনাথ ,জানান সমাজকল্যাণের সাথেে এবং সাধাারণ মানুষের পাশে থাকারএকটি ছোট্ট প্রয়াস তাদের, তারা সবসময় চেষ্টা রাখে কাজের ফাঁকে, যতটুকু সময় পাওয়া যায়, তা সামাজিক কাজে লাগানো।