সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জলদাপাড়া থেকে একটি হরিণ চলে এলো লোকালয় ফরেস্ট।

আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লক শুংশুঙ্গি এলাকায় লোকালয়ে চলে এলো একটি হরিণ সোমবার জলদাপাড়া ফরেস্ট থেকে একটি হরিণ চলে আসে লোকালয়ে স্থানীয়রা জানান জলদাপাড়া ফরেস্ট থেকে একটি হরিণ তোরসা নদী পার হয়ে শিমলা বাড়ি এলাকায় ঢুকে পড়ে হরিণটি ছোটাছুটি করতে দেখে এলাকার কিছু স্থানীয় বাসিন্দারা হরিণটিকে ধরে চিলাপাতা ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেয় পরবর্তীতে চিলাপাতা ফরেস্ট এর কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

তীর্থ যাত্রীদের জন্য খুশির খবর।

আলিপুরদুয়ার: মতুয়া সম্প্রদায়ের গুরু শ্রী হরিচাঁদ ঠাকুরের 211 তম জন্মজয়ন্তী উপলক্ষে ৮দিন ব্যাপী মেলার আয়োজন হয়েছে বনগা ঠাকুর নগরে।সেই উপলক্ষে সারাদেশ থেকে আগ্রহী তীর্থ যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ভারতীয় রেল বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালাচ্ছে ।সেই কারণে উত্তর পূর্ব সীমান্ত রেল আলিপুরদুয়ার জংশন ও বনগাঁও এবং লামডিং জ্জংশন ও বনগাঁও এর মধ্যে স্পেশাল ট্রেন চালানর সিদ্ধান্ত নিয়েছে। 05464 আলিপুরদুয়ার জংশন - বনগাঁও জংশন স্পেশাল ট্রেন টি সোমবার সকাল ৯ টা ১৫ মিনিট আলিপুরদুয়ার জংশন থেকে রওনা হয়, জানা যায় ট্রেনটি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ৭ টায় বনগাঁও জংশনে পৌঁছাবে। আলিপুর দুয়ার বনগাঁও এর মধ্যে চলাচলে উভয় দিকে মাল বাজার, নিউ জলপাইগুড়ি , মালদা টাউন, বোলপুর শান্তিনিকেতন বর্ধমান এবং ঠাকুর নগর স্টেশন হয়ে যাবে বলে জানা যায়।

বায়োডাইভারসিটি পার্কের শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা শাসক।

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে  বায়োডাইভারসিটি পার্কের শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা l এই বায়ো ডাইভারসিটি পার্কে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, মৌমাছি প্রতিপালন , এবং বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকারের অনুমোদনের 10 লক্ষ টাকা ব্যয়ে পার্ক টিকে  বিভিন্ন ফুল এবং ফুলের গাছে সাজানো হয়েছে l এই পার্কটি রক্ষণাবেক্ষণের  একটি স্বনির্ভর দলকে দায়িত্ব দেওয়া হয়েছে  l এই দলের মাধ্যমে টুরিস্টরা টিকিটের মাধ্যমে বোর্ডিং এর পাশাপাশি পুরো  পার্কটি পরিদর্শন করতে পারবেন  বলে জানা যায় l  এছাড়া এদিন মাদারিহাট এলাকায় দুটি যাত্রী প্রতিক্ষালয় উদ্বোধন করেন জেলাশাসক।

গাঁজা পাচারে ধৃত দুই।

আসাম বাংলা সীমানায় উদ্ধার ২৫৭ কে জি গাঁজা, গ্রেফতার দুই। আলিপুরদুয়ার:   মনিপুর  থেকে রাজস্থানে পাচারের পথে ২৫৭ কেজি গাঁজা উদ্ধার করল কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ অন্তঃ রাজ্য সীমানার পাকড়িগুড়িতে বারবিশা ফাঁড়ির পুলিশ একটি খালি ট্রাক কে রুটিন তল্লাশির জন্য দাড়  করালে ,চালকের কথায় অসঙ্গতি পাওয়ায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির মেঝের গোপন কুঠুরিতে থাকা ২৫৭ কেজি গাঁজা বের হয়।সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় রাজস্থানের দুই বাসিন্দা ভুর সিং গুজ্জার ও মনোজ কুমার কে।ধৃতদের আগামীকাল জলপাইগুড়ির এন ডি পি এস আদালতে পাঠানো হবে।

সেবক করোনেশন সেতুতে হঠাৎ বিস্ফোরণ।

শিলিগুড়ি:-  সেবক করোনেশন সেতুতে হঠাৎ বিস্ফোরণ। বৃহস্পতিবার দুপুরেসেবক করোনেশন সেতুতে হঠাৎ বিস্ফোরণ। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও বিস্ফোরণে কোনো ক্ষতি হয়নি ,পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় মুম্বইয়ের একটি সংস্থার ওয়েব সিরিজের শুটিং চলছে।এই বিস্ফোরণ তারই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।প্রাচীন ঐতিহ্যবাহী এই সেতুটির অবস্থাও খুব একটা ভালো নয়।পাশাপাশি অভয়ারণ্য সংলগ্ন এলাকা হওয়ায় জায়গাটিতে  বিভিন্ন বন্যপ্রাণীদের উপস্থিতি রয়েছে। সেক্ষেত্রে বিপুল পরিমাণ শব্দ ও ধোঁয়া  কতটা পরিবেশ নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।ডুয়ার্স ফোরামের সদস্য চন্দন রায় প্রশ্ন তোলেন হেরিটেজ সেতুর উপর কি ভাবে প্রশাসন এই রকম ঘটনা ঘটানোর অনুমতি দিল তার চিন্তা করা যায় না। এর প্রতিবাদ জানিয়ে সমস্ত মানুষকে এগিয়ে আশার অনুরোধ করেন তিনি।

আলিপুরদুয়ারে ভাওইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান।

আলিপুরদুয়ার পৌরসভার প্রেক্ষাগৃহে বুধবার পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আলিপুরদুয়ার পৌরসভার যৌথ উদ্যোগে 33 তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো । এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী।

রামপুরহাটের নারকীয় হত্যা কান্ডের প্রতিবাদে মহামিছিল আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ার:বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের নারকীয় হত্যা কান্ডের প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল আলিপুরদুয়ার জংশন সিপিআইএম এরিয়া কমিটির বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আলিপুরদুয়ার জংশন সিপিআইএম এরিয়া কমিটির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিনের এই মিছিল আলিপুরদুয়ারের জংশন নেতাজি বিদ্যাপীঠ স্কুল হয়ে আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে সমাপ্ত হয়। এদিনের মিছিলের নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জংশন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক শ্যামল রায়। এছাড়াও হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলীর মেম্বার শিবনাথ সেনগুপ্ত, কৃষ্ণ ব্যানার্জী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা। আলিপুরদুয়ার:বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের নারকীয় হত্যা কান্ডের প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্বের। বুধবার দুপুরে আলিপুরদুয়ার বিজেপির জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিনের এই মিছিল আলিপুরদুয়ারের কলেজ হোল্ড, মাধব মোর ভয়ে আলিপুরদুয়ার চৌপথিতে সমাপ্ত হয় । এদিনের মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদক এ