সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

GREEN VALLEY JALPAIGURI WELFARE ORGANIGATION Distribute Vegetables at Toto Para


লক-ডাউন ।।
টিম গ্রিন ভ্যালি আজ পৌঁছে গেছিলো টোটো পাড়ায়।আলিপুরদুয়ার জেলার মাদারীহাট এলাকায় এই টোটো পাড়া।আজ গ্রীন ভ্যালির পক্ষ থেকে এক ট্রাক খাদ্য সামগ্রী ও শাক-সবজি নিয়ে তাদের কাছে পৌঁছে দেই।ভারতের ইতিহাস ও সংবিধানে এই টোটো জন গোষ্ঠী নিয়ে অনেক নিয়ম-বিধি ও আইনও রয়েছে।দুর্গম পাহাড়ি রাস্তা,
ঘন জঙ্গল,হাতি-লেপার্ড,সাপ ছাড়াও সারাক্ষন হরকা বানের ভয় ছিলোই আমাদের মধ্যে তবুও আমরা শত পরিশ্রমের মধ্যেও তাদের কাছে পৌঁছে যাই।আজ টোটো জন গোষ্ঠী নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরলাম আশাকরি আপনারা বুঝতে পারবেন টিম গ্রীন ভ্যালি কত কষ্টে আজ সেখানে পৌঁছেছে ।।টোটোদের নিয়ে কিছু কথা,
টোটো ভারতের এক অতি ক্ষুদ্র জন গোষ্ঠী। পশ্চিমবঙ্গের আলিপুরদূয়ার জেলার উত্তর প্রান্তে ভুটান সীমান্তে তোর্ষা নদীর ধারে টোটোপাড়া গ্রামে এঁদের বাস। টোটোরা তাঁদের এই গ্রামের বাইরে অন্য কোথাও বাস করেননা।গত শতাব্দীর মাঝামাঝি একটি সমীক্ষায় দেখাগেলো টোটো উপজাতি প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। ১৯৫১ সালের জনগণণায় এঁদের সংখ্যা কমে দাঁড়িয়ে ছিলো ৩২১-এ। পরবর্তী দশকগুলোতে টোটোদের রক্ষা করার জন্য সরকার কিচ্ছু কর্মসুচী গ্রহণ করে। ২০০১ সালের জনগণণায় এঁদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮৪। 
টোটোরা বৃহত্তর ইন্দো-মঙ্গলীয় জনগোষ্ঠীর একটি বিচ্ছিন্ন শাখা। এঁরা ১৩টি গোষ্ঠী বা গোত্রে বিভক্ত। সমোগোত্রীয় বিবাহ টোটো সমাজে নিষিদ্ধ। টোটো ভাষা বৃহত্তর ভোট-বার্মা ভাষা গোষ্ঠীর অন্তর্গত। টোটো ভাষার নিজস্ব কোনো লিপি নেই, তবে অনেকে বাংলা লিপি ব্যবহার করেন। বর্তমান টোটো প্রজন্মের মানুষেরা বাইরের মানুষের সাথে বাংলা এবং নেপালী দুই ভাষাতেই কথাবার্তা চালাতে পারেন। টোটোপাড়া এবং পার্শবর্তী স্কূল গুলোতে বাংলা এবং নেপালী ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হয়। 
মাত্র ২০০০ একর পরিসীমার টোটোপাড়া গ্রামটি টোটোদের একমাত্র বাসভূমি়। জলদাপাড়া অভয়ারণ্যের সন্নিকটে অবস্থিত এই গ্রামটির প্রাকৃতিক দৃশ্য অতি মনরম । ভুটান সীমান্ত বরাবর দাঁড়িয়ে আছে তাদিং পাহাড় । এই পাহাড়ের ঢালেই টোটোদের গ্রাম। পাহাড় ঘেরা এই গ্রামটি টোটো সংস্কৃতি এবং ধর্মের এক অবিছেদ্দ অঙ্গ। 
টোটোপাড়া গ্রামটি ছয়টি পাড়ায় বিভক্ত়। এগুলি হলো পঞ্চাযতগাঁও, মণ্ডলগাঁও, সুব্বাগাঁও, মিত্রঙগাঁও, পূজাগাঁও এবং ধুমচিগাঁও । টোটোপাড়ায় একটি নেপালী বসতি আছে। ১৯৯০ সালে টোটোপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। পরে, ১৯৯৫ সালে হোস্টেল সহ একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বর্তমানে টোটো পাড়ায় একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। 
টোটোদের মধ্যে কৃষিজীবীই বেশি। এঁরা পশুপাখিও পালন করেন। এক সময় টোটোর উচ্চমানের কমললেবু উত্পাদন করত। টোটোদের সমাজ পিতৃ তান্ত্রিক। এঁদের সামাজিক কাঠামো বেশ মজবুত। এঁদের মধ্যে সম গোত্রে বিবাহ হয়না। তবে এক পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে। টোটোর অন্য বর্ণে বিবাহ করেনা। কেউ তা করলে তাকে সমাজ থেকে বহিস্কার করা হয়। 
টোটোরা প্রকৃতিবাদী। প্রকৃতির সব কিছুই তাঁদের উপাস্য। টোটোদের একটি নিজস্ব ধর্ম রয়েছে। অবশ্য অনেকে নিজেদের হিন্দু বলেও পরিচয় দেন। এঁদের প্রধান দেবতা - ইশপা। এঁরা মহাকাল, মহকালী (ঈশপা) পুজো করেন। একখন্ড পাথর কে মহাকাল রূপে এবং দুটো ঢোলককে মহকালী রূপে পুজো করা হয় । পুজোতে 'ইউ' নামক এক প্রকার পানীয় দেবতাকে উত্সর্গ করা হয়।টোটোদের প্রতিটি গোত্রের একটি করে উপাস্য গোত্র দেবতা রয়েছে, আবার প্রতিটি পরিবারের জন্য রয়েছে একটি করে পারিবারিক দেবতা। টোটোদের প্রচলিত গ্রাম-শাষন সংগঠনে গোত্রের আলাদা কোনো স্থান নেই। প্রতিটি পরিবারের প্রধানের সেখানে সমান অধিকার। গ্রাম-শা ষ নের জন্য যে সাধারণ সভা রয়েছে তার নাম 'লাচি-জাংওয়া'। টোটোদের ধর্মীয় সভার সর্ব্বোচ্চ কর্তা - ধর্মীয় প্রধান 'কাজি' আর অ-ধর্মীয় সভার সর্ব্বোচ্চ কর্তা হচ্ছেন - গাপু । 
টোটোরা বাসগৃহ কে বলে 'নাকো-শা'। টোটোদের বাসগৃহগুলি মাটি থেকে ৫-৬ ফুট উঁচু মাচা র ওপর তৈরি করা হয়। কাঠ বাঁশ ও ওডলা গাছের বাকলের রশি দিয়ে তৈরি হয় এই গৃহ। এই বাসগৃহগুলির নিচে টোটোরা গৃহপালিত পশু যেমন গরু, শূকর ইত্যাদি পালন করেন। 
চাষ-আবাদের ক্ষেত্রে টোটোরা খুব একটা দক্ষ নন। তার ওপর জমির অভাব ও জমির উর্বরতার অভাবে টোটোরা সারা বছরের খাদ্যশস্য উত্পাদন করতে পারেননা। টোটোরা চাল, ভুট্টা, মারউয়া, কাউন ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করেন। খাদ্য সংগ্রহের ব্যাপারে ওঁরা এখনো অরণ্যের ওপর অনেকটাই নির্ভরশীল ।।
আপনারা সকলেই ভালো ও সুস্থ থাকুন,আপনারা আমাদের ভারতের ঐতিহ্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Alipurduar Kali Puja Pandal 2019

In 2019 we have uploaded some popular kali puja panels of Alipurduar junction, প্রতি বছরের মতো এবছর আমরা আপনাদের সামনে আলিপুরদুয়ার জংশন এর কালী পূজা প্যান্ডেল এর কিছু ছবি তুলে ধরছি আসা করি আপনাদের ভালো লাগবে  এই কালী পূজা প্যান্ডেল হলো লেলিন কলোনীর  এই কালী পূজা প্যান্ডেল হলো লেলিন কলোনীর  ইটা রোমান্টিক বয়স ক্লাব এর কালী পূজার লাইটিং এর কিছু ছবি  ইটা শিববাড়ি কালী পূজা 

দুস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষায় নিজের জীবনের সঞ্চয় দান অবসর প্রাপ্ত ব্যাংক কর্মী.

 দুস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষায় নিজের জীবনের সঞ্চয় দান অবসর প্রাপ্ত ব্যাংক কর্মী। আলিপুরদুয়ার:- মায়ের ইচ্ছা পূরণে দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়নে নিজের কর্ম জীবনের সঞ্চিত অর্থ ট্রাস্ট তৈরি করে বিদ্যালয় কে দান করলেন অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মী।মঙ্গলবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার নেতাজি বিদ্যাপীঠ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই উদ্যোগের কথা জানালেন ব্যাংক কর্মী অমলেশ চক্রবর্তী। আলিপুরদুয়ার জংশন ভোলারডাবরীর বাসিন্দা অমলেশ  চক্রবর্তী জংশন লিচুতলায় উত্তরবঙ্গ ক্ষত্রিয়  গ্রামীণ ব্যাংকের কর্মী ছিলেন। স্থানীয় বাসিন্দা হওয়ায় এলাকার ছাত্র-ছাত্রীদের আর্থিক অনটনের সমস্যা তার সবটাই জানা। তাই চাকরি থেকে  অবসর নেওয়ার পর থেকেই সেই সমস্যা সমাধান নিয়ে তিনি চিন্তাভাবনা শুরু করেন। তিনি তার মায়ের নাম দিয়ে প্রতিভা দেবী ট্রাস্ট তৈরি করে সেই অর্থ সেখানে দান করেন।ঐ ট্রাস্টে তিনি সর্ব মোট ১০ লক্ষ টাকা দান করেছেন। সেই টাকা ট্রাস্টের নামে ব্যাংকে ফিক্স ডিপোজিট করা থাকবে। আর  টাকার সুদ থেকেই বিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের মেধাবী দুস্থ ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য অনুদান

List of the Schools in Alipurduar South Cluster, Alipurduar-i Block

 1 OAKLAND PUBLIC SCHOOL (PVT) 2 CHECHAKHATA R/R PRY SCHOOL 3 CHECHAKHATA NETAJI VIDYA MANDIR JR HIGH List of the Schools in Netaji Vidyapith High Cluster, Alipurduar-i Block 1 GAYANDRA SSK 2 JUNCTION COLONY R.R. PRY SCHOOL 3 BHOLARDABRI SOUTH CHECHAKHATA PRY SCHOOL 4 PURBA BHOLARDABRI MAHAKALDHAM SSK 5 BHOLARDABRI B.F.P SCHOOL 6 NETAJI VIDYA MANDIR PRY SCHOOL 7 PASCHIM BHOLARDABRI PRY SCHOOL 8 DAMANPUR PART JR.BASIC 9 PASCHIM BHOLARDABRI SSK 10 UTTAR BHOLARDABRI BANKABEHARI PRY 11 NETAJI VIDYAPITH (HIGHER SECONDARY) 12 PRANABANANDA VIDYANIKETAN (PVT) 13 NABODAYA NURSERY SISHU VIDYA (PVT) 14 BIDHAN SMRITI ADDL PRY SCHOOL 15 ST. JOSEPH HIGH 16 UDAY SANGHA SSK