সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আলিপুরদুয়ার এবং ফালাকাটা পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করলো CPIM

আলিপুরদুয়ারঃ পুরসভা নির্বাচনে নির্ঘণ্ট ও বেজে উঠতেই আলিপুরদুয়ার এবং ফালাকাটা পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট। জেলা বামফ্রন্টের আহবায়ক কিশোর দাস এর দাবি প্রার্থী তালিকায় এমন চমক রয়েছে তেমনি প্রাধান্য দেওয়া হয়েছে এলাকায় প্রার্থীর সুনাম এবং খ্যাতি নিয়ে। এছাড়াও প্রার্থী তালিকায় রেড ভলেন্টিয়ার দের গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। এদিন আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করে জেলা বামফ্রন্ট। 20 আশন বিশিষ্ট আলিপুরদুয়ার পৌরসভার 1,2,3,4,9,12,13,14,15,16,17,18 এই বারোটি ওয়ার্ডে সিপিএম প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে ওপরদিকে 5,6,7,10,11,19,20 এই সাত ওয়ার্ডে আর এস পি প্রার্থী ও 8 ওয়ার্ডে সিপি আই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে ।  যদি ও এদিন 15 জন প্রার্থী নাম ঘোষণা হয় আর 6,10,14,15,17 এই পাঁচ ওয়ার্ডের প্রার্থী নাম ঘোষণা পরে হবে বলে জানানো হয়।  ওপরদিকে 18 আশনবিশিষ্ট ফালাকাটা পৌরসভার 15 টি ওয়ার্ডে সিপিএম প্রার্থী নাম ঘোষণা করা হয় ।  ফালাকাটা পৌরসভার 4,7,8 এই তিনটি ওয়ার্ডে প্রার্থী নাম পড়ে ঘোষণা হবে বলে জানানো হয় জেলা বামফ্রন্টের তরফে

আগুনে পুড়ে ছাই এক দোকান

দাউদাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই এক দোকান । মাদারিহাট বিরপাড়া ব্লকের বিরপাড়া ধর্মশালার পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বৃহস্পতিবার রাতে । ধর্মশালার পাশে অবস্থিত একটি দোকানে আগুন লাগে। নিমেষেই ভস্মীভূত হয়ে যায় দোকানটি ।ঘটনা টি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ।তবে আগুন লাগার প্রকৃত কারন এখনো জানা যায়নি।ঘটনা স্থলে বীরপাড়া থানার পুলিশ।দমকলের ইঞ্জিন ফালাকাটা থেকে রওনা দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে।

পুরসভায় নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মহকুমা শাসক বিপ্লব সরকার

আলিপুরদুয়ার: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন থেকেই এই সব জায়গায় জারি হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণ বিধি। এরপর এদিন বিকেলে সর্বদলীয় বৈঠক ডাকলেন মহিকুমা শাসক বিপ্লব সরকার। বৈঠকে উপস্থিত দলীয় নেতৃত্বদের এদিন কী করা যাবে এবং কী করা যাবে না, তা বোঝান তিনি। এই বৈঠকে মহকুমা শাসক বিপ্লব সরকার জানান, 'কোনো দলীয় সভা বা মিছিলে পাঁচশো জনের বেশি জমায়েত করা যাবে না। এছাড়াও সভা ,মাইক ব্যবহার এসবের জন্য দলীয় নেতৃত্বদের আলিপুরদুয়ার আইসির কাছে দরখাস্ত করতে হবে, এরপর তা আমার কাছে আসবে এবং আমি তার অনুমতি দেব।' এছাড়াও এদিনের বৈঠকে জানানো হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ৩ রা ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে, যা ৯ ফেব্রুয়ারি চলবে। এছাড়া মাঝে সরস্বতী পুজো ও রবিবার এই দুই ছুটির দিনে মনোনয়ন জমা নেওয়া হবে না। ১০ ফেব্রুয়ারি স্কুটিনি ও ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের তালিকা ঘোষণা হবে। এছাড়াও এখনও পর্যন্ত  আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়কে আলিপুর

ভারতীয় জনতা পার্টির এবার নজর আলিপুরদুয়ার পুরসভা দখলের।

ভারতীয় জনতা পার্টির এবার নজর আলিপুরদুয়ার পুরসভা দখলের।নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ না হলেও,দোরগোড়ায় পুর ভোট।এবার সেদিকেই লক্ষ্য গেরুয়া শিবিরের।আজ সকালে লক্ষ্য পূরণে আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ড পরিক্রমা করল ভারতীয় জনতা পার্টি।জনসংযোগ বৃদ্ধিতে বুধবার প্রভাতফেরির আয়োজন করা হল দলের পক্ষ থেকে।হাতে দলীয় পতাকা নিয়ে ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে বেড়ালেন দলের নেতাকর্মীরা।তাদেরকে নেতৃত্ব দিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল।দলীয় প্রচার এর মাঝেই ওয়ার্ডবাসীর সঙ্গে কথা বলে শুনলেন সুবিধা অসুবিধার কথা।মতামত বিনিময়ের মাধ্যমে তুলে ধরলেন নিজেদের অবস্থান।পাশে থাকার আশ্বাসে দলকে নিয়ে এগিয়ে চললেন পরবর্তী ঠিকানায়।

বিদ্যালয়গুলিতে সমস্যা প্রতিকারের স্মারকলিপি শিক্ষামন্ত্রী কে

আজ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের আলিপুরদুয়ার জেলা শাখার পক্ষে ডি আই মারফত রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে ভারতবর্ষের স্বাধীনতার 75তম (প্লাটিনাম জয়ন্তী ) বর্ষ উদযাপনের জন্য সরকারী নির্দেশিকা জারী করে সারা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যের বিদ্যালয়গুলোতে পালন করার দাবী জানায়, এছাড়া বিগত এক বছর যাবৎ রাজ্যের স্কুল গুলোতে তৃতীয় ভাষা (সংস্কৃত) বিষয়ে এক্টিভিটি টাক্স না নেওয়া বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এবং সমস্ত বিষয়ের সাথে এই বিষয়েও সমান গুরুত্ব দেবার দাবী জানায় এবং কোন সরকারী লিখিত নির্দেশ ছাড়া নরমাল সেকশনে এপ্রুভাল প্রাপ্ত শিক্ষকদের যেভাবে মৌখিক নির্দেশে দুভাগে বিভাজন করছে সে বিষয়ে স্পষ্ট সরকারী লিখিত নির্দেশ জারী করার দাবি জানায়॥ এছাড়াও জেলায় কিছু শিক্ষকের ট্যাক্সের অর্থ সময়মত জমা না হওয়ায় তারা সমস্যায় পরে, সে সমস্যাও সমাধানের দাবী জানায়॥ এছাড়া লস ইনক্রিমেন্ট ও এসেসমেন্ট ইয়ার 2021-22 এর ফর্ম 16 দ্রুত দেবার দাবি জানানো হয়। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের জেলা সম্পাদক হারাধন ঘোষ জানান যে আমাদের সংগঠনের তরফ থেকে গত 21শে জানুয়ারী থেকে রাজ্যের সমস্ত জেলায় ড

Elephant attack at the education center

আলিপুরদুয়ার :বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের নুরপুর শফিকুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে পানবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে দুটো হাতি ওই মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের রন্ধনশালায় হানা দেয়। রন্ধনশালার দেওয়াল ভেঙ্গে পড়ুয়াদের মিড- ডে মিলের জন্য রাখা কিছু চাল ও অন্যান্য সামগ্রী সাবাড় করে ফের জঙ্গলে ফিরে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে শিক্ষাকেন্দ্রের দুই সম্প্রসারক হরেন্দ্র দেবনাথ ও ধীরেন নার্জিনারি রবিবার সকালে শিক্ষাকেন্দ্রে আসেন। তাঁরা জানান, এই নিয়ে শিক্ষাকেন্দ্রে চতুর্থবার হানা দিল বুনো হাতি। স্থানীয় যুবক সঞ্জয় বর্মন জানান, শিক্ষাকেন্দ্রটি দ্রুত মেরামত করা দরকার। কারণ, এলাকায় এটি একমাত্র স্কুল যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পায়। উল্লেখ্য, এই বিষয়ে পশুপ্রেমী বাদল সিকদার বলেন এই সময় জঙ্গলে খাদ্যের অভাব হয় হাতিদের, তাই এই সময় বন বিভাগের হাতিদের খাদ্যের যোগান দেওয়া উচিত, জঙ্গল ফাঁকা হা হা করছে,বন সুরক্ষা দলগুলিকে আরো সতেজ করে বনদপ্তর যৌথভাবে রাতে টহোল চালানো উচিত, এই শিক্ষাকে

হাট বাজারের মধ্যে কোরনা পরীক্ষা

আলিপুরদুয়ারঃ মাস্ক না পড়লেই করতে কোভিড টেস্ট । রবিবার এই দৃশ্য উঠে এল আলিপুরদুয়ার জেলার হ‍্যামিলণ্টগঞ্জ সাপ্তাহিক হাটে । চা বলয়ে কোভিড গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় চা বলয়ে বিভিন্ন জনবহুল এলাকা ও চা বলয়ের হাটে বাজারে গিয়ে কোভিড টেস্ট শুরু করেছে কালচিনি ব্লক প্রশাসন। আলিপুরদুয়ার জেলার মধ‍্যে অন‍্যতম প্রাচীন ও বৃহৎ সাপ্তাহিক হাট হ‍্যামিলণ্টগঞ্জ সাপ্তাহিক হাটে রবিবার কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা এবং স্ব‍্যাস্থকর্মীরা পৌছে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের কোভিড টেস্ট করা শুরু করে। এছাড়া যারা মাস্ক ব‍্যবহার করছেননা তাদের প্রত‍্যেককে কোভিড পরীক্ষা করা হয়।  কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান কালচিনি ব্লক চা বলয় বহুল এলাকা কালচিনি ব্লকে 21 টি চা বাগান রয়েছে আর এই চা বলয়ে গোষ্ঠী সংক্রমণ যাহাতে শুরু না হয় এজন‍্য চা বলয়ের হাটে বাজারে গিয়ে আমরা কোভিড পরীক্ষা করছি ।  রবিবার সকাল থেকে 48 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে যদিও কারো পজিটিভ রিপোর্ট আসেনি ।