সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সিভিক ভলেন্টিয়ার সেজে কাঠ পাচার।

সিভিক ভলেনটিয়ার সেজে কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়ল পাচারকারী  আলিপুরদুয়ারঃ সিভিক ভলেনটিয়ারের পোশাক ব্যবহার করে কাঠ পাচার করতে গিয়ে বনকর্মীদের হাতে ধরা পড়ল এক পাচারকারী।ওই পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা মূল‍্যের কাঠ। ভুঁয়ো সিভিক ভলেনটিয়ারকে আলিপুরদুয়ার কোর্টে  তোলা হল শণিবার।  জানা যায়,শুক্রবার রাতে আলিপুরদুয়ার জেলার চিলাপাতা এলাকায় এক  বলেরো গাড়ি করে কাঠ পাচার করছিল পাচারকারীরা । গাড়িটিকে অভিযান চালিয়ে ধরে ফেলে বনদপ্তর । এবং গাড়িতে যে পাচারকারী ছিল সে সিভিক ভলেনটিয়ার এর পোশাক পরিহিত সে কোচবিহার জেলার চকচকা এলাকার বাসিন্দা সুখদেব বর্মণ। পরবর্তীতে ঘটনা তদন্ত করে বনদপ্তর জানতে পারে ঐ যুবক সিভিক ভলেনটিয়ার নন সে সিভিক ভলেনটিয়ার পোশাক পড়ে ভুঁয়ো সিভিক ভলেনটিয়ার সেজে কাঠ পাচার করছিল । পাচারকারীকে বনদপ্তরের পক্ষ শণিবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হয় ।

দুইটি দেশী পিস্তল সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করল বারবিশা ফাঁড়ির পুলিশ ।

আলিপরদুয়ার জেলার বারবিশায় দুইটি দেশী পিস্তল সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করল কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ ।  গোপন সুত্রের খবরের ভিত্তিতে বারবিশা লস্করপাড়া এলাকায় একটি লটারির গোডাউন থেকে এক যুবককে দুইটি দেশী পিস্তল সহ দুই রাউন্ড গুলি নিয়ে হাতে হাতে পাকড়াও করা হয় ।  পুলিশ সুত্রে জানাগিয়েছে ধৃত যুবকের নাম জয় দাস (২৩)।  এই বিষয়ে কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার বলেন  , বারবিশার বাসিন্দা গোপাল দাস দীর্ঘদিন সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিল সেই অভিযোগ আমাদের আসে রাতে আমরা তাঁর বাড়ি ঘেরাও করি তারপর বাড়ি থেকে সে পালিয়ে যায় গ্রেফতার করা হয় একজনকে উদ্ধার হয় দুইটি দেশী পিস্তল সহ দুই রাউন্ড গুলি  । শুক্রবার আলিপুরদুয়ার জেলা আদালতে ধৃত ব্যক্তিকে পেশ করা হয় ।

রেলগেট লক হয়ে বিপত্তি।

রেলগেট লক হয়ে বিপত্তি : আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ঘোড়ামারা রেলগেট আচমকাই লক হয়ে বিপত্তি ।একটানা প্রায় আধ ঘন্টা লাইনের ওপর আটকে বহু যাত্রীবাহী গাড়ি । পরবর্তীতে রেলকর্মীদের প্রচেষ্টায় গেট খোলা হয় । তবে এদিন ভোগান্তীর শিকার হন বহু মানুষ। আটকে এম্বুলেন্স সহ একাধিক জরুরি পরিষেবার সাথে যুক্ত ব্যক্তীরা । উল্লেখ্য,একাধিকার রেল দফতরের কাছে এই রেলগেটে ফ্লাই ওভারের দাবী জানিয়েছেন স্থানীয়রা ,তবুও আজও তৈরি হয়নি ফ্লাইওভার ,এই নিয়েও ক্ষোভ জমছে জনমানসে।

মোমবাতির আগুনে পুড়ে ছাই ঘর,ঘটনায় মৃত এক  যুবক।

মোমবাতির আগুনে পুড়ে ছাই ঘর,ঘটনায় মৃত এক  যুবক। আলিপুরদুয়ার: বৃহস্পতিবার রাতে লোডশেডিং থাকার কারণে পাড়ার দোকান থেকে মোমবাতি কিনে সেটি জ্বালিয়ে ঘরের ভেতর একা ঘুমিয়ে ছিল আলিপুরদুয়ার জেলার দুই নম্বর ব্লকের পানবাড়ির যুবক  বছর সাতেরোর এতোয়া  হেমব্রম।  সেই ঘুমই কাল হল তার। রাতে সেই মোমবাতির থেকে ঘরে আগুন লাগলেও প্রথমে টের পায় নি সে। কিন্তু পরে যখন টের পায় ততক্ষনে ঘরের চারদিক দাউ দাউ করে জ্বলছে ।প্রাণ বাঁচানোর তাগিদে চিৎকার করতে থাকে সে । তার চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো  হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। একজন ঘরের বেড়ার টিন ভেঙে ঝুঁকি নিয়ে তাকে বের করে আনে কিন্তু ততক্ষণে দেহের অনেকটাই পুড়ে গেছে। যিনি উদ্ধার করেন  ,সেও আহত হয় আগুনে । তৎক্ষণাৎ ওই যুবক কে গাড়ি ভাড়া করে স্থানীয়রা জেলা হাসপাতালে নিয়ে যায় । শুক্রবার সকালে ওই যুবকের মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক তার মার সঙ্গে ওই বাড়িতে থাকত। কিন্তু বৃহস্পতিবার তার মা বাড়িতে ছিল না। শুক্রবার ওই যুবকের মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রাজ্য সড়কে দাঁড়িয়ে দাঁতাল হাতি ,বন্ধ যান চলাচল ।

আলিপুরদুয়ার: হাসিমারা থেকে কোচবিহার গামী চিলাপাতা রাজ‍্য সড়কে বুধবার দিনের আলোতে  ঘোরাঘুরি করছে দাঁতাল হাতি । আর দাঁতাল হাতি সড়কে থাকায় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কের দুধারে দাড়িয়ে রয়েছে গাড়ি। বুনো দাঁতাল হাতি দেখে অনেকে হাতির ছবি তুলতে ব‍্যাস্ত হয়ে পড়ে। প্রায় একঘণ্টা  ধরে প্রধান সড়কে দাড়িয়ে  থেকে  বুনো দাঁতাল হাতিটি চিলাপাতা জঙ্গলে প্রবেশ করে।

মালঙ্গী চা বাগানে রেশন বণ্টণ নিয়ে দূর্ণীতির অভিযো বাগানের শ্রমিকদের ।

মালঙ্গী চা বাগানে রেশন বণ্টণ নিয়ে দূর্ণীতির অভিযো বাগানের শ্রমিকদের । কালচিনি ব্লকের মালঙ্গী চা বাগানে শ্রমিকদের রেশন প্রদান নিয়ে অনিয়মের অভিযোগ উঠল । মঙ্গলবার শ্রমিকরা অভিযোগ করেন রেশন বণ্টণে দায়িত্বে থাকা স্বনির্ভর দলের সদস্যরা শ্রমিকদের থেকে ফিঙ্গার প্রিণ্ট আঙ্গুলের ছাপ নিয়ে নিচ্ছে কিন্ত রেশন দিচ্ছেনা । রেশন দিচ্ছে আঙ্গুলের ছাপ নেওয়ার তিন সপ্তাহ পড়ে এছাড়া রেশনে যে চাল দিচ্ছে সেটা পোকামাকড় ভর্তি খাওয়ার অযোগ্য। এদিন বিজেপি নেতৃবৃন্দ এলাকায় আসেন তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং বিজেপি নেতৃবৃন্দ ও অভিযোগ করেন জনগণ রেশন নিয়ে হয়রানি হচ্ছে আঙ্গুলের ছাপ নেওয়ার পর ও কেন রেশন মিলছেনা এই নিয়ে প্রশ্ন তুলছে । যদি এই বিষয়ে রেশন বণ্টণে দায়িত্বে থাকা স্বনির্ভর দলের কোষাধ্যক্ষ রিঙ্কু ওরাঁও জানান যেদিন আসছে রেশন সেদিন আমারা প্রদান করছি।  এই বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান।বিষয়টা শোনামাত্র আমি ফুড ইন্সপেক্টরকে বলেছি বিষয়টা দেখতে এবং ঐ এলাকার গ্ৰায পঞ্চায়েত প্রধান ও আধিকারিকদের  বলা হয়েছে বিষয়টা দেখতে সম্পূর্ণ রিপোর্ট হাতে পেয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্ৰহণ করবো।

মোটর বাইকের গ্যারেজে আগুন।

মোটর বাইকের গ্যারেজে আগুন  আলিপুরদুয়ার: হঠাৎ একটি মোটর বাইকের দোকানে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের শালকুমারহাটে ।স্থানীয়রা কালো ধোঁয়া দেখতে পেয়ে তড়িঘড়ি  এসে  আগুন নেভানোর  চেষ্টা চালায় ।খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন , দমকল কর্মীদের  তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসবার আগেই ওই গ্যারেজে মেরামতির জন্য থাকা দুটি মোটর বাইক পুড়ে নষ্ট হয়ে যায় । পাশাপাশি দোকানের ও এক নতুন যন্ত্রাংশও আগুনে নষ্ট হইয়ে গেছে ।