সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কলেজের ভর্তির ফি মুকুবের দাবিতে প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সম্মুখে বিক্ষোভ অবস্থান

মঙ্গলবার আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের সব ধরনের ফি মুকুবের দাবিতে, রাস্তায় নামলেন কলেজ পড়ুয়ারা। এদিন কলেজ হল্ট থেকে রেলি করে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সম্মুখে বিক্ষোভ অবস্থান করেন তারা। তাদের দাবি করুনার এই মহামারিতে আর্থিক সংকট একটা বড় সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন লকডাউন থাকায় পরিবারের কাজ বন্ধ হয়ে পড়ে ও অর্থ উপার্জন করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তাদের পক্ষে কলেজের ফি দেওয়া সম্ভব নয়। তাদের সরকারের কাছে অনুরোধ তাদের সব ধরনের কলেজ  ফি মুকুব করে দিলে অনেক পরিবার ভীষণ ভাবে উপকৃত হবেন। এই আশা নিয়ে তাদের এই অবস্থান বলে জানা যায়।

৫০ কার্টুন আসাম বিয়ার উদ্ধার করল বীরপাড়া পুলিশ।

আলিপুরদুয়ার বীরপাড়া:- গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ৪৮ এশিয়ান হাইওয়ে র এক বেসরকারি ধাবার সামনে থেকে HR38 AA 8141 নম্বরের ছয় চাকার একটি ট্রাক তল্লাসি চালিয়ে ৮৪ হাজার টাকা মূল্যের অসমের ৫০ কার্টুন বিয়ার উদ্ধার করে বীরপাড়া পুলিশ। আলিপুরদুয়ার বিরপাড়া ওসি জানান প্রতিটি কার্টুনে ২৪ টি করে ৫০০ মিলিলিটারের বিয়ারের ক্যান প্যাকেট করা ছিল। ট্রাকটি অসম থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বলে পুলিশের অনুমান।  বীরপাড়া থানার ওসি প্রেম কুমার থামি Prem Kumar Thami জানালেন গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে  হরিয়ানা নম্বরের একটি ৬ চাকার ট্রাকে করে অসমের বিয়ারের চোরা চালান হচ্ছে।  খবর পেয়ে বীরপাড়া থানার পুলিশ এশিয়ান হাই ওয়েতে ওৎ পেতে থেকে অপেক্ষা করে। এক থাবার সামনে থেকে ট্রাক তল্লাসি করে চোরাই বিয়ার উদ্ধার করা হয়। তবে পুলিশি তল্লাসির সময় ট্রাকের চালক বা সহকারি কেউ উপস্থিত না থাকায় কেউ গ্রেপ্তার হয় নি। পুলিশ ট্রাক সহ চোরাই বিয়ার বাজেয়াপ্ত করে বেঙ্গল একসাইজ এর আইন অনুযায়ী কেস করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে ওসি জানান। এদিকে গত দু সপ্তাহের মধ্যে বেশ কয়েক বার কাশির ওষুধ উদ্ধার হবার পর রবিবার রাতে চো

Art competition in Alipurduar

  সোশ্যাল ক্লাব অব আলিপুরদুয়ার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে প্রায় 100 এর উপর ছাত্র-ছাত্রী নিয়ে আলিপুরদুয়ার হাইস্কুলে আয়োজিত হল মেগা আর্ট কম্পেটিশন-2021 ও কুইজ প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চ্যাটার্জী, অধ্যাপক জ্যোতি বিকাশ নাথ,চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ, পবন পুরোহিত, সন্দীপ ভার্মা সহ বিশিষ্ট ব্যক্তিরা। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের শংসাপত্র এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরকে স্মারক উপহার হিসেবে দেওয়া হয়েছে। অঙ্কন প্রতিযোগিতা সমাপ্ত হবার পর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। সেখানেও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। সম্পাদক বিপ্লব দেবনাথ জানান আগামী দিনেও সংস্থার পক্ষ থেকে এমন পরিবেশ বান্ধব এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ড নেওয়া হবে।

GREEN VALLEY JALPAIGURI WELFARE ORGANIGATION Distribute Vegetables at Toto Para

লক-ডাউন ।। টিম গ্রিন ভ্যালি আজ পৌঁছে গেছিলো টোটো পাড়ায়।আলিপুরদুয়ার জেলার মাদারীহাট এলাকায় এই টোটো পাড়া।আজ গ্রীন ভ্যালির পক্ষ থেকে এক ট্রাক খাদ্য সামগ্রী ও শাক-সবজি নিয়ে তাদের কাছে পৌঁছে দেই।ভারতের ইতিহাস ও সংবিধানে এই টোটো জন গোষ্ঠী নিয়ে অনেক নিয়ম-বিধি ও আইনও রয়েছে।দুর্গম পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল,হাতি-লেপার্ড,সাপ ছাড়াও সারাক্ষন হরকা বানের ভয় ছিলোই আমাদের মধ্যে তবুও আমরা শত পরিশ্রমের মধ্যেও তাদের কাছে পৌঁছে যাই।আজ টোটো জন গোষ্ঠী নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরলাম আশাকরি আপনারা বুঝতে পারবেন টিম গ্রীন ভ্যালি কত কষ্টে আজ সেখানে পৌঁছেছে ।।টোটোদের নিয়ে কিছু কথা, টোটো ভারতের এক অতি ক্ষুদ্র জন গোষ্ঠী। পশ্চিমবঙ্গের আলিপুরদূয়ার জেলার উত্তর প্রান্তে ভুটান সীমান্তে তোর্ষা নদীর ধারে টোটোপাড়া গ্রামে এঁদের বাস। টোটোরা তাঁদের এই গ্রামের বাইরে অন্য কোথাও বাস করেননা।গত শতাব্দীর মাঝামাঝি একটি সমীক্ষায় দেখাগেলো টোটো উপজাতি প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। ১৯৫১ সালের জনগণণায় এঁদের সংখ্যা কমে দাঁড়িয়ে ছিলো ৩২১-এ। পরবর্তী দশকগুলোতে টোটোদের রক্ষা করার জন্য সরকার কিচ্ছু কর্মসুচী গ্রহণ করে। ২০০১ সালের জনগণ

Alipurduar Lovers are upset Due To Coronavirus

CoronaVirus COVID19  ভাইরাসের আতঙ্কে এবার প্রেমিক-প্রেমিকারা চিন্তিত তাদের সময় কাটানো জায়গাগুলি নিয়ে। স্কুল গুলি বন্ধের  ঘোষণার পর একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল ও পার্ক গুলি। প্রতিদিন সময় কাটানো গুলি না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছেন, মনে  হচ্ছে তাদের আনন্দ ও ভালোবাসা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে, কোন কাজে মন লাগছে না, এমনটাই প্রকাশ করলেন আমাদের সাথে কুশল চক্রবর্তী নামে এক প্রেমিক।  সে আলিপুরদুয়ারের বাসিন্দা প্রতিদিন সে বিকেল 3 PM করে পার্কে আসেন প্রায় দুই ঘণ্টা ধরে তার প্রেমিকার সাথে সময় কাটান। করোনা ভাইরাস নিয়ে ভয় থাকলেও, তার থেকে বেশি চিন্তিত প্রেমিকের সাথে সময় না কাটাতে পাড়ায়। এ বিষয়ে আপনাদের মতামত কি আমাদের জানাবেন সিনেমা হল ওপর গুলি কি বন্ধ করা উচিত না খোলা রাখা উচিত।

Coronavirus First Case In West Bengal

মানুষের কাছে করুণা ভাইরাসের আতঙ্ক যেমন দিনের পর দিন বাড়ছে, তেমনি বাড়ছে  দিনের পর দিন মাক্স এর দাম। যে সাধারণ মাক্স 20-30 টাকার মধ্যে পাওয়া যায় সেই মাক্স এর দাম বেড়ে হয়েছে 120 -150 টাকা।  মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া হারে ব্যবসা করছেন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বাজারের বিভিন্ন  ব্যবসায়ীরা। আর মাক্স কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষেরা ।  ভয় পাবেন না সুস্থ মানুষে দের মাক্স এর কোন প্রয়োজন নেই। একমাত্র অসুস্থ মানুষ দের মাক্স বেশি প্রয়োজন।তবে ভিড় জায়গায় যাওয়ার সময় মাক্স ব্যবহার করা ভালো । যদি মাক্সের একান্ত প্রয়োজন পড়ে তাহলে আপনারা সার্জারি মাক্স ব্যবহার করতে পারেন যার দাম 20-30 টাকা পড়বে।এটা অনলাইনে কিনতে পারেন। যদি কিনতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন। https://bit.ly/2TUUceq

Cannon Photography Workshop at Alipurduar

Alipurduar: মার্চ 15 তারিখ Hotel Dooars mountain  এ শুরু হতে চলছে Cannon companyএর পক্ষ থেকে   Free Photography Workshop অনুষ্ঠান।   Photography Workshop অনুষ্ঠান  চলবে   11am থেকে  বিকাল  4:30  pm পর্যন্ত শুধু মাত্র একদিনের জন্য। এখানে আপনি পাবেন ফটোগ্রাফি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ট্রেনিং  আকর্ষণীয় ফটো তোলার টিপস ও জানা-অজানা ফটো সম্বন্ধে অনেক তথ্য।  ট্রেনিং দিবেন Apratim Saha. আপনারা যারা ফটো নিয়ে কাজ করতে চান বা ফটো তোলার উপর ইন্টারেস্ট রাখেন এবং যারা  এই ওয়ার্কশপ এ যারা অংশ গ্রহণ করার কথা ভাবছেন তারা যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।   ওয়ার্কশপ করার জন্য আপনাকে কোনো ধরনের টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে। অংশগ্রহণ করার জন্য দেওয়া প্রসেস follow করুন। Type your Full Name and send it to 8348 340526