সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এডমিট কার্ড হারানো ছাত্রীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন কালচিনির ভিডিও।

আ্যডমিট কার্ড হারিয়ে ফেলেছে মাধ‍্যমিক পরীক্ষার্তী । কালচিনি বিডিও ভেনু ইনচার্জের উদ‍্যোগে যথাসময়ে পরীক্ষা শুরু হল পরীক্ষার্তীর ।  দলসিংপাড়া শ্রী গণেশ  বিদ‍্যালয়ে মাধ‍্যমিক কেন্দ্রে সেণ্টার পড়েছে জয়ঁগা এলাকার বাসিন্দা মধু হাই স্কুলের ছাত্রী রেশমি পারভিন । কিন্ত তার আ্যডমিট হারিয়ে ফেলেছে । এদিন পরীক্ষা কেন্দ্রে এসে কিছু বুঝে উঠতে পারছিল না সে । ঐ সময় দলসিংপাড়া শ্রী বিদ‍্যালয় হাই স্কুলে পরীক্ষাকেন্দ্রে আসেন বিডিও কালচিনি । ছাত্রী রেশমি পারভিন কালচিনি বিডিও এবং ভেনু ইনচার্জ কৌশল কিশোরকে জানান বিষয়টা। তৎক্ষণাৎ উদ‍্যোগ গ্ৰহণ করে তার রোল নং ব‍্যবস্থা করা এবং তার স্কুল থেকে আ্যডমিটের প্রিণ্ট কপি আনানো ব‍্যবস্থা করা হয় এবং যথাসময়ে পরীক্ষার্তীকে শ্রেণী কক্ষে বসানো হয় ।

মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য মোবাইল বাইক পরিষেবা চালু করলেন আলিপুরদুয়ার জেলাপ্রশাসন।

শুরু হল মাধ্যমিক পরীক্ষা,পরীক্ষার্থীদের জন্য চালু করা হল মোবাইল বাইক। সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হল।চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।পরীক্ষার্থীরা সকলেই কোভিড বিধি মেনে মাস্ক পরে পরীক্ষা দিতে আসে পরীক্ষা কেন্দ্রে,সকাল থেকে এই ছবি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র। কিন্তু এর মাঝে আলিপুরদুয়ারের একটি ছবি বেশ নজর কাড়ল সাধারণ মানুষের।হল ক্যামেরা বন্দি। আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু করল মোবাইল বাইক পরিষেবা।যেসব ছাত্রছাত্রী দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে এসেছে বা পরবর্তী দিনগুলোতে আসবে, তাদের যাতায়াত এর সুবিধার্থে এই পরিষেবার উদ্যোগ নিল জেলা ট্রাফিক পুলিশ।এই পরিষেবার শুভ উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুভান্সি।এই পরিষেবায় নিযুক্ত থাকবেন লেডি পুলিশ এবং সিভিক পুলিশ। এবার আসি একটি বিশেষ উদ্যোগে।আলিপুরদুয়ার জংশন যুব তৃণমূল কংগ্রেস এবং আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ ২নং অঞ্চল এর পক্ষ থেকে আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ গার্লস এবং বয়েস স্কুলে আসা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল একটি করে

কালচিনি ব্লক প্রশাসন মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য চালু করলেন হেল্পলাইন নাম্বার ।

প্রত‍্যন্ত বনবস্তি , চা বলয় এলাকার মাধ‍্যমিক পরীক্ষার্তীদের পরীক্ষাকেন্দ্রে পৌছে দেবে কালচিনি ব্লক প্রশাসন মাধ‍্যমিক পরীক্ষার্তীদের সুবিধার্থে হেল্পলাইন নং জারী করল কালচিনি ব্লক প্রশাসন ‌ ।আগামী ৭মার্চ থেকে শুরু হচ্ছে মাধ‍্যমিক পরীক্ষা । মাধ‍্যমিক পরীক্ষা চলাকালীন যাতে ছাত্রছাত্রীরা কোনো সমস্যায় না পড়ে পরীক্ষা কেন্দ্রে আসতে তার জন‍্য হেল্পলাইন নং জারী করল কালচিনি ব্লক প্রশাসন। শনিবার দলসিংপাড়া শ্রী গণেশ বিদ‍্যালয় হাই স্কুলে পরিদর্শনে এসে একথা জানান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ । বিডিও জানান কালচিনি ব্লকের প্রত‍্যন্ত এলাকা , বনবস্তি এলাকা ও চা বলয় এলাকা থেকে মাধ‍্যমিক পরীক্ষার্তীরা আসবে পরীক্ষা দিতে আর এই দূরদূরান্ত প্রত‍্যন্ত এলাকা থেকে মাধ‍্যমিক পরীক্ষার্তীদের পরীক্ষা কেন্দ্রে আসতে যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নং এ ফোন করলে প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্তীদের জন‍্য গাড়ি পাঠানো হবে এবং গাড়ি করে পরীক্ষার্তীদের পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়া হবে এবং পরীক্ষা শেষে ঘরে পৌছে দেওয়া হবে । কালচিনি বিডিও জানান ইতিমধ্যে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েতে এই হেল্পলাইন নং পাঠিয়ে দেওয়া হয়েছে।

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন কালচিনি ভিডিও।

 আলিপুরদুয়ারঃ আগামী ৭মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠ ভাবে মাধ্যমিক পরীক্ষা করার লক্ষ‍্যে বৃহস্পতিবার কালচিনি ব্লক কারয‍্যালয়ে কালচিনি ব্লকের সমস্ত ভেনু ইনচার্জ,পুলিশ প্রশাসন,স্ব‍্যাস্থ আধিকারিক ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করল কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার । এদিন বৈঠক শেষে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান কালচিনি ব্লকে সুষ্ঠ ভাবে মাধ‍্যমিক পরীক্ষা করার লক্ষ‍্যে এদিনের প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়।

আলিপুরদুয়ারে আগুনে ভস্মীভূত চারটি দোকান

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার পুরসভার 5 নম্বর ওয়ার্ডের শোভাগঞ্জ এলাকায়  আগুনে ভস্মীভূত চারটি দোকান।  বুধবার সাড়ে বারোটা নাগাদ আলিপুরদুয়ার শোভাগঞ্জ এলাকায় একটি হোটেলে আগুন লাগে তারপর সেখান থেকে আগুন পাশের মুদি দোকান,ডীম দোকান ও একটি ইলেকট্রিক দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় । আগুন লাগাবার কিছুক্ষণ মধ‍্যে ঘটনাস্থলে আলিপুরদুয়ার দমকলকেন্দ্র থেকে দুটি ইঞ্জিন এসে পৌছায় এবং প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

দক্ষিণ দিনাজপুর পৌর ভোটের ফলাফল

দক্ষিণ দিনাজপুর:  ঝড় তো নয় এ যেন সুনামী। আর সেই সুনামীর ধাক্কায় উড়ে গেল বিজেপি। দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর ও বালুরঘাট দুই পুরসভাই পুনরায় দখল নিল তৃনমুল। উনিশের লোকসভা নির্বাচনে পদ্মঝড় দেখেছিল এই জেলা।কিন্তু বিধানসভা ভোটে সেই ঝড় ছিল অনেকটাই স্থিমিত। কিন্তু বাইশের পুরভোটে জেলা দেখল সবুজ সুনামি। এই সুনামি যে ধেয়ে আসতে চলেছে সেটা কিন্তু ৪;পুরনিগমের ফলই ইঙ্গিত দিয়ে দিয়েছিল আগে ভাগেই।তবুও শিক্ষা নেয়নি বিজেপি সহ অনান্য বিরোধী শিবির। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিজস্ব জেলা দক্ষিণ দিনাজপুর জেলার ২টি পুরসভায় এবারে ভোট হয়েছিল শান্তিপুর্ন ভাবে । বালুরঘাট ও গঙ্গারামপুর। দুটি পুরসভাতেই কার্যত বিজেপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতা দখল করেছে তৃণমূল। বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে ফুটেছে ঘাসফুল। ২টি ওয়ার্ড গিয়েছে বামেদের দখলে। কোথাও নেই বিজেপি। গঙ্গারামপুরের ১৮টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল।  ভোটের আগে রাজ্য সরকার পরিচালিত পুরসভার বিভিন্ন আর্তসামাজিক উন্নয়নমুলক স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী প্রকল্প গুলিই বলত

আলিপুরদুয়ার ভোটের ফলাফল

আলিপুরদুয়ার পৌরসভা  1 নং ওয়ার্ড তৃণমূল 1432 জয়ী    2 নং ওয়ার্ডে 278 ভোটে নির্দল জয়ী  3 নং তৃণমূল 675 ভোটে জয়ী  4 নং ওয়ার্ড তৃণমূল ৬০৫ ভোটে জয়ী  5 নং ওয়ার্ডে 525 ভোটে জয়ী   6 নং ওয়ার্ডে নির্দল 153 ভোটে জয়ী  7 নং ওয়ার্ডে 784 ভোটে তৃণমূল জয়ী  8 নং ওয়ার্ড তৃণমূল জয়ী 1011 9 নং ওয়ার্ড তৃণমূল জয়ী  10 নং ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী 143 ভোটে ।  11 নং ওয়ার্ড তৃণমূল ২২২১ 12 নং ওয়ার্ডে 541 ভোটে জয়ী তৃণমূল  14 তৃণমূল জয়ী 83 13 নং তৃণমূল জয়ী 252 ভোটে  15 নং ওয়ার্ডে 637 ভোটে জয়ী তৃণমূল 16 নং তৃণমূল 275  17 নং 228 তৃণমূল  18 নং 585 তৃণমূল  19 নং 508 তৃণমূল  20 নং ওয়ার্ড কংগ্রেস 748