সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আলিপুরদুয়ারের জয়ন্তী নদীতে হারপা বানে ভেসে মৃত্যু এস এস বি জওয়ানের।

আলিপুরদুয়ারের জয়ন্তী নদীতে হারপা বানে ভেসে মৃত্যু এস এস বি জওয়ানের: আলিপুরদুয়ারঃ খরস্রোতা  জয়ন্তী নদী পার হতে গিয়ে হরপা বানে ভেসে গেলেন এক এসএসবি জওয়ান। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার  জয়ন্তী এলাকার। এরপর জওয়ানকে উদ্ধার করে  লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত জওয়ানের নাম বিজেন্দ্রর সিং, তিনি এসএসবি ৩৪ ব্যাটালিয়নে কনস্টেবল পদে ভুটিয়াবস্তিতে কর্মরত ছিলেন। বিজেন্দ্রর উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্র খবর, 'এদিন বিকেলে এসএসবি কনস্টেবল বিজেন্দ্রর সিং ও তার দুই সঙ্গী কিছু সামগ্রী আনতে ভুটিয়াবস্তি থেকে জয়ন্তী নদী পার করে জয়ন্তীর দিকে যাচ্ছিলেন, সেই সময়ই নদীতে হরপা বানের প্রবল স্রোতে তিনজন জওয়ানই ভেসে যান। তাদের ভেসে যেতে বাকি জওয়ানরা তৎক্ষণাৎ তাদের উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন তবে, শুধুমাত্র দুজন জওয়ানকেই উদ্ধার করতে পারে সঙ্গী জওয়ানরা। ভেসে যান এসএসবি কনস্টেবল বিজেন্দ্রর সিং। এরপর ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে তাকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'

আন্তর্জাতিক বিনোদন চ্যানেলের অ্যাপ হ্যাক করে বেআইনি ব্যাবসা , গ্রেফতার যুবক।

আন্তর্জাতিক বিনোদন চ্যানেলের অ্যাপ হ্যাক করে বেআইনি ব্যাবসা , গ্রেফতার যুবক:-  আলিপুরদুয়ার: ইদানিং ott প্লাটফর্মের জনপ্রিয়তা যথেষ্ট তুঙ্গে । যার মধ্যে দিয়ে বিভিন্ন বিনোদন কোম্পানী গুলো বেশ ভালো টাকা দর্শকদের কাছ থেকে ঘরে  তুলছে প্রতিনিয়ত।এর জন্য অবশ্য একটা বিপুল পরিমাণ অর্থ লগ্নিও করতে হচ্ছে তাদের ।এবার  বে আইনি ভাবে ,একেবারে  বিনা  পুঁজিতে সেই ব্যাবসা  ফেঁদে উপার্জন শুরু করেছিল আলিপুরদুয়ার জেলার বারবিশার এক যুবক। বর্তমানে সাইবার জালিয়াতির কথা নতুন কিছু নয়। কিন্তু শহর ছাড়িয়ে এবার সাইবার জালিয়াতির জাল যেভাবে গাঁয়ে গঞ্জে ছড়িয়ে পড়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে জনমানসে।একটি আন্তর্জাতিক বিনোদন চ্যানেলের অ্যাপ হ্যাক করার অপরাধে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানার বারোবিশা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্ত ওই যুবকের নাম সুদীপ সুত্রধর।ওই হ্যাকার যুবক  নিজের কেরামতিতেই তৈরি করে ফেলেছিল একটি আস্ত অ্যাপ।এবং যা মাত্র পঁচিশ টাকার বিনিময়ে বিক্রি করছিল  মানুষকে ।বিনোদন কোম্পানি সূত্রে খবর,ইতিমধ্যে  সে প্রায় হাজারের ওপরে গ্রাহকও তৈরি করে ফেলেছে। ।তদন্তে নেমে পুলিশ আরও জা

গোবর জল ও গঙ্গা জল ছিটিয়ে শুভেন্দুর সভা মঞ্চ ও রাস্তা শুদ্ধ করলেন যুব তৃণামূলের কর্মীরা

গোবর জল ও গঙ্গা জল ছিটিয়ে শুভেন্দুর সভা মঞ্চ ও রাস্তা শুদ্ধ করলেন যুব তৃণামূলের কর্মীরা: আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় সোমবার বিকেলে যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেছেন , এবং যে রাস্তা দিয়ে তিনি গেছেন সোমবার রাতেই সেই পুরো এলাকা গোবর জল ও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করলেন ফালাকাটার যুব তৃণমূল কর্মীরা।

বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের।

মর্মান্তিক  বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের:- আলিপুরদুয়ার: রবিবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে কালচিনি ব্লকের  পূর্ব সাতালির বাসিন্দা ৩১ বছরের অভিষেক মণ্ডল ,নিজের ব্যাক্তিগত কাজ সেরে মাদারিহাট থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। তোর্সা নদীর ব্রিজের কাছে হাসিমারা তে সেই সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । খবর পেয়ে হাসিমারা পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে । সোমবার সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে।

হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের।

হাতির হানায় বৃদ্ধের মৃত্যু।  আলিপুরদুয়ার: এক সপ্তাহের মধ্যেই ফের হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানে।মৃত ব্যক্তির নাম কিরণ সুব্বা(৬০)। তার পরিবার সূত্রে জানা গেছে , শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ৪ টার দিকে কিরণ সুব্বা বাড়ির বাইরে এলে, সে সময় এলাকায় ঘুরতে থাকা এক বুনো হাতি তার ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।' খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানার পুলিশ।প্রসঙ্গত উল্লেখ, গত মঙ্গলবার এই জেলারই কুমারগ্রাম ব্লকের মারাখাতাতেও হাতির হানায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই অবস্থায় পুরো জেলা জুড়ে হাতির আতংক বিরাজ করছে।

লেপার্ডের আক্রমণে জখম দশ জন।

আলিপুরদুয়ারঃ ৪৮ ঘণ্টা পর আলিপুরদুয়ার জেলার শিলবাড়িহাট ঘাটপাড় এলাকা থেকে লেপার্ডকে খাঁচাবন্দী করতে সক্ষম হল বনদপ্তর। গত রবিবার আলিপুরদুয়ার জেলার শিলবাড়িহাট ঘাটপাড় এলাকায় লোকালয়ে প্রবেশ করে লেপার্ড। লোকালয়ে প্রবেশ করে লেপার্ড গ্ৰামে বাসিন্দা দের উপর আক্রমণ চালায় । লেপার্ডের আক্রমণে জখম হয় মোট দশ জন। বনদপ্তর থেকে শত চেষ্টার পর ও লেপার্ডটিকে রবিবার খাঁচাবন্দী করা সম্ভব হয়নি। গতকাল ও ঘাটপাড় এলাকায় বনদপ্তরের জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে খাঁচা বসানো হয় এবং জাল বিছানো হয় । লেপার্ডকে খাঁচাবন্দী করার জন‍্য চেষ্টা চালানো হয় । কিন্ত লেপার্ডের দেখা মিলেনি।  মঙ্গলবার দুফুরে ঘাটপাড় এলাকায় একটি সুপারি গাছে উপরে লেপার্ডটিকে দেখতে পায় গ্ৰামবাসীরা । পরবর্তীতে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে লেপার্ডটিকে কাবু করে খাঁচাবন্দী করতে সক্ষম হয় । প্রায় ৪৮ ঘণ্টা পর লেপার্ডটিকে খাঁচাবন্দী করতে পেরে স্বঃস্তির নিঃশ্বাস ফেলেছে গ্ৰামবাসী থেকে শুরু করে বনদপ্তরের কর্তারা।

প্রকাশ‍্য দিবালকে খুন এক ব্যবসায়ীকে।

আলিপুরদুয়ারঃ  প্রকাশ‍্য দিবালকে ব‍্যবসায়ী খুনের ঘটনায় যুক্ত দোষীকে গ্ৰেপ্তার করল পুলিশ । টাকার জন্যই খুন করা হয়েছে কালচিনির ব্লকের হ্যামিল্টনগঞ্জের ব্যবসায়ী দিলীপ পালকে', শুক্রবার কালচিনি থানায় সাংবাদিক বৈঠকে একথা জানান জয়গাঁ অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 'গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের মধ্যে মূল অভিযুক্ত ভরত ছেত্রী (৩৭) এর সাথে দিলীপ পালের বহু বছরের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ভরত দিলীপ পালের থেকেই সিমেন্টের ইটের ব্যবসা করে এবং তার জন্য যাবতীয় বালু-পাথর সে দিলীপের থেকেই ক্রয় করতো। এর মধ্যে দিলীপ পালের ভরত ছেত্রীর কাছে বিশাল অংকের টাকা পাওনা রয়ে গিয়েছিল। সেই টাকার জন্যই ভরত, দিলীপ পালকে খুন করার ছক কোষে।' তিনি জানান, 'তার এই ছকে সে কুশাল ছেত্রী বলে এক ব্যক্তিকেও শামিল করে।ভরত কুশালকে বলে দিলীপ পাল এলাকায় আসলে তাকে কোন মতে কথায় উলঝে রাখতে হবে,এরজন্য ভরত কুশালকে ৩০ হাজার টাকা দেওয়ার লোভও দেখায়। টাকার লোভে সেই পরিকল্পনা মারফতই ১ মে দিলীপ পাল রায়মাটাং বাগান দিয়ে যেতে থাকলে কুশাল দিলীপকে দার করিয়ে তামাক জাত দ্রব্য দেয় এবং তাকে নিজের কথায় উলঝে র