সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

খাঁচাবন্দী লেপার্ড.

আলিপুরদুয়ার:-  আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি লেপার্ড ।মঙ্গলবার ভোর সকালে চা বাগানের ১৪ নং সেকসনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী লেপার্ডটিকে দেখতে পেরে এলাকার বাসিন্দারা বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে । এই বিষয়ে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে লেপার্ডের আতঙ্ক চলছে আটিয়াবাড়ি চা বাগানে । এখন ওবধি লেপার্ডের হানায় বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছে। অবশেষে লেপার্ড খাঁচাবন্দী হ ওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাগানের শ্রমিকদের থেকে শুরু করে গ্ৰামবাসীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্প বনকর্মীরা লেপার্ডটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা করার পর লেপার্ড টিকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হলো বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা।

দুস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষায় নিজের জীবনের সঞ্চয় দান অবসর প্রাপ্ত ব্যাংক কর্মী.

 দুস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষায় নিজের জীবনের সঞ্চয় দান অবসর প্রাপ্ত ব্যাংক কর্মী। আলিপুরদুয়ার:- মায়ের ইচ্ছা পূরণে দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়নে নিজের কর্ম জীবনের সঞ্চিত অর্থ ট্রাস্ট তৈরি করে বিদ্যালয় কে দান করলেন অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মী।মঙ্গলবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার নেতাজি বিদ্যাপীঠ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই উদ্যোগের কথা জানালেন ব্যাংক কর্মী অমলেশ চক্রবর্তী। আলিপুরদুয়ার জংশন ভোলারডাবরীর বাসিন্দা অমলেশ  চক্রবর্তী জংশন লিচুতলায় উত্তরবঙ্গ ক্ষত্রিয়  গ্রামীণ ব্যাংকের কর্মী ছিলেন। স্থানীয় বাসিন্দা হওয়ায় এলাকার ছাত্র-ছাত্রীদের আর্থিক অনটনের সমস্যা তার সবটাই জানা। তাই চাকরি থেকে  অবসর নেওয়ার পর থেকেই সেই সমস্যা সমাধান নিয়ে তিনি চিন্তাভাবনা শুরু করেন। তিনি তার মায়ের নাম দিয়ে প্রতিভা দেবী ট্রাস্ট তৈরি করে সেই অর্থ সেখানে দান করেন।ঐ ট্রাস্টে তিনি সর্ব মোট ১০ লক্ষ টাকা দান করেছেন। সেই টাকা ট্রাস্টের নামে ব্যাংকে ফিক্স ডিপোজিট করা থাকবে। আর  টাকার সুদ থেকেই বিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের মেধাবী দুস্থ ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য অনুদান

List of the Schools in Alipurduar South Cluster, Alipurduar-i Block

 1 OAKLAND PUBLIC SCHOOL (PVT) 2 CHECHAKHATA R/R PRY SCHOOL 3 CHECHAKHATA NETAJI VIDYA MANDIR JR HIGH List of the Schools in Netaji Vidyapith High Cluster, Alipurduar-i Block 1 GAYANDRA SSK 2 JUNCTION COLONY R.R. PRY SCHOOL 3 BHOLARDABRI SOUTH CHECHAKHATA PRY SCHOOL 4 PURBA BHOLARDABRI MAHAKALDHAM SSK 5 BHOLARDABRI B.F.P SCHOOL 6 NETAJI VIDYA MANDIR PRY SCHOOL 7 PASCHIM BHOLARDABRI PRY SCHOOL 8 DAMANPUR PART JR.BASIC 9 PASCHIM BHOLARDABRI SSK 10 UTTAR BHOLARDABRI BANKABEHARI PRY 11 NETAJI VIDYAPITH (HIGHER SECONDARY) 12 PRANABANANDA VIDYANIKETAN (PVT) 13 NABODAYA NURSERY SISHU VIDYA (PVT) 14 BIDHAN SMRITI ADDL PRY SCHOOL 15 ST. JOSEPH HIGH 16 UDAY SANGHA SSK

A worker was seriously injured by a train while working on electric overhead on the railway line.

রেললাইনে ইলেকট্রিক ওভারহেডের কাজে কর্মরত অবস্থায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহতহন এক শ্রমি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের অন্তর্গত মালবাজার স্টেশনের কাছে ডামডিম এলাকায় রেললাইনের ইলেকট্রিক ওভারহেডের কাজে কর্মরত অবস্থায় শিয়ালদা আলিপুরদুয়ার জংশন আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন এক শ্রমিক।তড়িঘড়ি কর্মরত অন্যান্য শ্রমিকরা ওই শ্রমিকে মালবাজার হাসপাতালে নিয়ে যায় বলে জানাযায়।ঘটনাস্থলে ট্রেন থামিয়ে দাওয়া হয়। প্রায় ১৫ মিনিট ট্রেন থামিয়ে রাখা হয় বলে জানাজায়।এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে।

train coach washing plant started at apdj

আলিপুরদুয়ার জংশন স্টেশনে উদ্বোধন হলো রেল কোচ ওয়াশিং অটো প্লান্ট এদিন এই নতুন ওয়াশিং প্লান্টটিকে সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বাড়লা সাথে উপস্থিত ছিল আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপ কুমার সিং সহ অন্যান্য সদস্যরা।

নিউ আলিপুরদুয়ার স্টেশনে উদ্বোধন হলো লিফটের

 বুধবার একুশে সেপ্টেম্বর ২০২২ এ নিউ আলিপুরদুয়ার স্টেশন প্লাটফর্ম নাম্বার ওয়ানে লেফটের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বাংলা সাথে উপস্থিত ছিলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপ সিং সহ অন্যান্য সদস্যরা।

বিশ্ব সর্প সচেতনতা দিবস পালন আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হলো বিশ্ব সর্প সচেতনতা দিবস। সাপ কামড়ালে ওঝা নয় হাসপাতাল, এই স্লোগানকে সামনে রেখে একটি স্বেচ্ছাসেবী সংস্থা  আলিপুরদুয়ার নিউ টাউন  গার্লস High  স্কুলে  পালন করলেন বিশ্ব সর্প সচেতনতা দিবস। এদিন সংস্থার মুখপাত্র কৌশিক দে বলেন সামনেই বর্ষাকাল, আর এই বর্ষাকালে সাপ কামরের প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু কিছু মানুষ অজান্তেই ওঝার  কাছে গিয়ে নিজের মূল্যবান সময় কে নষ্ট করে , অবশেষে ঘটে মৃত্যু। সময় মত হাসপাতালে নিয়ে গেলে যাকে বাঁচানো যেত সেই সুযোগ টাকেও তারা হারিয়ে ফেলে। আজ16 ই জুলাই বিশ্ব সর্প সচেতনতা দিবস এই দিনটি থেকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন জায়গার সাধারণ মানুষকে সচেতন করতে  সর্প সচেতনতা শিবির। তিনি আরো বলেন সাপ প্রকৃতির বন্ধু, তাই সাপ কে হত্যা করবেন না তাকে বাঁচতে দিন। প্রকৃতিতে সাপের অবদান অসীম। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় রায়, সন্তু দে, ইতি সরকার, নন্দদুলাল সরকার সহ অন্যান্যরা ।