সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভুটানে তুষারপাত 2022

ভুটানে তুষারপাত  আলিপুরদুয়ারঃ প্রতিবেশী দেশ ভুটানে তুষারপাত গতকাল থেকেই শুরু হয়েছে ভুটানের রাজধানী থিম্পুতে তুষারপাত ।শীত পড়তেই তুষারপাত প্রতিবেশী দেশ ভূটানে । রীতিমতো চোখজুড়ানো ছবি ভুটানের রাজধানী থিম্পু, পারো সহ বিভিন্নয়এলাকায় । থিম্পু, পারো সমস্ত রাস্তা দোকানপাট থেকে শুরু করে হোটেল, গাড়ি ঢেকে গিয়েছে বরফের চাদরে ।  ভুটানে তুষারপাত উপভোগ করছে ভুটানের বাসিন্দারা। তবে পর্যটকরা ভুটানের তুষারপাত উপভোগ করতে পারছেনা কেননা কোভিডের জেরে ভুটানে প্রবেশ বন্ধ রয়েছে । শীতের মরশুমে শুরুতেই তুষারপাত উপভোগ করছে ভুটানের নাগরিকরা।

বড়দিনের আগাম শুভেচ্ছা বার্তা নিয়ে শহরের পথে বিধায়ক সুমন কাঞ্জিলাল

বড়দিনের আগাম শুভেচ্ছা বার্তা নিয়ে শহরের পথে বিধায়ক সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ার:সারা বিশ্বজুড়ে পালিত হয় যে ক্রিসমাস,বাংলা ভাষায় তার পরিচয় বড়দিনের উৎসব।বড়দিন হল খ্রিস্ট ধর্মের মানুষের কাছে শ্রেষ্ঠ উৎসব।পৃথিবীর বেশিরভাগ উৎসবের সঙ্গে কোন না কোন ধর্মের সংযোগ থাকলেও বলা হয় ধর্ম যার,কিন্তু উৎসব সবার।কারণ আনন্দের যেমন কোনো ধর্ম নেই,তাই উৎসব উদযাপনের ও কোন ধর্ম নেই।পৃথিবীতে এমন বেশকিছু উৎসব রয়েছে যেগুলো উদযাপনকালে সমগ্র বিশ্বজুড়ে মানুষ জাতি ধর্ম ভুলে একই দিনে একই সাথে আনন্দে মেতে ওঠে।খ্রিস্ট ধর্মের উৎসব বড়দিন এক্ষেত্রে অন্যতম।রাত পোহালেই শুরু হয়ে যাবে ক্রিসমাস উদযাপনের পালা।আজ চলছে তার শেষ প্রস্তুতি।আনন্দধারার মাঝে উৎসবে যেন মন সাজে।আনন্দকে বাড়তি উপভোগের লক্ষ্যে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল পৌঁছে গেলেন কচিকাঁচাদের মাঝে।খোশ মেজাজে সারা দিন কাটালেন কচিকাঁচাদের সঙ্গে।শহরের পথে দুস্থ অসহায় শিশুরাও যাতে উৎসবের মাঝে নিজেদের অস্তিত্বটুকু বুঝে উঠতে পারে,তার জন্য ভারতের কাছে ছিল বিশেষ উপহারের ডালি।সেই ডালিতে ছিল লালসাদা সান্তাক্লজ টুপি,চকলেট,শীতবস্ত্র।কচিকাচাদের একত্

গোরু পাচারে বাঁধা পেয়ে বিএসএফের ওপর হামলা পাচারকারীদের

গোরু পাচারে বাঁধা পেয়ে বিএসএফের ওপর হামলা পাচারকারীদের।  কোচবিহার,২৩ ডিসেম্বরঃ   কোচবিহারে বিএসএফের গুলিতে প্রাণ হারাল এক গোরু পাচারকারী।  জানাগেছে, বৃহস্পতিবার ভোর রাতে গীতালদহের কাশীমঘাট সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া কেটে বাংলাদেশে গোরু পাচার করছিল কমপক্ষে ১৫ জনের একটি পাচারকারীর দল। সেই সময় বিষয়টি নজরে আসে সীমান্তে কর্তব্যরত বিএসএফের ৯০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের। বাংলাদেশে গোরু পাচারে বাঁধা দেওয়ায় জওয়ানদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় গোরু পাচারকারীরা বলে অভিযোগ। এই হামলায় জখম হন এক বিএসএফ জওয়ান। ছিড়ে দেওয়া হয় আক্রান্ত জওয়ানের পোশাক। এর পরই আত্মরক্ষার স্বার্থে পাচারকারীদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালায় বিএসএফ জওয়ান। এই ঘটনায় বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন এক গোরু পাচারকারী। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরই গুলিবিদ্ধ পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ান মেডিকেল কলেজে, সেখানেই মৃত্যু

সারের কালোবাজারি রুখতে আলিপুরদুয়ারে বিজেপি কিষান মোর্চার আন্দোলন

আলিপুরদুয়ার, ২৩ ডিসেম্বরঃ গোটা রাজ্য জুড়ে  সারের কালো বাজারির রুখতে আন্দোলনে নেমেছে বিজেপির কিষাণ মোর্চা। এবার আলিপুরদুয়ারও  সারের কালোবাজারি বন্ধ করতে আন্দোলনে নামলেন আলিপুরদুয়ার জেলার বিজেপি কিষাণ মোর্চা। সারের কালোবাজারি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কিষান মোর্চার তরফে বিক্ষোভ কর্মসূচী পালিত হয় কালচিনিতে। এদিন কালচিনির বিডিও অফিসের সামনে সারের কালোবাজারি বন্ধ করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবীতে বিক্ষোভ দেখায় কিষান মোর্চার কর্মী সমর্থকেরা। পরে কালচিনির বিডিও কে একটি স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের তরফে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি প্রদীপ কুজুর, মণ্ডল সভাপতি নারায়ণ মঙ্গর , প্রাক্তন বিধায়ক উইলশন চম্প্রামারী সহ বিজেপি সমর্থকরা ।

চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকদের শাড়ি প্রদান করেন কালচিনি ব্লক প্রশাসন

আলিপুরদুয়ার:কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকদের শাড়ি প্রদান করেন কালচিনি ব্লক প্রশাসন । মঙ্গলবার কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানে এসে নিজের হাতে বাগানের কর্মরত মহিলা শ্রমিকদের হাতে শাড়ি তুলে দেন কালচিনি বিডিও বাবু প্রশান্ত বর্মণ ও ব্লক স্তরের আধিকারিকরা। এদিন তোর্ষা চা বাগানে উপস্থিত ছিলেন কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার ও পঞ্চায়েত সমিতির সদস্যরা।

বেকার যুবক যুবতীদের জন্য শুরু হল বিউটিশিয়ান কোর্স

আলিপুরদুয়ার : জয়ঁগা খোকলা সরস্বতী প্রাথমিক বিদ‍্যালয়ে মঙ্গলবার SSB 53 ব‍্যাটালিয়ানের পক্ষ থেকে খোকলাবস্তি , তরিবাড়ি এলাকার 20 জন বেকার স্থায়ী যুবতীকে নিয়ে 30 দিনের বিউটিসিয়ান কোর্সের প্রশিক্ষণ শুরু হল। এদিন অনুষ্ঠানে যুবতীদের হাতে সাজের জিনিস সামগ্রী প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SSB53 ব‍্যাটালিয়ানের ডেপুটি কমাণ্ডেণ্ট সৌমেন রায়, জয়ঁগা এক নং গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সুনিতা লামা সহ অনেক বিশিষ্টজনেরা।

মৃত বিপিন রাওয়াত ও তাঁর সহযাত্রীদের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধের আয়োজন তৃণমূল নেতার

হেলিকপ্টার দুর্ঘটনায়  মৃত বিপিন রাওয়াত ও তাঁর সহযাত্রীদের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধের আয়োজন তৃণমূল নেতার। আলিপুরদুয়ার:-8 ডিসেম্বর 2021 এর দুপুরে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে Mi-17V5 হেলিকপ্টার করে যাওয়ার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ে। দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং অন্য 11 জন মারা য়ান। সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায  প্রয়াত ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সহযাত্রীদের আত্মার শান্তি কামনার জন্যে তেরো দিনের মাথায় শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন কালচিনি ব্লক তৃণমুল সভাপতি  পাসাং লামা। বৌদ্ধ ও হিন্দু রীতি মেনে কালচিনির কার্গিল চকে শ্রাদ্ধের আয়োজন করা হয়। পাসাং লামা জানান, তৃণমূল নেতা হিসেবে নয় ভারতবাসী হিসেবে শ্রদ্ধাঞ্জলি দিলাম তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধশান্তির মাধ্যমে। এদিন হিন্দু পণ্ডিত এসে হিন্দু রীতি মেনে শ্রাদ্ধ অনুষ্ঠান করে। অপরদিকে বৌদ্ধ পণ্ডিত এসে বৌদ্ধ রীতি মেনে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় পাশাং লামার উদ্যোগে।