সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

তোরসা নদী তে ডুবে মৃত্যু দুই কিশোরের।

তোরসা নদী তে ডুবে মৃত্যু দুই কিশোরের:-  আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচিয়াবস্তি এলাকায় তোর্ষা নদীতে ডুবে মৃত্যু হল দুই কিশোরের।মৃতদেহ শনিবার রাতে উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ। মেচিয়াবস্তি এলাকায় এদিন স্নান করতে যায় কিশোরেরা।জানা যায়,এদিন বিকেলে ডুবে যায় দুই কিশোর। দুজনই জয়গাঁ সুমসমি এলাকার বাসিন্দা।পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করেছে।মৃত দুই কিশোরের নাম প্রভাত লামা ,উরগেন শেরপা।  স্থানীয় সূত্র জানা গেছে ,শনিবার বিকেলে ফুটবল খেলতে তারা ময়দানে যায়।খেলা শেষে  সেখান থেকে স্নান করতে তোর্ষা নদীতে যায়। জলে নামার পর আচমকা  দুজন ডুবে যায় ।খবর পেয়ে পরবর্তীতে জয়ঁগা দমকল ,জয়ঁগা পুলিশ ও এলাকার বাসিন্দারা এসে নদী থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। জয়ঁগা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য রবিবার আলিপুরদুয়ার হাসপাতালে পাঠাবে বলে জানা যায়

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার দেওর ও শশুর।

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার দেওর ও শশুর: আলিপুরদুয়ারঃ এক গৃহবধূর রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের হরি মন্দির এলাকায়।বৃহস্পতিবার মোনালিসা রায়(২১) নামের ওই গৃহবধূর মৃতদেহ বাড়ির শৌচাগারের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ওই গৃহবধূর দেওর ও শ্বশুরকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।তদন্তে পুলিশ জানতে পেরেছে যে বুধবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ।ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে হরিমন্দির এলাকায়।গৃহবধূর পরিবারের অভিযোগ স্বামীর অনুপস্থিতির সুযোেগ নিয়ে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেরা নৃসংশ ভাবে খুন কর হয়েছে মোনালিসা রায়কে।

অসম সীমানায় নদী পেরিয়ে দুয়ারে সরকার।

অসম  সীমানায় নদী পেরিয়ে দুয়ারে সরকার: আলিপুরদুয়ার: রাজ্যের শেষ প্রান্তে যেখানে সংকোষ নদী ঘিরে রেখেছে মাঝের ডাবরী ,বিষ্ণু নগর মুসলিম চরের  মত  গড়ে ওঠা গ্রামগুলো কে ,সেখানে  এক গুচ্ছ সরকারি পরিষেবা ও  প্রকল্প নিয়ে বৃহস্পতিবার  নৌকায় নদী পেরিয়ে ,প্রখর রোদ মাথায় করে অভিনব কর্মসুচিতে নামলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা-বারোবিশা গ্রাম পঞ্চায়েতের মুসলিমের চরের অবস্থান সংকোশ নদীর মাঝখানে।ওই প্রত্যন্ত এলাকায় এদিন নৌকোয় চেপে সরকারি আধিকারিকদের  নিয়ে পৌঁছে যান জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।রাজ্য সরকারের  প্রকল্প গুলির সুবিধে যাতে ওই প্রত্যন্ত এলাকার মানুষেরা সহজেই পেয়ে যান, সেই বিষয়ে এদিন বিশেষ উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলা শাসক এদিন বলেন জেলার কোনায় কোনায় যাতে সরকারি প্রকল্প গুলির সুযোগ সাধারণ মানুষ লাভ করতে পারেন, সে বিষয়ে বদ্ধপরিকর জেলা প্রশাসন। Watch full video https://fb.watch/dgM8vYBdEc/

প্রতারিত পরিযায়ী শ্রমিকদের পাশে তৃণমূল কংগ্রেস।

প্রতারিত পরিযায়ী শ্রমিকদের পাশে তৃণমূল:- আলিপুরদুয়ার: মাস কয়েক আগে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে এক প্রকার বিক্রি হয়ে গিয়েছিলেন আলিপুরদুয়ার জংশন এলাকার পাঁচ জন পুরুষ ও তিন জন মহিলা পরিযায়ী  শ্রমিক।এবার স্থানীয়  তৃণমূল নেতাদের উদ্যোগে এবং জেলা পুলিশের প্রচেষ্টায় বাড়ি ফিরল তারা। যার সাহায্যে তারা ভিন রাজ্যে গিয়েছিল কাজ করতে ,সেই মহিলা দালাল তাদের সেখানে রেখে ঠিকাদারের থেকে মোটা টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তারা সেখানে কাজ করলেও ঠিকমত খাবার ও বেতন কোনোটাই দিত না ও ঠিকাদার। এমনকি বাড়ি ফিরতে চাইলেও তাদের বলা হত যে , তাদের ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছে ওই দালাল। তাই তারা বাড়ি ফিরতে চাইলে ,মোটা টাকা ঠিকাদার কে দিয়ে তবেই ফিরতে পারবে। এমতাবস্থায় ওই শ্রমিকেরা গোপনে মোবাইলে আলিপুরদুয়ারের  স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ঘটনা জানায়। তারপর স্থানীয় বিবেকানন্দ অঞ্চলের তৃণমূল নেতারা প্রশাসনের দ্বারস্থ হন। এরপর জেলা পুলিশের উদ্যোগে শনিবার আলিপুরদুয়ারে ফেরেন তারা। তারা বাড়ি ফিরে এলে স্থানীয় তৃণমূল নেতারা তাদের সঙ্গে দেখা করে তাদের সাহায্যের আশ্বা

আলিপুরদুয়ারে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর নিখোঁজ সন্ধান চাই পোস্টার সাটালো ডিওয়াইএফআই.

আলিপুরদুয়ারে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর নিখোঁজ সন্ধান চাই পোস্টার সাটালো ডিওয়াইএফআই আজ আলিপুরদুয়ারে শহরের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর সন্ধান চাই নিখোঁজ পোস্টার সাঁটালো ডিওয়াইএফআই নেতৃত্ব। কদিন আগেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীরকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জানা যায় তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে অবৈধ চাকরির অভিযোগে তাকে সিবিআই ডেকে পাঠায় কিন্তু কোচবিহার থেকে রওনা দিয়ে শিয়ালদা পৌঁছানোর আগেই তিনি উধাও হয়ে যান। তার সন্ধানের দাবিতে আলিপুরদুয়ার শহরে নিখোঁজ সন্ধান চাই পোস্টার সাঁটালো ডিওয়াইএফআই নেতৃত্ব।

রেলের স্কুল বন্ধ করার প্ররোচনার অভিযোগ আলিপুরদুয়ারের সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে।

রেলের স্কুল বন্ধ করার প্ররোচনার অভিযোগ আলিপুরদুয়ারের সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে। আলিপুরদুয়ার:আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, রেল কর্মচারীদের সন্তানদের বাইরে কোনো ছাত্রভর্তি করা হচ্ছেনা । এই নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।এবার এই বিষয় নিয়ে অলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা এবং স্থানীয় বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা এস.জে.ডি.এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সৌরভ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা এবং স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল এই স্কুলের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে ষড়যন্ত্র করছে।পাশাপাশি শিক্ষায় সংকোচন করার চক্রান্ত করছে।" সূত্রের পাওয়া খবর অনুযায়ী দীর্ঘদিন থেকেই রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রেল কর্মচারীদের সন্তানদের বাইরেও স্থানীয় অন্যান্য পরিবারের ছাত্রছাত্রীরাও পড়াশুনা করতে। কিন্তু সম্প্রতি রেলের বাইরের ছাত্রছাত্রীদের সেখানে ভর্তি নেওয়া হচ্ছে না। স্থানীয়দের ভর্তির দাবিতে ১১ ই মে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিক্ষো

দুই হাজার পাঁচশো ছিষুট্টি তম বুদ্ধ জয়ন্তী উদযাপিত হলো আলিপুরদুয়ার জংশন নর্থপয়েন্ট বুদ্ধমন্দির।

দুই হাজার পাঁচশো ছিষুট্টি তম বুদ্ধ জয়ন্তী উদযাপিত হলো আলিপুরদুয়ার জংশন নর্থপয়েন্ট বুদ্ধমন্দির। সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলিপুরদুয়ার জংশন নর্থ পয়েন্ট বুদ্ধ মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করলো মন্দির কমিটির সদস্যরা। এদিন সকালে প্রভাত ফেরী করে সবার বিষয়ে মঙ্গল কামনা এবং বিশ্বশান্তি পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ আরম্ভ করা হয়। এদিন বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক ভক্তরা মন্দিরে উপস্থিত হন। আজকের এই বুদ্ধ পূর্ণিমা হল বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন,বৌধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন তাই এই তিনটি স্মৃতি কে নিয়ে বুদ্ধ পূর্ণিমা উজ্জাপিত করলো আলিপুরদুয়ার জংশন বৌদ্ধ মন্দির এর ভক্তরা। আজকের এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করে সুচি বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনা করে থাকেন বলে জানা যায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিক্ষু সংঘের যুগ্ম সম্পাদক সদ্ধম শ্রী বিক্ষু মহাদয় ,সুমনাশ্রী বিক্ষু মহাদয়, আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ দুই নং অঞ্চল সভাপতি সুকান্ত দে সহ অন্যান্য ভক্তরা