সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

দূর্গম বক্সা পাহাড়ে চালু হল ৩ সজ্জা বিশিষ্ট বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিট

আলিপুরদুয়ার জেলার দূর্গম পার্বত্য এলাকায় শনিবার উদ্বোধন হল একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।  য়ার নাম দেওয়া হয়েছে বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিট।  সমুদ্রপৃষ্ট থেকে ২৬০০ মিটার উচ্চতায় এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হল জেলা স্বাস্থ্যদফতরের উদ্যোগে। এদিন এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।   এই দূর্গম এলাকায় ১৩ টি গ্রাম থাকলেও এতদিন ছিল না কোন স্বাস্থ্যকেন্দ্রের। ফলে এই গ্রামগুলির কয়েকশ মানুষকে দূর্গম পাহাড়ি পথ বেয়ে চিকিৎসার জন্য আসতে হয় নিকটবর্তী সান্তালাবাড়ি গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে। গর্ভবতী মায়েদের ও অসুস্থ গ্রামবাসীদের কাঁধে ঝুলিয়ে বক্সা পাহাড় থেকে সান্তালাবাড়িতে আসার চিত্র ছিল নিত্যদিনের। এই এলাকার মানুষজনের কথা চিন্তা করেই আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদফতরের উদ্যোগে সমুদ্রপৃষ্ট থেকে ২৬০০ মিটার উচ্চতায় চালু করলেন ৩ সজ্জা বিশিষ্ট বক্সা ডুয়ার্স কমিউনিটি হেল্থ ইউনিটের।  আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, বর্তমানে এই হেল্থ ইউনিটে আপাততঃ একজন প্রশিক্ষণ প্রাপ্ত আশাকর্মী থাকবে এছাড়া সপ্ত

মদ্যপ স্বামীর বাটামের আঘাতে মৃত্যু হল স্ত্রীর।

মদ্যপ স্বামীর বাটামের আঘাতে মৃত্যু হল স্ত্রীর। মদ্যপ অবস্থায় স্ত্রীকে বাটাম দিয়ে হত্যা করল স্বামী। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ছোটশালকুমার গ্রাম পঞ্চায়েতের শিবনাথপুরের ঠুমাপাড়া এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বাড়িতে মদ্যপানের আসর বসিয়েছিল স্থানীয় বাসিন্দা শুক্রা ওরাও। মদ্যপ অবস্থায় শুক্রা ঘড়ে ঢুকলে তার স্ত্রীর সাথে বচসা শুরু হয়। এরপরই বচসা চলাকালীন শুক্রা তার স্ত্রী রাজকুমারী ওঁরাওকে বাটাম দিয়ে মাথায় আঘাত করে রাত ৯ টা নাগাদ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথেই তার মৃত্যু হয়। জানা যায় অভিযুক্ত স্বামী শুক্রা ওঁরাও কে গ্রেপ্তার করেছে ফালাকাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।

আলিপুরদুয়ারে বসেই আগরতলা পৌর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ করলেন জে ডি এ চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা।

আলিপুরদুয়ারে বসেই আগরতলা পৌর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ করলেন জে ডি এ চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা।   আলিপুরদুয়ার, ২৫ নভেম্বরঃ আলিপুরদুয়ার জেলা থেকেই ত্রিপুরার আগরতলার পুর নির্বাচনের মনিটরিং করলেন আলিপুরদুয়ার তৃনমুল কংগ্রেসের জেলা নেতা এবং জয়ঁগা ডেভলপমেণ্ট অথরিটি চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ৷ গঙ্গাপ্রসাদ শর্মার উপরেই আগরতলা পুর নির্বাচনের ১৭ টি ওয়ার্ডের সার্বিক দায়িত্ব দিয়ে ছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় এক মাস ধরে আগরতলার মাটি কামড়ে পরে ছিলেন গঙ্গাপ্রসাদ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বসেই তিনি দলীয় কর্মীদের নানান নির্দেশ দিয়েছেন। একদা এই বিজেপি নেতা আগরতলা পুর নির্বাচন নিয়ে বিজেপির বিরুদ্ধে রিগিং, সন্ত্রাস, বুথদখল, বুথজ্যাম এর মত অভিযোগে সরব হয়েছেন৷ তিনি বলেন আলিপুরদুয়ারে বসেই সকাল থেকে প্রায় ১০০ টি অভিযোগ দায়ের করেছেন নির্বাচণ কমিশনের কাছে৷ পুলিশ নিষ্কৃয় বলেও অভিযোগ তোলেন তিনি ৷      

নিয়ন্ত্রন হারিয়ে এশিয়ান হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উলটে যায় একটি ওয়াগনার গাড়ি।

বুধবার নিয়ন্ত্রন হারিয়ে এশিয়ান হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উলটে যায় একটি ওয়াগনার গাড়ি। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত এশিয়ান হাইওয়ের ডিমডিমা হাট খোলা এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কর সৃষ্টি এলাকা জুড়ে।   জানা গেছে এদিন বিন্নাগুড়ির দিক থেকে ছোট গাড়িটি বীরপাড়ার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উলটে গেলে গাড়ির চালক প্রিয়াঙ্কা প্রধান আহত হন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি চিকিৎসার জন্য আহত প্রিয়াঙ্কা প্রধান কে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠান।

UTS Ticket booking শুরু করলো নর্থ ইস্টফ্রন্টিয়ের রেলওয়

 booking of ticket in Intercity train the competent authority has directed for opening of uterus booking at all station in nfr Railway in view of introduction of passenger trains in all sections please ensure your entry ticket from all station with immediate effect Northeast Frontier railway এতে পক্ষ থেকে জানানো হচ্ছে যে যে সমস্ত ট্রেন চলাচল করে তাদের টিকিট এবার থেকে আর সিটিসি অ্যাপের মাধ্যমে আপনারা কাটতে পারবেন না এই সমস্ত লোকাল ট্রেনের টিকিট আপনি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার থেকে পেয়ে যাবেন  আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি  ও শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, অর্থাৎ সমস্ত লোকাল ট্রেনের টিকিট(General) এবার টিকিট কাউন্টারে পাওয়া যাবে।  লোকাল ট্রেনের টিকিট অনলাইন  বুকিং  বন্দ করে দেওয়া হয়েছে।

তক্ষক সহ এক ব্যক্তি কে গ্রেফতার করল আলিপুরদুয়ার পুলিশ

তক্ষক সহ আলিপুরদুয়ার শহর থেকে ধৃত এক । বন্যপ্রাণ পাচার আইনে ধৃতকে  আলিপুরদুয়ার আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন আলিপুরদুয়ার থানা পুলিশের।     গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার পৌরসভা এলাকার ১৮ নং ওয়ার্ড মায়াটকিজ সংলগ্ন এলাকার এক বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখানে বন্দি অবস্থায় লুকিয়ে রাখা একটি তক্ষক উদ্ধার করে আলিপুরদুয়ার থানা পুলিশ।গ্রেফতার করা হয়েছে আবিরলাল দত্ত নামে এক অভিযুক্তকে।  অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রান পাচারের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। চক্রের অন্যান্য পান্ডাদের খুঁজতে ধৃতকে আদালতে পেশ করে  পুলিশ রিমান্ডের আবেদন জানানো হচ্ছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ। পাশাপাশি তক্ষকটি  বনদপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

ড্রাগ কান্ডে এক ব্যক্তিকে গেপ্তার করলো বিরপাড়া পুলিশ Birpara Police arrest a person for drug smuggling

ড্রাগ কান্ডে দলমোড় বাঁশবাড়ি লাইনের কাঞ্ছা মঙ্গর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বীরপাড়া পুলিশ এক নজীর তৈরি করল। বীরপাড়া থানার ওসি প্রেম কুমার থামি জানালেন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ বীরপাড়া থানার অফিসার মিঠুন মোদকের নেতৃত্বে বীরপাড়া পুলিশের একটি দল দলমোড় চা বাগানের বাঁশবাড়ি লাইনের কাঞ্ছা মঙ্গরের বাড়িতে হানা দিয়ে ৩৬০০ টি   Pyeevon spus plus ট্যাবলেট  এবং  ৫২৮ টি Nitrosun 10  ট্যাবলেট উদ্ধার করে। ওসি প্রেম কুমার থামি জানান এর আগেও বীরপাড়া পুলিশের নেতৃত্বে প্রচুর নেশার ট্যাবলেট, কাশির ওষুধ উদ্ধার করা হয়।  তিনি বলেন বীরপাড়া থানা এলাকা নেশা এবং ড্রাগ মুক্ত বানান চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। ধৃতের বিরুদ্ধে ড্রাগ এবং কসমেটিক আইনে মামলা রুজু করে আদালতে পাঠান হয়েছে বলে ওসি প্রেম কুমার থামি জানালেন।